07/09/2022
বেকারত্ব শব্দটির আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত এবং তার সাথে আমরা খুব ভালো ভাবে পরিচিত। আমাদের সকলের এই চিন্তার ছাপ পড়ে আছে অনেক বছর ধরে। তরুণ বা মধ্যবয়সী যে কোনো ব্যক্তি বেকারত্ব সাথে লড়াই করছে নিজ জাইগাই থেকে। কিন্তু ডিজিটাল মার্কেটিং বেকারত্ব নিরসনে ভূমিকা পালণ করে চলছে এই যুগে।
ডিজিটাল মার্কেটিং বলতে যা আমরা বুঝি ইন্টারনেট বা অনলাইন এর মাধ্যমে কোনো পণ্য, সেবা ও নিজের ব্যবসাকে পৃথিবীর সব প্রান্তে পৌছানো । ডিজিটাল এই প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের অনেক মানুষ আয়ের উৎস খুঁজে পেয়েছে।এই প্লাটফর্মটিতে কোন প্রাতিষ্টানিক ডিগ্রি দরকার হয়না, আপনার দক্ষতা দিয়েই বেকারত্ব ঘুচিয়ে আপনি সচ্ছলভাবে জীবন যাপন করতে পারবেন।ফ্রিল্যান্সিং করতে দরকার হবে শুধু, মেধা, দক্ষতা, মনোযোগ এবং ইন্টারনেট সংযোগ আর একটা ডিভাইস সেটা কম্পিউটার হোক বা মোবাইল। The daily Star ( 07.september.2022) সূত্র মতে “According to the ICT Division of the Bangladesh Government, There are 650,000 freelancers in Bangladesh, of which 500,000 are actively working. Bangladesh also ranked 8th in the 2019 Global Gig-Economy Index published by Payoneer.” যা স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভুমিকা রাখছে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক শিক্ষিত বেকার আয়ের উৎস তৈরি করেছে। বাংলাদেশে ফ্রিল্যানসার হওয়া সহজ কাজ নয় , দক্ষতা ও মেধা দ্বারা কাজ প্রমাণ করতে হয়। যারা এটা করছেন তারা আমাদের দেশের মেধাবী ও মূল্যবান মানুষের একজন।
তাহলে আর দেরি কেন , নিজেকে প্রতিষ্ঠিত একজন ফ্রিল্যনসার হিসেবে প্রস্তুত করতেও পারেন।