The Mindful Ummah

The Mindful Ummah . Reflect. Revive. Respond. (ভাবো, জাগো, এবং উত্তর দাও সময়কে)

~ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আজ সময়ের দাবি বলে মনে করি...."কথাটা শুনতে একটু রূঢ় হলেও সম্ভবত মিথ্যা নয়৷ আমাদের দেশের শিক্ষা...
09/08/2025

~ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আজ সময়ের দাবি বলে মনে করি...."

কথাটা শুনতে একটু রূঢ় হলেও সম্ভবত মিথ্যা নয়৷
আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞানের মঞ্চ হওয়ার কথা, অথচ তা না হয়ে বছরের পর বছর পরিণত হয়েছে ক্ষমতার আঙিনায়। শিক্ষার্থী নয় বরং দলীয় ক্যাডার তৈরি হচ্ছে সেখানে। বই-খাতা নয় বরং হাতিয়ার, রড, ককটেল হাতে নিচ্ছে তরুণেরা। হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এবং প্রাণঘাতী সহিংসতার ইতিহাসে রক্তে রঞ্জিত অসংখ্য পাতা যোগ হয়েছে ছাত্র রাজনীতির নামে।

যেখানে একজন শিক্ষার্থীর মূল পরিচয় হওয়া উচিত পাঠক ও গবেষক, সেখানে পরিচয় হয়ে দাঁড়াচ্ছে "অমুক দলের নেতা" "সমুখ দলের খে*তা"৷
এই সেশনজটের কারণে বছর বছর শিক্ষাজীবন ধ্বংসের ধার প্রান্তে। মেধা ও দক্ষতার চেয়ে দলীয় পরিচয় বড় হয়ে দাঁড়ানোটাই মূখ্য৷ শিক্ষক, প্রশাসন পর্যন্ত ছাত্র সংগঠনের ভয়ে জিম্মি হয়ে যাওয়া।

আরেকটা কথা, ছাত্র রাজনীতি আজ আর মুক্তিযুদ্ধের সেই ত্যাগী চেতনার প্রতীক নয়; বরং রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার। এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হলে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষাঙ্গনগুলোকে পুরোপুরি দলীয় রাজনীতি মুক্ত করতে হবে।

রাজনীতি এটা হোক সংসদে কিংবা রাস্তার মোড়ে মোড়ে, কিন্তু শিক্ষা হোক শ্রেণিকক্ষে।

The Mindful Ummah
৯ আগস্ট ২৫

>>সন্দীপনের প্রকাশিত ও পরিবেশিত বইসমূহ
05/08/2025

>>সন্দীপনের প্রকাশিত ও পরিবেশিত বইসমূহ

সন্দীপন প্রকাশন লিমিটেড এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন রকমারি ডট কম থেকে। সন্দীপন প্রকাশন লিমিটেড এর বইসমূহ হাতে...

21/06/2025

~ইরানের মূল উদ্দেশ্য.....

আমরা বাঙালি যতটা আবেগপ্রবণ, ততটাই হুজুগে। একজন ফুটবল খেলোয়াড় বিদেশে গোল করলেই আমরা লুঙ্গি ছেড়ে জার্সি পরে রাস্তায় নেমে য...
18/06/2025

আমরা বাঙালি যতটা আবেগপ্রবণ, ততটাই হুজুগে। একজন ফুটবল খেলোয়াড় বিদেশে গোল করলেই আমরা লুঙ্গি ছেড়ে জার্সি পরে রাস্তায় নেমে যাই। একটা ট্রেন্ডিং ডায়লগ ভাইরাল হলেই আমরা সেটাই হয়ে উঠি, বাস্তবতা ভুলে। চোখের সামনে কেউ কাঁদলে বলি অভিনয়, আর পর্দার পেছনে কান্না দেখলে চোখ ভিজিয়ে ফেলি সহানুভূতিতে!

আমরা প্রতিবাদ করি, পোস্ট দিই, মোমবাতি জ্বালাই, প্ল্যাকার্ড নি, কিন্তু পরদিন ভুলে যাই, কীসের জন্য উত্তাল হয়েছিলাম৷ আমরা পছন্দ করি আলোড়ন, অথচ পরিবর্তনের পথ ধরতে গেলেই আমাদের হাঁপ ধরে যায়। এ যেন এক আশ্চর্য সমীকরণ, মাথা ঠান্ডা রাখার চেয়ে মাথা গরম করা আমাদের জাতীয় কৌশল!

আমরা কি আদৌ বদলাতে চাই, না কি শুধু হুজুগে বদলের অভিনয় করি?

Riyad bin Harun
১৮-জুন-২৫

12/04/2025

উম্মাহর একমাত্র সমাধান, "লা ইলাহা ইল্লাল্লাহ"৷
শায়খ হাফিজাহুল্লাহর বক্তব্য৷

Riyad bin Harun
১২ এপ্রিল ২০২৫

08/04/2025

ইসলামে যখন আঘাত আসে, তা কেবল একটি ধর্মীয় বিশ্বাসকে নয়, একটি আত্মপরিচয়কে আহত করে। এই আঘাত বাতাসে ক্ষত সৃষ্টি করে, আর সেই ক্ষতের রক্ত ঝরে নিরবে—উম্মাহর হৃদয় থেকে।
একটা সময় ছিল, যখন মুসলিমের চোখে জল পড়ত কেবল আল্লাহর ভয়ে। আজ সে চোখে জল পড়ে নিজেদের অসহায়ত্বে—কারণ ইসলামে বারবার আঘাত আসে, আর প্রতিরোধে দেখা যায় শূন্যতা।
ইসলামে যখন আঘাত আসে, তখন কেবল কণ্ঠস্বর নয়, আত্মা কাঁপে। কারণ আঘাতটা শুধু ধর্মের গায়ে নয়, একটা আদর্শের, একটা ইতিহাসের, একটা পরম্পরার হৃদয়ে লাগে।
ধর্মকে যখন অপমান করা হয়, তখন তা কেবল একটি বিশ্বাসের বিরুদ্ধে বিদ্বেষ নয়, বরং এক সুস্থ সমাজবোধ, মানবতাবোধ ও সহনশীলতার চরম পরাজয়।
ইসলামে যখন আঘাত আসে, তখন কলম সৈনিক হয়ে ওঠে। কণ্ঠ হয় প্রতিবাদের আগুন, আর হৃদয় জ্বলে ওঠে সেই আলোতে—যা যুগে যুগে ইসলামের সত্য, শান্তি ও সৌন্দর্যকে আগলে রেখেছে।
আজ তা আমাদের সামনে প্রতীয়মান হয়ে বেশে উঠেছে৷
আল্লাহ প্রিয়ো ওস্তাদ জ্বী'র হায়াতে বারাকাহ্ দান করুন৷

রিয়াদ বিন হারুন
০৮ এপ্রিল ২০২৫ ইং

29/03/2025

"তুমি যদি নিজের মধ্যে ঈমানের শক্তি খুঁজে পাও, তাহলে দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে।"

09/11/2024
01/11/2024

~কিছু অপ্রিয় সত্য কথা.......!

রচনা : জাগ্রত কবি মুহিবখান
কথায় প্রকাশ : Riyad bin Harun

জানিনা কবির কবিতার মর্মার্থ আমার ভাব-ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে কিনা, নিজের ভাষায় কবিতার ভারসাম্য বজায় রেখে কবিতাটি আবৃত্তি করার ছোট্ট হৃদয়ের আত্মাপ্রকাশ মাত্র৷

ভাবলাম হয়তো সময়ের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ হবে সেই কেন্দ্রবিন্দু থেকে ইতি টানা৷

২ নভেম্বর ২০২৪

01/11/2024

আল আমিন সংস্থা'র শেষ অধিবেশনে মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ'র গুরুত্বপূর্ণ বয়ান৷

01/11/2024

"দুখের পেছনে সুখ ভালো অতিশয়
আগে সুখ পরে দুখ সহনীয় নয়৷

~আমি কেমন তারুণ্য হওয়া উচিত....!আসলে "তারুণ্য" সময়বৃত্তে বন্দি নয়৷ তারুণ্য তো সে-ই যার মধ্যে রয়েছে সৌন্দর্য, সজীবতা, উদ্...
29/10/2024

~আমি কেমন তারুণ্য হওয়া উচিত....!

আসলে "তারুণ্য" সময়বৃত্তে বন্দি নয়৷ তারুণ্য তো সে-ই যার মধ্যে রয়েছে সৌন্দর্য, সজীবতা, উদ্দীপনা, জীবনশক্তি আর আগুনে গুণ৷

"তারুণ্য" হলো চিরস্বাধীন মুক্ত বিহঙ্গ, দ্বারখোলা আকাশ, তরঙ্গোচ্ছল সমুদ্র, আকাশচুম্বী হিমালয়, বিশ্বব্রহ্মাগুজয়ী স্যাটেলাইট আর ফলে-ফুলে ভরা উদ্যান৷

"তারুণ্য" যুগে যুগে তরুণরাই তো পৃথিবীকে সাজিয়েছে, প্রবীণের প্রজ্ঞা ও পরিশ্রম, নবীনের বল-বীর্য, সাহস ও উদ্দীপনায় পৃথিবীতে পরিবর্তন আসে৷ অসম্ভবকে সম্ভব করতে ঝুঁকি নিতে পারে তরুণরাই৷

_তারুণ্যের কবি আল্লামা ইকবাল বলেন,

'অসম্ভবের অভিযানে এরা চলে,
না চলেই ভীরু ভয়ে লুকায় অঞ্চলে!
এরা অকারণ দুর্নিবার প্রাণের ঢেউ,
তবু ছুটে চলে যদিও দেখেনি সাগর কেউ৷'

Riyad bin Harun
২৯ অক্টোবর ২০২৪

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Mindful Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mindful Ummah:

Share