Tanju Akther

Tanju Akther I'm a professional digital creator.

29/07/2023
👍👍
26/06/2023

👍👍

ফেসবুক মার্কেটিং কি❓ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের ...
24/06/2023

ফেসবুক মার্কেটিং কি❓
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের অবগত করতে সাহায্য করে। ফেসবুক মার্কেটিং ব্যবসার জন্য বর্তমান ও সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগ বজায় রাখতে এবং পেইজ ভিজিটরদের আগ্রহ ধরে রাখতে তাদের সাথে একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করাই হল এর প্রধান কাজ, যাতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ সেই পণ্য বা সাইট সম্পর্কে জানতে পারে।
ফেসবুক মার্কেটিং কত প্রকার❓
১) অর্গানিক বা ফ্রি ফেসবুক মার্কেটিং

২) পেইড ফেসবুক মার্কেটিং

এখনকার সময় আর ফেসবুক কেউ আর নিছক বিনোদনের জন্যে কিংবা সময় কাটাবার জন্যে ব্যবহার করে না। ফেসবুক এখন বিজনেস করবার জন্যে একটি প্রগতিশীল জায়গা হয়ে দাড়িয়েছে এবং দিন যত যাবে ফেসবুকে আপনার বিজনেস কম্পিটিটর তত বাড়বে। একই সাথে ফেসবুকে বিজনেস করবার এই প্ল্যাটফর্মটি আরো বেশী শক্ত পক্ত হবে।

তাই এখনি যদি ফেসবুক মার্কেটিং এ আপনি নিজের জায়গা তৈরী করতে না পারেন তাহলে ভবিষৎ পৃথিবীতে আপনার বিজনেসকে নিয়ে আর কোন বিশেষ জায়গা ধরে রাখতে সক্ষম হবেন না।

আজকের দিনে একজন উদ্যোক্তা হিসেবে ফেসবুক মার্কেটিং এ নিজের জায়গা করতে না পারার অর্থ হল আপনি বেশ পিছিয়ে আছেন। আপনার বিজনেস যেই নিশেরই হোক না কেন তা অনলাইনে সার্ভিস দিয়ে থাকুক আর নাই বা দিয়ে থাকুক আপনার জন্যে ফেসবুক মার্কেটিং করা বেশ জরুরী।

SEO বা Search Engine Optimization কি?SEO শব্দের অর্থ  Search Engine Optimization. SEO বা Search Engine Optimization বলতে...
20/06/2023

SEO বা Search Engine Optimization কি?
SEO শব্দের অর্থ Search Engine Optimization. SEO বা Search Engine Optimization বলতে বোঝায় যে পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবসাইট এবং কি-ওয়ার্ড কে র‌্যাংকিং করানো হয় সেই পদ্ধতিকে Search Engine Optimization বা SEO বলে। সহজভাবে বলতে বোঝায়, Search Engine-এ যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ এঞ্জিন-এর প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য যে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয়ে থাকে সেই প্রযুক্তিগত কৌশল কেই বলা হয় SEO বা Search Engine Optimization. অর্থাৎ সার্চ এঞ্জিন-এ অন্তর্ভুক্ত করে সারা বিশ্বের ইন্টারনেট বাবহারকারিদের সম্মুখে আপনার ওয়েবসাইটকে পরিচিত করার পক্রিয়াকেই SEO বা Search Engine Optimization বলে।

13/05/2023

ক্যানভা কী ? Canva দিয়ে কি কি কাজ করা যায় ?

অনলাইনে বিভিন্ন কাজে আমাদের ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজন হয় ।

ফেসবুকের পোস্ট, কভার ফটো, প্রফাইল পিকচার সহ আরো অন্যান্য প্রয়োজনে ছবি তৈরি করতে হয় ।

বিভিন্ন ধরনের ছবিতে বিভিন্ন ডিজাইন ইত্যাদি করতে হয় ।

তারপর বিভিন্ন প্রোডাক্ট এর অ্যাড তৈরি করতে হয় ।

এইসব গ্রাফিক্স এর কাজ সাধারণত ফটোশপ, ইলাস্ট্রেটর এর মত ভারি ভারি সফটওয়্যার এর মাধ্যমে করতে হয় ।

অনেক সময় আমাদের কাছে পিসি থাকে না ।

আবার আমাদের অনেকে এগুলো সফটওয়্যার চালাতে পারি না ।

এসব কাজের জন্য সাধারণত কোনো ভালো গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন হয় ।

কিন্তু সব সময় একজন গ্রাফিক ডিজাইনারের পিছনে খরচ করার মত টাকা আমাদের হাতে থাকে না ।

অথবা আমরা প্রফেশনালি এসব তৈরি করতে পারি না ।

এ সমস্যার সমাধানের জন্য canva ব্যবহার করা হয়ে থাকে ।

কারণ এটি ব্যবহার করে মোবাইলের মাধ্যমে ও সুন্দর ডিজাইন তৈরি করা যায় ।

এর মধ্যে আগে থেকে ডিজাইন করা টেমপ্লেট রয়েছে ।

যেগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি ।

ক্যানভা কী ?
ক্যানভা হলো একটি গ্রাফিক ডিজাইন করার অ্যাপ ।

যার ওয়েব ভার্সন এবং অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস রয়েছে ।

যেটা ব্যবহার করে খুব ভালো ভাবে আমরা সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারি ।

এখানে সকল প্রকার গ্রাফিক্স ডিজাইন করা যায় ।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহজ যে কোন সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা যায় ।

বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর অ্যাড তৈরি করা যায় ।

এখানে অনেক টেমপ্লেট তৈরি করা রয়েছে ।

যেগুলো ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর অ্যাড তৈরি করতে পারি ।

Canva দিয়ে কি কি কাজ করা যায় ?
ক্যানভা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের মোটামুটি সকল প্রকার কাজ করা যায় ।

এর মধ্যে কিছু হল:

যেকোনো প্রকার সাইজের ছবি তৈরি করা যায় এবং এক্সপোর্ট করা যায় ।
যেকোনো ধরনের কাজের জন্য লোগো তৈরি করা যায় ।
যেকোনো সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা যায় ।
কভার ফটো, প্রোফাইল ফটো, পোস্ট, স্টরি ইত্যাদি তৈরি করা যায় ।
নিজে নিজে চাইলে কাস্টম ভাবেও কোন কিছুর ডিজাইন করা যায় ।

Canva design
09/05/2023

Canva design

Address

200
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Tanju Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanju Akther:

Share