Md Kawsar Hossain

  • Home
  • Md Kawsar Hossain

Md Kawsar Hossain যথাযথ শিক্ষাই জাতির মেরুদণ্ড

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই নাই



কথা খুব কম বলি। তবে কারো সাথে সম্পর্ক ভাল হয়েগেলে তখন আবার
নিজেকে বাচালে পরিণত করতে আমার কোনো সমস্যা নাই।


চিন্তাভাবনায় যারা থাকেঃ

নিজেকে নিয়ে যতটুকু চিন্তা করি,তার চেয়ে বেশি চিন্তা করি অন্যদের ভাল কিভাবে করা যায়

12/05/2024
Safe travel💖💖Portugal💖
02/12/2023

Safe travel💖💖
Portugal💖

10/11/2023

ইতালির জন্য পাসপোর্ট নেবো ২০ য়ে নভেম্বর পর্যন্ত।
যোগাযোগ: +31687274481

অফিস: ঝলম, বরুড়া, কুমিল্লা
Unique Education And Visa Consultancy

আরো ২টা ফাইল ক্রোয়েশিয়ার জন্য, কোনো এড*ভান্স ছাড়া। সকল পেমেন্ট ভিসার পর। একটা সৌদি থে*কে এবং অন্যটা দুবাই থে*কে।( আপাতত ...
06/11/2023

আরো ২টা ফাইল ক্রোয়েশিয়ার জন্য, কোনো এড*ভান্স ছাড়া। সকল পেমেন্ট ভিসার পর।

একটা সৌদি থে*কে এবং অন্যটা দুবাই থে*কে।

( আপাতত সেই অফার নেই )।

বি:দ্র: বাংলাদেশ থে*কে কাজ বন্ধ করে দিছি। যদি বাংলাদেশ থে*কে কেউ ফাইল দিতে ইচ্ছে হয় যেকোনো দেশের জন্য, তাহলে ১ বছর সময় দিতে পারবেন এমন মনমানসিকতা থাকলে আমি আছি।

যোগাযোগ: শুধুমাত্র মিডিল ইস্টের লোকেরা এই নাম্বারে নক করবেন +31687274481

বাংলাদেশ: +8801843083349 ( ম্যানেজার )
Unique Education and Visa Consultancy
Barura, Cumilla.

আরো দুইটা লিথুনিয়ার পারমিট
05/11/2023

আরো দুইটা লিথুনিয়ার পারমিট

21/10/2023

ক্রোয়েশিয়ার জন্য ফাইল রেডি দুবাই থেকে। অল্প অল্প করে শুরু।

একদিন ইনশাআল্লাহ পোস্টের পরিমান ইনশাআল্লাহ আরো বাড়বে।

সততা হচ্ছে ব্যবসার মূলধন!

সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই এবং বাহরাইন থেকে যারা ক্রোয়েশিয়া যেতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন।

আমাদের কন্ডিশন মেনে কাজ করতে চাইলে আপনাকে সাদরে আমন্ত্রণ।

অন্যথায় সালাম!
Md Kawsar Hossain

যথাযথ শিক্ষাই জাতির মেরুদণ্ড

আলহামদুলিল্লাহ পোল্যান্ডের কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি হাতে।সামনের পাহাড় পরিমান বাধা অতিক্রম করে ভিসা পাওয়ার তাওফিক যেন আল...
22/09/2023

আলহামদুলিল্লাহ পোল্যান্ডের কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি হাতে।

সামনের পাহাড় পরিমান বাধা অতিক্রম করে ভিসা পাওয়ার তাওফিক যেন আল্লাহ তায়ালা দান করেন।

**** নতুন করে ফাইল জমা নেবো আমাদের অফিসে।
** আমাদের কন্ডিশনে যারা রাজি থাকবেন তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

** ক্যান্ডিডেটের গ্যারেন্টরের ৩ মাসের ব্যাংক স্টেটমেন্টসহ একটা খালি চেকের পাতা জমা নেবো সাথে এডভান্সও থাকবে।

যোগাযোগ: শুধু মেসেঞ্জার ( আপাতত )
অফিস: Kawsar consultancy,
ঝলম উত্তর বাজার, বরুড়া, কুমিল্লা।

24/02/2023

ভূমিকাটা যদিও সামান্য, তবে অনুভূতিটা বিশাল 🫂🫂🫂

তাই! আপনিও এগিয়ে আসুন আপনার নিকটবর্তী অন্তত একজন মানুষের পাশে, এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।

শুরুটা যদিও সংখ্যায় কম, তবে উপসংহারে আপনি বিশাল কিছুই পাবেন ইনশাআল্লাহ!

টার্গেটটা আমার সাথে মিলেগেছে।আলহামদুলিল্লাহ! আবারো একটা সফলতার স্ট্যাটাস দিতে হচ্ছে।Italy🇮🇹🇮🇹🇮🇹
22/02/2023

টার্গেটটা আমার সাথে মিলেগেছে।
আলহামদুলিল্লাহ! আবারো একটা সফলতার স্ট্যাটাস দিতে হচ্ছে।

Italy🇮🇹🇮🇹🇮🇹

আলহামদুলিল্লাহ!আরো একটা 🇷🇴🇷🇴🇷🇴ইউরোপ স্বপ্ন পূরণ করাতে পেরে খুব ভালো লাগছে। অনেক সময় আর অনেক ধৈর্য্যের পরিচয় দিতে হয়েছিলো...
16/02/2023

আলহামদুলিল্লাহ!
আরো একটা 🇷🇴🇷🇴🇷🇴ইউরোপ স্বপ্ন পূরণ করাতে পেরে খুব ভালো লাগছে। অনেক সময় আর অনেক ধৈর্য্যের পরিচয় দিতে হয়েছিলো এই দিনটির জন্য।

💐ধৈর্য্য থাকা আসলে মহাণ একটা গুণ!

🇮🇹🇮🇹পরবর্তী গন্তব্য মনে মনে আছে।

রোমানিয়ার ইমিগ্রেশন থেকে বের হয়ে ছবি পাঠালেন রবিউল ভাই!

সামনের রাস্তাগুলো যেন আপনার জন্য সহজ হয় সেই কামনাই করি।

আলহামদুলিল্লাহ! অনেক বড় একটা প্রোগ্রাম করলাম।"Kawsar Foundation" কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক দিক বিবেচনা করে প্রায় ২০০ শ...
11/02/2023

আলহামদুলিল্লাহ!

অনেক বড় একটা প্রোগ্রাম করলাম।

"Kawsar Foundation" কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক দিক বিবেচনা করে প্রায় ২০০ শত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ উপহার তুলে দিলাম।
এটাও আমার স্বপ্নের মধ্যে একটা ছিল।

স্বপ্ন ছিল কোনো একসময় এমন দিন তৈরী করবো যেখানে আমার আব্বা-আম্মা মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এইভাবে।

আমাদের একটা ঘর থাকবে এবং থাকবে একটা বড় উঠান।

যেখানে বিচানো হবে টেবিল চেয়ার, এবং নানান কিছু বিতরণ করা হবে অসহায় মানুষদের মাঝে।

এখন আলহামদুলিল্লাহ এটাও বাস্তবায়ন করতে পেরেছি।এইভাবে আরো অনেক কিছুই করতে চাই।

জানিনা কত দিন পারবো, তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। সামর্থ্য যতদিন থাকবে ইনশাআল্লাহ চালিয়ে যাব।

Credit: মো:ইকবাল হোসেন (দোস্তো) এবং Madib Deloar ( আপন বড় ভাইয়ের মতই বড় ভাই)-কে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের অক্লান্ত পরিশ্রমে এতবড় একটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ করার জন্য।

আপনারা প্রমাণ করেছেন যে, টাকা ছাড়াও মামুষের পাশে দাঁড়ানো যায়।

স্লোগান: আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পাশের অন্তত একজন মানুষকে সাহায্য করুন। এবং তাকেও বলে দিবেন যে সেও যেন তার পাশের অন্য একজনকে সাহায্য করে যদি কখনো সুযোগ পায়।( Copy Cat: হিন্দি মুভি🤫)

Address

Barura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Kawsar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share