13/05/2024
চট্টগ্রাম নগরীর হাদু মাঝি পাড়া এলাকায় জোরপূর্বক জায়গা দখল করতে বাঁধা দেওয়ায় এক অসহায় পরিবারকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন ৩ সন্ত্রাসী । আসামী - ১/ মো: সরোয়ার উদ্দীন ২/ মো: নাছির উদ্দীন ও ৩/ মো: সেকান্দর । খুব দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হোক ,সঠিক বিচার চাই।