
09/08/2025
~ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আজ সময়ের দাবি বলে মনে করি...."
কথাটা শুনতে একটু রূঢ় হলেও সম্ভবত মিথ্যা নয়৷
আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞানের মঞ্চ হওয়ার কথা, অথচ তা না হয়ে বছরের পর বছর পরিণত হয়েছে ক্ষমতার আঙিনায়। শিক্ষার্থী নয় বরং দলীয় ক্যাডার তৈরি হচ্ছে সেখানে। বই-খাতা নয় বরং হাতিয়ার, রড, ককটেল হাতে নিচ্ছে তরুণেরা। হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এবং প্রাণঘাতী সহিংসতার ইতিহাসে রক্তে রঞ্জিত অসংখ্য পাতা যোগ হয়েছে ছাত্র রাজনীতির নামে।
যেখানে একজন শিক্ষার্থীর মূল পরিচয় হওয়া উচিত পাঠক ও গবেষক, সেখানে পরিচয় হয়ে দাঁড়াচ্ছে "অমুক দলের নেতা" "সমুখ দলের খে*তা"৷
এই সেশনজটের কারণে বছর বছর শিক্ষাজীবন ধ্বংসের ধার প্রান্তে। মেধা ও দক্ষতার চেয়ে দলীয় পরিচয় বড় হয়ে দাঁড়ানোটাই মূখ্য৷ শিক্ষক, প্রশাসন পর্যন্ত ছাত্র সংগঠনের ভয়ে জিম্মি হয়ে যাওয়া।
আরেকটা কথা, ছাত্র রাজনীতি আজ আর মুক্তিযুদ্ধের সেই ত্যাগী চেতনার প্রতীক নয়; বরং রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার। এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হলে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষাঙ্গনগুলোকে পুরোপুরি দলীয় রাজনীতি মুক্ত করতে হবে।
রাজনীতি এটা হোক সংসদে কিংবা রাস্তার মোড়ে মোড়ে, কিন্তু শিক্ষা হোক শ্রেণিকক্ষে।
The Mindful Ummah
৯ আগস্ট ২৫