
22/10/2024
ভ্যান থেকে ছিটকে অজ্ঞাত ভ্যানওয়ালার মৃ*ত্যু;
ভ্যান থেকে ছিটকে এক ভ্যানওয়ালার মৃত্যু
প্রত্যক্ষদর্শী মঈনুদ্দিন মামুন জানান, সাতকানিয়া তাল মোহর দিঘি এলাকায় উনি ভ্যান নিয়ে যাওয়ার সময় উচু স্থান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে উনাকে আমাদের বাঁশখালী গুনাগরি আয়েশা সিদ্দিকা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উনাকে কেউ চিনলে পরিবারকে খবর দেয়ার অনুরোধ।
হাসপাতালের রিসেপশনিস্ট এর নং 01882842329
পোস্টটি শেয়ার করে পরিচয় যাচাই করতে সহযোগিতা করুন প্লিজ 🙏