03/07/2025
এই নির্জন নিশিতে অথবা মধ্য দুপুরে তুমি চাইলে চলে যাও,
তবে যাওয়ার কালে তুমি তোমার সামান্যটুকু রেখে যাও।
সামান্য অনল থেকে যেমন ছড়িয়ে পড়ে অগ্নিপিণ্ড,
ঠিক সামান্য "তুমি" থেকে
আমার মনে জাগ্রত থাকবে তোমার ভালোবাসা—
আর তুমি হয়ে থাকবে আমার হৃদপিণ্ড।
এই অবেলায়
চাইলে তুমি চলে যাওয়ার বাহানা খুঁজে নাও,
আমি তোমার ভালোবাসার যোগ্য নই—
তা তুমি কিঞ্চিৎ বলে দাও।
এই নশ্বর পৃথিবীতে তুমি
হাজারো বাহানা খুঁজে পাবে চলে যাওয়ার।
শুধু খুঁজে পাবে না,
তার কাছে থেকে যাওয়া একটি মাত্র বাহানা।
যে তোমাকে চায় ঠিক যেমন খরখরা মাটি
আকাশের দিকে তাকিয়ে এক ফোঁটা বৃষ্টি চায়।
তার চেয়ে বরং তুমি আমাকে ভুলে যাও,
নয়তো আমাকে তুমি ভুলিয়ে দাও;
শুধু মন থেকে নয় মস্তিষ্ক থেকেও।