15/08/2025
আজ সেই মহিয়সী নারীর জন্মদিন, যার জীবনবেদ বাংলাদেশের গণতন্ত্রের রক্তাক্ত ইতিহাসে অমর অধ্যায়। স্বাধীনতার পর এই মাটিতে যিনি হয়েছেন আপসহীন সংগ্রামের জিওন কাঠি। গণমানুষের আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর। বেগম খালেদা জিয়া – নামেই যেন জেগে ওঠে এক সাহসের ইতিহাস!
তিনি শুধু একজন নেত্রী নন; তিনি বাংলাদেশের স্বাধিকার চেতনার জীবন্ত প্রতীক। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রক্তস্নাত আদর্শকে বুকে ধারণ করে, দুঃসাহসিক পথচলায় তিনি গড়ে তুলেছেন লক্ষ কোটি মানুষের স্বপ্ন। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অকুতোভয় নেতৃত্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা।
কারাবরণ, নির্যাতন, ষড়যন্ত্র – কোনো কিছুই তাকে দমাতে পারেনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে।
তার হাত ধরেই দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছেছে ভিজিডি-ভিজিএফের আশীর্বাদ, নারীর ক্ষমতায়নে তিনি রেখেছেন অনন্য ভূমিকা। নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি চালু করেছিলেন বৃত্তির ব্যবস্থা।
"খালেদা জিয়া" নামটি শুনলেই মেহনতি মানুষ খুঁজে পায় ভরসার ঠিকানা।
এই মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এ ছিল হৃদয়ে গাঁথা অকৃত্রিম দায়বদ্ধতা।
যে নেত্রী সারাজীবন লড়েছেন স্বৈরশাসনের বিরুদ্ধে, সেই স্বৈরাচার তাকে দিনের পর দিন রাজবন্দী হিসেবে কারা অভ্যন্তরে রেখে বিন্দু পরিমাণ টলাতে পারেনি। অসুস্থ শরীরে কারাগারের অন্ধকার তাঁকে গ্রাস করতে চাইলেও, তিনি বাংলাদেশের গণতন্ত্রের অবিনাশী মশাল হিসেবে মেরুদন্ড সোজা করে একাই লড়ে গেছেন স্বৈরাচারীর মসনদ এর বিরুদ্ধে।
তাঁর প্রতি সম্মান, তাঁর সংগ্রামের প্রতি শ্রদ্ধা এ শুধু রাজনীতি নয়, এ আমাদের জাতীয় চেতনার দায়।
**জন্মদিনের শুভেচ্ছা নিবেন মমতাময়ী মা** 💐💐
আপনার সংগ্রামী জীবনী ই জাতীয়তাবাদী আদর্শের সুপথের দিশা।
আপনার নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করি।
এডমিন।
BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP BNP TV24