10/08/2025
জীবনের আরেকটি স্মরণীয় সফর
দিনটা ছিল অপূর্ব এক শুক্রবার। আকাশে ছিল মেঘের আড়ালে লুকোচুরি খেলা রোদের কণা, আর তার সাথে গুড়িগুড়ি বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়া। সফরের গন্তব্য—কাপ্তাই। এই ভ্রমণের আয়োজক ছিলেন আইয়ুব খাঁন । প্রত্যুষে ফজরের নামাজ শেষে আমরা রওনা হলাম সেই প্রতীক্ষিত সফরের উদ্দেশ্যে। আগেই ঠিক হয়েছিল, সবাই বহদ্দারহাটে সমাগত হব। গাড়িতে ওঠার আগে হালকা নাস্তা সেরে নিলাম।
বলাও হয়নি, আমরা কতজন সফরসঙ্গী ছিলাম—মোট পাঁচজন। তাদের সাথে আমার যে সখ্যতা সেটা কোনো পারিবারিক সম্পর্ক নই, তবে আছেন শৈশবের সেই প্রিয় সখ্যতা; তাদের সাথে সম্পর্ক সহোদর ভাইয়ের মতোই নিবিড়।
গাড়ি ছুটে চলেছে কাপ্তাই লেকের পথে। আমার পাশে বসে আছেন আব্দুল আজিজ। আমি জানালা দিয়ে বাইরে চোখ মেলে অবলোকন করছি আল্লাহ তায়ালার অদ্বিতীয় নৈসর্গিক সৌন্দর্য, আর Hm Abdul Aziz Rozubi আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন পথের অচেনা দৃশ্যগুলোর সাথে। ড্রাইভারও ছিলেন অমায়িক ও মিশুক; আমাদের খুশগল্পে ভরপুর আলাপচারিতায় মুহূর্তেই শেষ হলো কাপ্তাইয়ের যাত্রাপথ।
কিছুক্ষণ বিশ্রাম ও হাঁটাহাটির পর লেকের সৌন্দর্য উপভোগ করলাম। এরপর সবার শলাপরামর্শে রাঙামাটি যাওয়ার সিদ্ধান্তে উপনীত হলাম। ড্রাইভারও একমত হয়ে আমাদের নিয়ে চললেন। ঠিক হলো, পথে যত সুন্দর দৃশ্য বা ভিউ পাওয়া যাবে, সেখানে কিছুক্ষণ থেমে উপভোগ করব ও ছবি তুলব।
শেষমেশ পৌঁছে গেলাম পলওয়েল পার্কে। সবাই টিকিট সংগ্রহ করে ঢুকে পড়লাম ভেতরে। দিগ্বিদিকে ঘুরাঘুরি করলাম, এমনকি সুইমিং পুলেও সাঁতার কাটলাম। তারপর ঠিক হলো নৌকায় ঘুরতে বের হব। যেহেতু আমরা কম লোক, তাই অন্য এক দলের সাথে মিলে একটি নৌকা ভাড়া করলাম। তারাও ছিল ভদ্র ও আন্তরিক, বিশেষ করে Tanim FZ ভাই।
নৌকা যাত্রা শুরু হতেই বাতাসের বেগ বাড়ল, ঢেউও যেন ভয়াল রূপ নিল। সবাই কিছুটা শঙ্কিত হলেও প্রকৃতির সৌন্দর্যে চোখ আটকে রইল। পথে নামাজ আদায় করলাম, খাবার খেলাম, আর সাঁতার কাটার আনন্দও উপভোগ করলাম।
পড়ন্ত বিকেলে ফিরে চললাম নিজ গন্তব্যের পথে। ভ্রমণ কালীন সময় গুড়িগুড়ি বৃষ্টির মাঝে পাহাড়ের চূড়া থেকে আদিগন্ত নীল আকাশের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে মন ভরে গেল। প্রাকৃতিক এই সৌন্দর্য আমাকে বারবার মোহিত করেছে, আর প্রভুর মহিমা স্মরণ করিয়েছে। মনে হলো, ইট-পাথরের শহরে ফেরার চেয়ে বরং এই নির্জন প্রকৃতির মাঝেই হারিয়ে যাই। কিন্তু দিনশেষে সবকিছুকেই তার নিজস্ব স্থানে ফিরতে হয়—এটাই নিরেট সত্য।
অল্প খরচে এমন বৈচিত্র্যময় ও স্মরণীয় ভ্রমণ হবে ভাবিনি কখনো। ভয়ের রোমাঞ্চ, আনন্দ, বৃষ্টির স্নিগ্ধতা—সব মিলিয়ে এক অবিস্মরণীয় সফর হয়ে উঠল আমার জীবনে। খুঁটিনাটি প্রতিটি মুহূর্তই সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ।
সফর :০৯/০৮/২০২৫ ইংরেজি