Adnin World

Adnin World Reels & Video Creator

18/07/2024

কোটা আন্দোলনের প্রেক্ষিতে আমার একজন বড় ভাই এর সাথে গতকাল ফোনে কথা হয়েছিলো। যিনি অনেক বড় একজন ইউটিউবার এবং বিভিন্ন সরকারী কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি নাম গোপন করে একটা পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যদি একমাত্র এটা বাস্তবায়ন করতে পারো তাহলে সরকার বাধ্য হবে তোমাদের এই আন্দোলন নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে।
সেটা হচ্ছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোর সামনে গিয়ে একত্রিত হয়ে ব্যাংক এ ঢুকার সকল রাস্তা ব্লক করে ব্যাংক এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া।
কারণ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাট বন্ধ হলে এতে করে শুধুমাত্র সাধারণ জনগণের ভোগান্তি হবে যেটায় সরকারের কিছুই যায় আসে না। কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো বন্ধ করা গেলে কোটি কোটি টাকা লেনদেন বন্ধ থাকবে, হাজার কোটি কালো টাকা আটকে যাবে। নিম্ন থেকে শুরু করে একদম বড় বড় ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি হবে। এবং তখন তারাই সরকারকে চাপ দিবে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য ভাই এটা একবার করো সরকার এমনি সোজা হবে।।

©

18/07/2024

একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার।
স্কুল কলেজ বন্ধ দেয়ার মেইন মোটিভ টা কি সবাই ধরতে পারছেন?
না, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল-কলেজ বন্ধ দেয় নাই। বন্ধ দিছে আন্দোলনের তীব্রতা কমানোর জন্য। স্কুল- কলেজ বন্ধ থাকলে ইউনিফর্ম পড়ে আন্দোলন করা শিক্ষার্থীর সংখ্যা কমবে। ফলে তারা শিক্ষার্থীদের অন্য ট্যাগ দিয়ে হামলা করতে পারবে। কারণ ইনফর্ম পড়া শিক্ষার্থীদের গায়ে পুলিশ হাত দিলে বহির্বিশ্ব থেকে চাপ আসবে।
তাই বলতেছি কালকে যারা আন্দোলনে যাবেন অবশ্যই ইউনিফর্ম পড়ে আসবেন এবং সাথে আইডি কার্ড রাখবেন।
আবার বলছি...
You must come in uniform and with ID card!

©️ : Abdullah Al Zisan

21/05/2024

কথা হজম করতে শিখো এটা অনেক
বড় গুন তোমাকে জীবন জিততে
সাহায্য করবে

16/03/2024
মাশা'আল্লাহ
29/02/2024

মাশা'আল্লাহ

26/12/2023

👉 " মা " 👈
দিব্যি অন্ধকারে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বলা নেই কওয়া নেই মুখের উপর কে যেন তীব্র আলো ফেলে কাঁচা ঘুমটা ভাঙ্গিয়ে দিল। তারপর মুন্ডুটা ধরে টেনে হিঁচড়ে নরম গরম কোটর থেকে বের করে দিল। তাতে ও হল না , মাথা নিচে পা উপরে করে ঝুলিয়ে পিঠে দমাদ্দম ঘা মারতে লাগল। একজন আবার এরই মধ্যে ক্যাঁচ করে কখন নাড়িটাকেও কেটে দিয়েছে। আমি এতক্ষন সহ্য করে ছিলাম , আর পারলাম না। পরিএাহী চিৎকার জুড়লাম। তারপর একজন আমাকে গরম জলে ফেলে যেটা করতে লাগল তাকে ধরপাকড় ছাড়া আর কীইবা বলা যায় ?
" আরে বাবা আমি কি আর সাঁতার জানি না " ? এতদিন তো সাঁতার কাটলাম । যাইহোক সেখান থেকে তুলতেই আমার কাঁপুনি শুরু হল। তারপর ঐ চেনা কোটরটার গন্ধ পেলাম , গলাটাও শুনে চেনা গেল। ভাবলাম যাক এবার আমার অন্ধকারে ঘুমাবো। কিসের কী ?
আমাকে এই ভদ্র মহিলার সামনে নিয়ে যাওয়া হল। তিনি তখন শরশয্যায় শুয়ে আছেন। টেরিয়ে দেখে নিলুম আমার নিশ্চিন্ত কোটরে ঢোকার পথটি একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে। ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষন করার চেষ্ঠা বৃথা গেল। ওনার চোখের সামনে একটা সবুজ রং এর পর্দা ফেলা আছে। যাতে করে তিনি তার পেটে কী কী কান্ড করা হচ্ছে টের না পান ।
তারপর অস্বস্তিকর ভাবে আমার দুই ঠ্যাঙ ফাঁক করে একজন তাকে বলতে বলল , আমি ছেলে না মেয়ে ।
আমার ভারী অপমান হল , এ আবার কি ?
আমার কি কোন প্রাইভেসি নাই ?
এরপর একজন নার্স আমাকে নিয়ে গেল ঘরের বাইরে। একজন ভদ্রলোক মুখ কাঁচু মাঁচু করে এগিয়ে এলেন। আমার দিকে না তাকিয়ে আগেই নিজের স্ত্রী কেমন আছে জিগ্যেস করলেন। এই গলাটাও চেনা লাগল।
তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন , একি এ এত কাঁপছে কেন ? গায়ে শিগগির কিছু চাপা দিন। বাস্তবিক আমার তখন ভীষন শীত করছিল ।আমার লোকটিকে তাই তেমন খারাপ লাগল না। নার্সটির কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার তখন আগ্রহ শুধু মিষ্ঠি খাওয়ার দিকে। এদিকে আমার পেট যে ক্ষিদেতে জ্বলে যাচ্ছে কে বোঝাবে ?
আমি এই অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়। যথারীতি চীৎকার করে কাঁদতেই আমাকে একটা তোয়ালে দিয়ে মোড়া হল । তারপর শরশয্যায় শায়িত ভদ্রমহিলাটির কাছে আবার আনা হল। তিনি তাঁর নল সূঁচ সরিয়ে কোনমতে আমার গালে একটা আঙ্গুল ছোঁয়ালেন।
মনে হল আমার সব কষ্ট দূর হয়ে গেল ।
উনি মিষ্ঠি করে বললেন , এই দেখ , আমি তোমার
" মা " ।

👉 ফলো করে দিবেন সবাই 👈

আল্লাহ্
14/11/2023

আল্লাহ্

24/08/2023

অতিরিক্ত চিন্তা
বাদ দাও যা তাকদীরে আছে তাই হবে,
মুচকি হেঁসে বলে দাও
আলহামদুলিল্লাহ্❤

প্রিয় ফুল....
03/08/2023

প্রিয় ফুল....

02/08/2023

—ভালোবাসা কি জানেন..?
ফাতেমা (রাঃ) কোরআন পাঠ করতেছিলেন,
তখনই পুরুষদের চারটি বিয়ে করার
অনুমতি দেওয়ার কথাটা সামনে আসে..
তৎক্ষণাৎ তিনি ধীর কন্ঠে কোরআন পড়তে থাকেন... যেনো আলী (রাঃ) শুনতে না পান... আলী (রাঃ) মুচকি হেসে বললেন তুমি একা'ই চারজনের সমান..!

Address

Ramgarh
Chittagong
4404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adnin World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adnin World:

Share