06/12/2025
যে মানুষ ক্লান্ত চোখে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে থাকে,হাতের মুঠোয় ভাঙা স্বপ্নের টুকরো চেপে ধরে,ঠোঁটের কোনে একফোঁটা মলিন হাসি রেখে দীর্ঘশ্বাস ফেলে,
সে আসলে কান্নার ভাষা ভুলে গেছে।তাঁর বুকের ভেতর নিঃশব্দ ঝর বয়ে যায়,তার শব্দ কেবল হৃদয়ই শুনতে পায়।আর তবুও সে হাসি,কারণ কষ্টকে সে সৌন্দর্য বানাতে শিখেছে।👉🙂🥀