28/10/2022
কনফেশন নং: ৭৯০
🌹কনফেশন-
🌹নামঃ Marufa Afrin Mim
🌹প্রিয়
আশা করি ভালো আছো। তোমাকে প্রথম দেখি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আমার দূর সম্পর্কের আত্নীয়র বাড়ি ছিলো ঐটা। ছোট বেলায় একবার গিয়েছিলাম এর মধ্যে আর যাওয়া হয় নি। কিন্তু সেইদিন ছিলো আমার একটা আংকেলের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান তাই বন্ধুরা সবাই মিলে গেলাম সাথে আমার গিটার ও নিলাম, ভেবে ছিলাম ঐখানে গিয়ে অনেক মজা করবো। কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, কোনো কাজেই ঠিক করে মন বসে না, চোখ বন্ধ করলেই শুধু তোমার মুখটা বার বার চোখের সামনে ভেসে ওঠে।
ভুলতে পারছি না কিছুতেই, অবশ্য তোমার মুখটা ভুলার মতো ও না। তুমি আমার সপ্নে দেখা পরি যাকে আমি এতো দিন খুজেছি অবশেষে তোমায় পেয়ে গেলাম, তুমি যখন গাড়ি থেকে নামছিলে। তোমার পড়নে একটা হলুদ শাড়ি ছিলো আর তোমার চুল গুলো খোলা, তখন তোমায় খুব সুন্দর লাগছিল... সব কিছু ভুলে শুধু তোমার দিকেই তাকিয়ে ছিলাম...তোমার চোখ গুলো কিন্তু অনেক মায়াবী বিশেষ করে তোমার হাসিটা অনেক সুন্দর.. জানো তুমি যখন হাসো তোমার হাসির সঙ্গে তোমার মায়াবী চোখ দুটোও হাসে...আমি এখনও চোখ বন্ধ করলে তোমার সেই হাসির আওয়াজ শুনতে পাই...তখন আমার মধ্যে এক অন্য রকম এক ফিলিংস কাজ করে.. আমি অনেক বার চেষ্টা করছিলাম তোমার সামনে যাওয়ার জন্য কিন্তু সাহসে আর কুলায় নি...খুব ইচ্ছে হচ্ছিল তোমার সামনে গিয়ে বলবো আমি তোমাকে ভালোবেসে পেলেছি কিন্তু আর বলা হলো না...আবার কখনো যদি আমাদের দেখা হয় তখন বলেই পেলবো সত্যি সত্যি.. আর অনেক কষ্ট করে এই পিকটা নিলাম তোমার একটা ফ্রেন্ড এর থেকে..তোমাকে বলতে পারবো না কারণ ও বারণ করছে তাই... ভালো থেকো প্রিয়।
🌹ইতিঃ তোমার প্রেমে পরে যাওয়া এক অচেনা মানুষ