23/07/2025
**হয়রানির শিকার তনুশ্রী দত্ত, পুলিশের হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী**
বলিউডে ‘ ’ আন্দোলনের সূচনা যাঁর হাত ধরে, সেই অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও শিরোনামে। তবে এবার অভিযোগ তাঁর কর্মক্ষেত্র নয়, বরং নিজের বাড়িকে ঘিরে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তনুশ্রী জানান, তিনি গত চার থেকে পাঁচ বছর ধরে নিজ বাড়িতে ভয়াবহ হয়রানির শিকার হচ্ছেন এবং এর জন্য তিনি পুলিশের সাহায্য কামনা করেছেন।
ভিডিওতে তনুশ্রী বলেন, “আমি এখনই ভয় পেয়ে পুলিশ ডাকলাম। তারা এসে বলল থানায় গিয়ে অভিযোগ করতে। সম্ভবত কাল বা পরশু যাব। আমি খুবই অসুস্থ। এত বছর ধরে চলতে থাকা এই হয়রানি আমার শরীর ভেঙে দিয়েছে।” তিনি আরও জানান, নিরাপত্তার অভাবে তিনি গৃহকর্মী রাখতে পারছেন না। যাঁরা আগে কাজ করতেন, তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। এ অবস্থায় সব কাজ নিজেকেই সামলাতে হচ্ছে।
তনুশ্রী বলেন, “আমার ঘর অগোছালো। কিছুই ঠিকমতো করতে পারছি না। এর মধ্যেই বাড়ির বাইরে লোকজন এসে দরজায় ধাক্কাধাক্কি করে। আমি নিজের ঘরেও নিরাপদ নই।” ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমি আর পারছি না! ২০১৮ সালের ‘ ’র পর থেকেই এই হয়রানি চলছে। আজ আর সহ্য করতে না পেরে পুলিশ ডাকলাম। কেউ দয়া করে কিছু করুন, তার আগেই যদি দেরি হয়ে যায়!”
ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি অভিযোগ করেন, “কয়েক বছর ধরে মাঝরাতে জোর আওয়াজ, দরজায় ধাক্কাধাক্কি করে ওরা। আমি ম্যানেজমেন্টকে বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। আজও অসুস্থ থাকার পরও সারা দিন ধরে এমন আওয়াজ চলেছে। এরপর কিছু অচেনা লোক এসে দরজায় ঘণ্টা বাজাতে থাকে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘ডিস্টার্ব করবেন না’।”
উল্লেখ্য, ২০১৮ সালে তনুশ্রী অভিযোগ করেছিলেন, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি তখন ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিনটা)’-র কাছে অভিযোগ জানিয়েছিলেন। যদিও কেউ তাঁর পাশে দাঁড়াননি এবং নানা পাটেকর সেই অভিযোগ অস্বীকার করেন।
২০১৯ সালের জুনে মুম্বাই পুলিশ তদন্ত শেষে জানান, তনুশ্রীর অভিযোগ হয়তো ‘প্রতিশোধপরায়ণ মনোভাব’ থেকে আসতে পারে এবং তারা নানা পাটেকরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
তনুশ্রী দত্ত ‘আশিক বানায়া আপনে’, ‘ঢোল’ ও ‘ভাগম ভাগ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তিনি ২০০৪ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাবজয়ী।
বর্তমানে তিনি আবারও নিজেকে কেন্দ্র করে ঘনিয়ে ওঠা হয়রানির অভিযোগের মুখে, বলছেন – এবার আর চুপ করে সহ্য করা নয়।
*Photo: Facebook profile