13/05/2023
ক্যানভা কী ? Canva দিয়ে কি কি কাজ করা যায় ?
অনলাইনে বিভিন্ন কাজে আমাদের ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজন হয় ।
ফেসবুকের পোস্ট, কভার ফটো, প্রফাইল পিকচার সহ আরো অন্যান্য প্রয়োজনে ছবি তৈরি করতে হয় ।
বিভিন্ন ধরনের ছবিতে বিভিন্ন ডিজাইন ইত্যাদি করতে হয় ।
তারপর বিভিন্ন প্রোডাক্ট এর অ্যাড তৈরি করতে হয় ।
এইসব গ্রাফিক্স এর কাজ সাধারণত ফটোশপ, ইলাস্ট্রেটর এর মত ভারি ভারি সফটওয়্যার এর মাধ্যমে করতে হয় ।
অনেক সময় আমাদের কাছে পিসি থাকে না ।
আবার আমাদের অনেকে এগুলো সফটওয়্যার চালাতে পারি না ।
এসব কাজের জন্য সাধারণত কোনো ভালো গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন হয় ।
কিন্তু সব সময় একজন গ্রাফিক ডিজাইনারের পিছনে খরচ করার মত টাকা আমাদের হাতে থাকে না ।
অথবা আমরা প্রফেশনালি এসব তৈরি করতে পারি না ।
এ সমস্যার সমাধানের জন্য canva ব্যবহার করা হয়ে থাকে ।
কারণ এটি ব্যবহার করে মোবাইলের মাধ্যমে ও সুন্দর ডিজাইন তৈরি করা যায় ।
এর মধ্যে আগে থেকে ডিজাইন করা টেমপ্লেট রয়েছে ।
যেগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি ।
ক্যানভা কী ?
ক্যানভা হলো একটি গ্রাফিক ডিজাইন করার অ্যাপ ।
যার ওয়েব ভার্সন এবং অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস রয়েছে ।
যেটা ব্যবহার করে খুব ভালো ভাবে আমরা সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারি ।
এখানে সকল প্রকার গ্রাফিক্স ডিজাইন করা যায় ।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহজ যে কোন সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা যায় ।
বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর অ্যাড তৈরি করা যায় ।
এখানে অনেক টেমপ্লেট তৈরি করা রয়েছে ।
যেগুলো ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর অ্যাড তৈরি করতে পারি ।
Canva দিয়ে কি কি কাজ করা যায় ?
ক্যানভা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের মোটামুটি সকল প্রকার কাজ করা যায় ।
এর মধ্যে কিছু হল:
যেকোনো প্রকার সাইজের ছবি তৈরি করা যায় এবং এক্সপোর্ট করা যায় ।
যেকোনো ধরনের কাজের জন্য লোগো তৈরি করা যায় ।
যেকোনো সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা যায় ।
কভার ফটো, প্রোফাইল ফটো, পোস্ট, স্টরি ইত্যাদি তৈরি করা যায় ।
নিজে নিজে চাইলে কাস্টম ভাবেও কোন কিছুর ডিজাইন করা যায় ।