Freelancer Emaj

Freelancer Emaj It's me Emaj a professional Digital Marketer, and Social Media Organic Growth Expert .I'm also an Youtube SEO Experts.

১ সপ্তাহ বাড়িতে থাকার পর  #অফিসে এসে দেখি অনেক কাজ জমে আছে।  #দায়িত্ব  অনেক বড় জিনিস  #কমলগঞ্জ গিয়েও কাজ মৌলভীবাজার এসেও...
03/06/2025

১ সপ্তাহ বাড়িতে থাকার পর #অফিসে এসে দেখি অনেক কাজ জমে আছে। #দায়িত্ব অনেক বড় জিনিস #কমলগঞ্জ গিয়েও কাজ মৌলভীবাজার এসেও কাজ এইটাই #ছেলেদের জীবন❣️

নিজের কাজ মানে দিন নাই রাত নাই অবিরাম কাজ করতে হবে।
#ঈদের আগের দিন পর্যন্ত কাজ চলবে নতুন কিছু রেডি করতেছি ।

স্কিল শিখন প্রতিষ্ঠানের সাথে থাকুন #মৌলভীবাজারের মানুষকে অনলাইন সেক্টরে দক্ষতা বাড়ানোর সাথে সাথে #ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দিবে ইনশাআল্লাহ❤️🤲🤲

অফিস : এম এ কমপ্লেক্সে ২য় তলা,শমসের নগর রোড, মৌলভীবাজার।







26/10/2024

🌟 আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন আজই! 🌟

বাড়তি আয়ের পাশাপাশি স্বাধীনতা, সময়ের নিয়ন্ত্রণ এবং আপনার পছন্দের কাজ করার সুযোগ, সবই মিলবে ফ্রিল্যান্সিংয়ে! আপনি কি এই স্বাধীন পেশায় পা রাখতে চান? তাহলে আজই শুরু করুন! 💼✨

🚀 ফ্রিল্যান্সিং কেন করবেন?

স্বাধীন সময় – যখন ইচ্ছে তখন কাজ করুন ⏰
যেকোনো স্থান – যেখানেই থাকুন, কাজ করা সম্ভব 🌍
পছন্দের প্রজেক্ট – শুধুমাত্র আপনার ভালো লাগার কাজ করুন 💖
আয়ের সম্ভাবনা – বাড়ান আয়ের সুযোগ 📈
লেখালেখি, ডিজাইন, ডেভেলপমেন্ট বা অন্য যেকোনো দক্ষতা নিয়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং দিচ্ছে আপনাকে অগ্রসর হওয়ার স্বাধীনতা আর নিজের মতো করে সফল হবার পথ! 🌱

তাহলে আর অপেক্ষা কেন? আজই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন! আমরা আছি আপনার পাশে সবসময়। 🙌

#ফ্রিল্যান্সিং #ডিজিটালক্যারিয়ার #দক্ষতাকেআয়করুন

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰🥰এক সময় স্বপ্ন ছিল নিজে একটা আইটি প্রতিষ্ঠান করবো আল্লাহর রহমতে স্বপ্নের...
07/05/2024

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰🥰
এক সময় স্বপ্ন ছিল নিজে একটা আইটি প্রতিষ্ঠান করবো আল্লাহর রহমতে স্বপ্নের প্রতিষ্ঠান Smart Career Zone করে ফেললাম সিলেটের মৌলভীবাজারে🥰

কোনো এক সময় কাজের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করে ছিলাম এখন থেকে আমি শুধু মাএ আমার প্রতিষ্ঠানে কাজ করি এর বাহিরে অন্য কোন আইটি প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত নাই।

Our Service
--------------------------
✅Digital Marketing Basic to Advanced
✅Lead Generation
✅Graphic Design
✅Facebook Marketing & Monetization
✅Spoken English

যারা ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাদেরকে সর্ব্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ 🥰

মৌলভীবাজারে খুব দ্রুত অফলাইন ব্যাচ শুরু হবে
বর্তমানে আমাদের অনলাইন ব্যাচ চালু আছে ১০ তারিখ নতুন ব্যাচ শুরু হবে ৬০% ডিসকাউন্টে যারা শিখতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন।

অফিসের ঠিকানা: এম এ কমপ্লেক্সে, শমসের নগর রোড, চৌমুহনী, মৌলভীবাজার,সিলেট।


27/04/2024

আলোকিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় গর্বিত স্পনসর 🥰
আপনারা সকলে আমাদের আইটি ইন্সটিটিউটের জন্য দোয়া করবেন🥰 🤲🤲

#

'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' ❤️সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌹🌹ঈদ  মোবারক 🕌┏━━━━ ﷽━━━━┓🕌      🕋📿ঈদ  ...
11/04/2024

'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' ❤️
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌹

🌹ঈদ মোবারক 🕌┏━━━━ ﷽━━━━┓🕌
🕋📿ঈদ মোবারক📿🕋
🕌┗━━━━ ﷽━━━━┛🕌

(___)
_ ;,,,,,,;,
_║∩║ _____ 人
_║∩║____ .-:'''"''":-.
_║∩║___ (*(*(*|*)*)
_║∩║__ _║∩∩∩║
▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊🌹

🌙🕋 ঈদ মোবারক 🕋🌙

আসসালামু আলাইকুম ❣️ঈদ মোবারক🌙🕌 “তাকাব্বাল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম”দেশে বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে এবং আমা...
10/04/2024

আসসালামু আলাইকুম ❣️
ঈদ মোবারক🌙🕌
“তাকাব্বাল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম”
দেশে বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে এবং আমার প্রাণ প্রিয় সকল ফ্রিল্যান্সার ভাইবোনদেরকে জানাই স্মার্ট ক্যারিয়ার জোনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
❤️💚""ঈদ মোবারক ""💙💜

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবা...
10/04/2024

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। শিশুর মতোই একটু পরেই ভুলে যায় সবকিছুই। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড় একা।

তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী। তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।

ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাইথট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেকক্ষন ভাবিয়েছে।

বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?

আমি কিছুক্ষন টাসকি খেয়েছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কি? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জ্বীন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কি? হাকিম তো আমার দেহটার নাম।
তাহলে আমার হৃদয় ও মনের নাম কি?

পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে। সামনে আরো মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক ন্যানসেকেন্ড আমাদের স্থায়িত্ব।

তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিভেদ, এতো ভেদাভেদ, এতো দূরত্ব?

নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?

মানুষের দেহের গতি খুব বেশি না। কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহুর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান ধাম করে মঙ্গলগ্রহে।

মানুষ চাইলে পৃথিবীটাকে মুহুর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে।

ভাল থাকুক মানুষ। ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পরুক। একে অপরের সাথে আঠার মত লেগে থাকুক জয় হউক মানবতার।
Pictute: Attention

আলহামদুলিল্লাহ ❣️❣️পবিত্র মাহে রমজান উপলক্ষে  স্মার্ট ক্যারিয়ার জোনের পক্ষ থেকে ৩৫ জন কুরআনের হাফেজকে সম্পুর্ন ফ্রিতে ফ্...
09/04/2024

আলহামদুলিল্লাহ ❣️❣️
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্মার্ট ক্যারিয়ার জোনের পক্ষ থেকে ৩৫ জন কুরআনের হাফেজকে সম্পুর্ন ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখার সুযোগ দেওয়া হয়েছে ব্যাসিক টু এডভান্সড পর্যন্ত।

একজন হুজুর একজন মসজিদের মুয়াজ্জিনের বেতন অনেক কম যেটা দিয়ে তাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। এই ভাবনা থেকে আসলো যেহেতু এত কম বেতন পায় তারা চাইলেও টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবে না। তাদেরকে শিখিয়ে যদি দক্ষ করা যায় তাহলে মার্কেটপ্লেস ও মার্কেটপ্লেসের বাহিরে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করতে পারবে। যেটা দিয়ে তাদের সংসার সুন্দরভাবে চলতে পারবে। হে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও❣️🤲🤲

যদি আল্লাহ বাচিয়ে রাখেন সামনের বছর আরো বেশি হাফেজকে ফ্রিতে শিখানো হবে।
সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন 🤲🤲
#হুজুর

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❣️❣️কুরআন খতম ও দোয়ার মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার জোন ( আইটি প্রতিষ্ঠানের)  স...
08/04/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❣️❣️

কুরআন খতম ও দোয়ার মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার জোন ( আইটি প্রতিষ্ঠানের) সকল কার্যক্রম সম্পন্ন হলো।

সকলের ঈদ সুখে সাছন্দে হাসিতে খুশিতে কাটুক এই কামনা করি।

সবাইকে স্মার্ট ক্যারিয়ার জোনের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ❣️🕋🌙

সকল কার্যক্রম আবারো শুরু হবে ঈদের বন্ধের পর এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি🤲🤲


Address

Kajir Dewri
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Emaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Emaj:

Share