Tajim Uddin - তাজিম উদ্দিন

Tajim Uddin - তাজিম উদ্দিন It's a Amader Banshkhali Online News Portal

ভ্যান থেকে ছিটকে অজ্ঞাত ভ্যানওয়ালার মৃ*ত্যু;ভ্যান থেকে ছিটকে এক ভ্যানওয়ালার মৃত্যুপ্রত্যক্ষদর্শী মঈনুদ্দিন মামুন জানান, ...
22/10/2024

ভ্যান থেকে ছিটকে অজ্ঞাত ভ্যানওয়ালার মৃ*ত্যু;

ভ্যান থেকে ছিটকে এক ভ্যানওয়ালার মৃত্যু
প্রত্যক্ষদর্শী মঈনুদ্দিন মামুন জানান, সাতকানিয়া তাল মোহর দিঘি এলাকায় উনি ভ্যান নিয়ে যাওয়ার সময় উচু স্থান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে উনাকে আমাদের বাঁশখালী গুনাগরি আয়েশা সিদ্দিকা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উনাকে কেউ চিনলে পরিবারকে খবর দেয়ার অনুরোধ।
হাসপাতালের রিসেপশনিস্ট এর নং 01882842329

পোস্টটি শেয়ার করে পরিচয় যাচাই করতে সহযোগিতা করুন প্লিজ 🙏

17/10/2024

মুফতি আলী হাসান ওসামা সাহেব কেন যোগ দিলেন খেলাফত মজলিসে? ব্যাখ্যা শুনুন..

17/10/2024

মুফতি আলী হাসান ওসামা সাহেব কেন যোগ দিলেন খেলাফত মজলিসে? ব্যাখ্যা শুনুন

বন্ধুদেশ জাপান থেকে সংযুক্ত হলাম এই জগতে।
26/07/2024

বন্ধুদেশ জাপান থেকে সংযুক্ত হলাম এই জগতে।

বাঁশখালীতে নিখোঁজের ২৭দিন পর গলায় ফাঁ'স লাগানো পাহাড়ে মিলল ইরফানের ঝু'ল'ন্ত ক'ঙ্কা'ল!
08/07/2024

বাঁশখালীতে নিখোঁজের ২৭দিন পর গলায় ফাঁ'স লাগানো পাহাড়ে মিলল ইরফানের ঝু'ল'ন্ত ক'ঙ্কা'ল!

এই ছেলেটাকে পাওয়া গেছে বর্তমানে একজন হৃদয়বান ব্যক্তির কাছে আছে।নাম মোঃ জুনায়েদ বাড়ী বাঁশখালীচট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী হ...
07/07/2024

এই ছেলেটাকে পাওয়া গেছে বর্তমানে একজন হৃদয়বান ব্যক্তির কাছে আছে।
নাম মোঃ জুনায়েদ
বাড়ী বাঁশখালী
চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী হেফজ মাদরাসায় পড়ে বলে জানিয়েছে।
কারো পরিচিত হলে যোগাযোগ করুন।
01816439260

পোস্টটি শেয়ার করে ছেলেটা তাঁহার পরিবারের কাছে ফিরে যেতে / বাড়িতে মা-বাবার কাছে চলে আসতে সহযোগিতা করুন প্লিজ 🙏

হারানো বিজ্ঞপ্তি!বাঁশখালী উপজেলার গন্ডামারা পশ্চিম বড়ঘোনা সিকদার বাড়ীর আবু বক্কর সওদাগরের মেয়ে জোবাইদা (১১ বছর)আজ ০৭/০৭/...
07/07/2024

হারানো বিজ্ঞপ্তি!
বাঁশখালী উপজেলার গন্ডামারা পশ্চিম বড়ঘোনা সিকদার বাড়ীর আবু বক্কর সওদাগরের মেয়ে জোবাইদা (১১ বছর)
আজ ০৭/০৭/২০২৪ ইং তারিখে মাদ্রাসায় যাওয়ার পথে হারিয়েছে। ।
তাকে কোথাও দেখে থাকলে বা খোঁজ পেলে 01858557234 নং এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পোস্টটি শেয়ার করে মেয়েটিকে তাহার পরিবার খোঁজে পেতে সহযোগিতা করুন🙏

চট্টগ্রামে লড়ির ধা'ক্কায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের মৃ'ত্যু হয়েছে।আজ দুপুর ১২ টার দিকে বহদ্দারহাট-মুরাদপুর ফ্লাইওভার...
02/07/2024

চট্টগ্রামে লড়ির ধা'ক্কায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের মৃ'ত্যু হয়েছে।

আজ দুপুর ১২ টার দিকে বহদ্দারহাট-মুরাদপুর ফ্লাইওভারের মধ্যখানে বারকোড ফুড জাংসনের সামনে এ দূর্ঘ'টনাটি ঘটে বলে জানা যায়।

আর কত বোন সামাজিক ব্যাধি যৌতুকের বলি হবে??যৌতুকের বলি এই বোনটা!আর দ্বিতীয় ছবির পুরুষ নামের কলংক টা যৌতুক লোভী স্বামী। বর...
01/07/2024

আর কত বোন সামাজিক ব্যাধি যৌতুকের বলি হবে??

যৌতুকের বলি এই বোনটা!আর দ্বিতীয় ছবির পুরুষ নামের কলংক টা যৌতুক লোভী স্বামী।
বর-কনে দুজনের বাড়ি আমাদের পাশ্ববর্তী উপজেলা পটিয়ায়।
বর তথাকথিত শিক্ষিত ও ব্যাংকার,তাদের চার বছরের নাকি প্রেমের সম্পর্ক!তারপরও যৌতুক লোভী বর পক্ষের যৌতুকের দাবি মেটাতে না পারায় মেয়েটি আত্ম হত্যার পথ বেচে নেই!
পবিত্র কোরআন এবং মুসলিম শরীয়ত মতে বিয়েতে যৌতুক নেওয়া এবং দেওয়া হারাম।
এবং বাংলাদেশের আইন অনুযায়ীও যৌতুক নেওয়া এবং দেওয়া শাস্তি যোগ্য অপরাধ।

মুলতঃ যৌতুক প্রথা চালু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের,কারণ তাদের বিয়ের পরে মেয়েদের পিতার সম্পত্তিতে অংশীদার থাকেনা।
এখন এই হিন্দু রীতিটা আমাদের মুসলিমদের মধ্যে প্রচলিত হয়ে গেছে।
মুসলমানদের বিয়েতে যদি ধরাপারা করে কোন পন বা যৌতুক নেয় তাহলে সেই বিয়েও হারাম হবে!
সামাজিক ব্যাধি নামক এই যৌতুক প্রথার বিরুদ্ধে আসুন নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ করি।
মুসলিম সমাজ থেকে যৌতুক প্রথা বিলুপ্ত করার জন্য সামাজিক আন্দোলন শুরু করি!

পটিয়ায় ট্রেনের ধা*ক্কায় লায়লা বেগমের মৃ*ত্যু
27/06/2024

পটিয়ায় ট্রেনের ধা*ক্কায় লায়লা বেগমের মৃ*ত্যু

শিক্ষক যেমন হবেন সেই জাতিও তেমনিভাবে গড়ে উঠবে, ছবিটা যেন তাই বলছে।বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সমা...
27/06/2024

শিক্ষক যেমন হবেন সেই জাতিও তেমনিভাবে গড়ে উঠবে, ছবিটা যেন তাই বলছে।

বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে এক ছাত্রীর বক্তব্য চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হলে পাশে থাকা একজন প্রফেসর দৌঁড়ে গিয়ে ছাতা এনে ছাত্রীর মাথার উপর ধরেন। পুরো বক্তব্য চলাকালীন তিনি ছাতাটা ছাত্রীর মাথার উপর ধরে রেখেছিলেন।

ছাতা ধরে রাখা শিক্ষক একইসাথে ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষকদেরও নেতা।

আজ আমাদের দেশের শিক্ষকদের দেখে ছাত্ররাও তেমন সন্মান করেনা কারন শিক্ষক হিসেবে আজ যারা এই পেশায় আছেন তাদের নৈতিকতা অনেকটা নেই বললেই চলে এবং তারা নিজেরাই ভালো মানুষ নন বিধায় ভালো মানুষ গড়ার কারিগর হিসেবেও তারা অক্ষম।

আমি এখনও আমার স্কুল জীবনের নিম্ন মধ্যবিত্ত জীবন পার করা সেই সকল মহৎ শিক্ষকদের সন্মান করি ভালোবাসি এবং মিস্ করি, কারন তারা দরীদ্র থেকেও অর্থের লোভে কোচিং পড়াননি, ক্লাশে প্রানপন চেস্টা করতেন ভালো করে আমাদের পড়াটা শিখিয়ে দিতে এবং আদর্শ মানব হবার জন্য অন্তর আলোকিত করতে।

চশমার ভাঙ্গা ডাটে সুতো পেচিয়ে ব্যবহার করা সেই শিক্ষক আজ কোথায় পাবে বর্তমান প্রজন্ম ?

কপি পোস্ট

Address

Banskhali
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajim Uddin - তাজিম উদ্দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajim Uddin - তাজিম উদ্দিন:

Share