Ekjon Digital Creator

Ekjon Digital Creator My name is Tawhid Ismail Hashem. My job is to give you complete computer skill and freelancing skill

27/11/2022
  আপনি কি ফ্রিল্যান্সিং শিক্ষতে চাই!  এমন পোস্ট আমরা সব সময় ফেসবুক পোস্টে বা রাস্তা বিভিন্ন ব্যানারে দেখি।কিন্তু ফ্রিল্য...
17/11/2022


আপনি কি ফ্রিল্যান্সিং শিক্ষতে চাই! এমন পোস্ট আমরা সব সময় ফেসবুক পোস্টে বা রাস্তা বিভিন্ন ব্যানারে দেখি।কিন্তু ফ্রিল্যান্সিং কোন কাজ না , এইটি হলো কাজ করার একটি পদ্ধতি। কেউ যদি বলে আমি আপনাকে ফ্রিল্যান্সিং শিক্ষাব কথাটা সঠিক আবার ভুল। কারণ আমার যারা সাধারণ চাকরি বা ব্যবসা করি তারা আমাদের যোগ্যতা দিয়ে আমার সরাসরি চাকরি করি বা ব্যবসা জানলে ব্যবসা করি।কিন্তু ফ্রিল্যান্সিং এ যোগ্যতার চেয়ে দক্ষতাকে প্রধান্য দেয়া হয়।
ফ্রিল্যান্সিং এর জগতটা আলাদা , এখানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় জানতে হবে , লোকাল এবং ইন্টারনেশোনাল মারকেটয়ে কিভাবেই কাজ করতে হয়, প্রোফাইল কিভাবে সাজালে ক্রেতা কিভাবে আকর্ষণ হবে , কাজ করার পর টাকা কিভাবে পাবো? এমন অনেক বিষয় জানার আছে।
মুল বিষয় যা সবচেয়ে বেশি ignore করে মানুষ , তা হলো Skill. Skill ছাড়া আপনি কোনো উপয় পাবেন না, এই জগতে। ফ্রিল্যান্সিং হলো পদ্ধতি যেখানে আপনি আপনার skill দ্বারা টাকা আয় করবেন।
এমন অসাধারণ বিষয় নিয়ে আরো জানতে এবং আপনি ফ্রিল্যান্সিং জগতে পেশাদার একজন হতে চাইলে , তাহলে DMC free class এ অংশ নিতে পারেন

  "Bereal" ফ্রান্সের এই স্যোসাল মিডিয়া app টি ২০২০ সালে রিলিজ দেয়া হলেও এটি ২০২২ সালের প্রথম এবং মাঝামাঝি সময়ে দ্রুত জনপ...
17/11/2022


"Bereal"
ফ্রান্সের এই স্যোসাল মিডিয়া app টি ২০২০ সালে রিলিজ দেয়া হলেও এটি ২০২২ সালের প্রথম এবং মাঝামাঝি সময়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ইন্টারনেটর হোট টোপিক হলো Bereal এখন , ios এর social media list এ ১১ নম্বর সাথে 4.8 rating এবং Android এ 4.8 rating সাথে ১০ মিলিয়নও বেসি download হয়েছে।
এখন প্রশ্ন হলো Bereal এতো বিখ্যাত হচ্ছে কেন?
এই app টি Instagram এ মতো ফিল্টার , এডিটিং , ইফেক্টের মতো tools ব্যবহার করে না। আমাদের আজকের social media গুলি যেখানে একজন মানুষের আসল রুপ লুকিয়ে রাখে , নিজের আসেপাশে অবস্থা ডেকে রাখে এই app এ এমন কাজ করা যাবে না।
App টি ব্যবহারীদের Front এবং back camera দ্বারা একসাথে আসল ছবি তুলে , যা একজন ব্যক্তির আসল চিত্র তুলে ধরে।
এই পোস্টটি পড়ে আপনি যুদি কৌতূহলী হন, Download করে দেখতে পারেন ।

  This will be useful for you if you work on a digital platform. It is essential to have knowledge of tools that are ava...
17/11/2022


This will be useful for you if you work on a digital platform. It is essential to have knowledge of tools that are available for free. Some of them might be paid versions but still used by many freelancers around the world.
You can try all of these to increase productivity

Mobile থেকে Freelancing ⁉️আপনি কি জানেন ! আপনার হাতে থাকা smart phone দিয়ে ফ্রিল্যান্সিং দুনিয়ার অনেক কাজ করা সম্ভব। আপন...
03/10/2022

Mobile থেকে Freelancing ⁉️
আপনি কি জানেন ! আপনার হাতে থাকা smart phone দিয়ে ফ্রিল্যান্সিং দুনিয়ার অনেক কাজ করা সম্ভব।
আপনি যদি একজন beginner হিসাবে কাজ করতে চান, আপনার smart phone দ্বারা কাজ চালিয়ে দিতে পারবেন। একটি ১০/১৫ হাজার টাকার ফোন, এই আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ কাজের জন্য ভুমিকা হয়ে উঠতে পারেন শুধু আপনার ইচ্ছাশক্তি দ্বারা।
শুধু দরকার ভালো প্রশিক্ষণ এবং ভালো guideline। যা নিজেকে skill-up করতে সাহায্য করবে, চাকরি জীবনে , ব্যবসায়িক জীবনে বা আপনি যে পেশার মানুষ হননা কেন।
📵 মনে রাখবেন :
"মোবাইল থেকে প্রায় basic level এর কাজ করা যায়।
কিন্তু advance ও Professional level এর কাজ এর জন্য একটি laptop বা desktop থাকা লাগবেই। যা আপনার দীর্ঘদিন কাজ করার ইচ্ছা বারিয়ে তুলবে , তা ছাড়া আপনার basic level-এর কাজ আরো তাড়াতাড়ি করতে সাহায়্য করবে।
আপনি যদি ১০/১৫ বা ২০ হাজার দিয়ে একটি smart phone কিন্তে পারেন তাহলে একই দামে একটি 2nd hand PC নিতে পারা কঠিন কাজ নয়।"
নিচের pictureটিতে কিছু Freelancing টপিক দেয়া রয়েছে যা আপনি বা আমি চাইলে হাতের smartphone দ্বারা করতে পারি :-

“আমার চোক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!  বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,  অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক...
13/09/2022

“আমার চোক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
বাংলাদেশের নারীরা এদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন এক উচ্চতায়। তারা ফ্রিল্যান্সিং সেক্টর সহ প্রতিটি উল্লেখযোগ্য ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছে।একটি সরকারি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের প্রায় ৬ লক্ষ নিবন্ধিত ফ্রিল্যান্সাদের মধ্যে ৯% মহিলা ফ্রিল্যান্সাররা দেশের দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং সেক্টরটি তাদের স্বতন্ত্র চিহ্ন রেখে চলেছেন। ২০১৮ সালে টিক্যারের রিপোর্ট অনুযায়ী ফ্রিল্যান্সং মার্কেটের কর্মীদের প্রতি ঘন্টায় আয় ১১ থেকে ১৮ মার্কিন ডলার। এই চিহ্ন দ্বারা বুঝা যায় বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টরে নারীর ভূমিকা কেমন! উল্লেখযোগ্য পুঁজি বিনিয়োগ ছাড়াই আমাদের বৃহৎ তরুণ জনসংখ্যাকে উচ্চ-দক্ষ পরিষেবা খাতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এটি একটি চমংকার উপায়।
আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী।তাদের এই কর্ম দক্ষতা ও মেধাশক্তি আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করছে।তাদের এই মেধা ও দক্ষতা প্রকাশ করার প্লাটফর্ম দ্বারা দেশের সুফল বয়ে আনছে।

বেকারত্ব শব্দটির আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত এবং তার সাথে আমরা খুব ভালো ভাবে পরিচিত। আমাদের সকলের এই চিন্তার ছাপ পড়...
07/09/2022

বেকারত্ব শব্দটির আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত এবং তার সাথে আমরা খুব ভালো ভাবে পরিচিত। আমাদের সকলের এই চিন্তার ছাপ পড়ে আছে অনেক বছর ধরে। তরুণ বা মধ্যবয়সী যে কোনো ব্যক্তি বেকারত্ব সাথে লড়াই করছে নিজ জাইগাই থেকে। কিন্তু ডিজিটাল মার্কেটিং বেকারত্ব নিরসনে ভূমিকা পালণ করে চলছে এই যুগে।

ডিজিটাল মার্কেটিং বলতে যা আমরা বুঝি ইন্টারনেট বা অনলাইন এর মাধ্যমে কোনো পণ্য, সেবা ও নিজের ব্যবসাকে পৃথিবীর সব প্রান্তে পৌছানো । ডিজিটাল এই প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের অনেক মানুষ আয়ের উৎস খুঁজে পেয়েছে।এই প্লাটফর্মটিতে কোন প্রাতিষ্টানিক ডিগ্রি দরকার হয়না, আপনার দক্ষতা দিয়েই বেকারত্ব ঘুচিয়ে আপনি সচ্ছলভাবে জীবন যাপন করতে পারবেন।ফ্রিল্যান্সিং করতে দরকার হবে শুধু, মেধা, দক্ষতা, মনোযোগ এবং ইন্টারনেট সংযোগ আর একটা ডিভাইস সেটা কম্পিউটার হোক বা মোবাইল। The daily Star ( 07.september.2022) সূত্র মতে “According to the ICT Division of the Bangladesh Government, There are 650,000 freelancers in Bangladesh, of which 500,000 are actively working. Bangladesh also ranked 8th in the 2019 Global Gig-Economy Index published by Payoneer.” যা স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভুমিকা রাখছে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক শিক্ষিত বেকার আয়ের উৎস তৈরি করেছে। বাংলাদেশে ফ্রিল্যানসার হওয়া সহজ কাজ নয় , দক্ষতা ও মেধা দ্বারা কাজ প্রমাণ করতে হয়। যারা এটা করছেন তারা আমাদের দেশের মেধাবী ও মূল্যবান মানুষের একজন।
তাহলে আর দেরি কেন , নিজেকে প্রতিষ্ঠিত একজন ফ্রিল্যনসার হিসেবে প্রস্তুত করতেও পারেন।

Address

Chittagong

Telephone

+8801784945441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekjon Digital Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share