30/11/2025
‘তুমি আমাকে অনেক ভালোবাসো, লিজা?’ সিকান্দার উত্তর জানে। তবুও এই মুহূর্তে শুনতে চায়, তাকেও সীমাহীন আর বেহিসেবি হয়ে চাওয়ার কেউ আছে।
‘হ্যাঁ,’ লিজা সিকান্দারের প্রশ্নে অবাক না হয়ে সাথে সাথে বলল।
‘কতখানি?’
‘তুমি ভাবতেও পারবে না ততখানি,’ লিজা গম্ভীর কণ্ঠে বলল।
‘তারপরও কতখানি?’ এখন সিকান্দারের ঠোঁটের কোণে আবছা হাসির ঝলক দেখা গেল।
সমুদ্র, শীতল হাওয়া, ভোরের সতেজ ভাব, একটুখানি উঁকি দেওয়া সূর্য... এখন সবকিছু ভালো লাগছে সিকান্দারের। কারণ, এই মুহূর্তে লিজা মেহমুদ তার সাথে আছে।
‘এতখানি যে আমি তোমার জন্য সব করতে পারি।’
‘পেইন্টিং ছাড়তে পারবে?’
‘হ্যাঁ।’
‘রোমা ছাড়তে পারবে?’
‘হ্যাঁ।’
‘এখন সমুদ্রের পাড়ে আসতে পারবে?’
‘হ্যাঁ।’ লিজা সিকান্দারের সব প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলতে বলতে শেষ প্রশ্নে এসে চমকাল।
‘তুমি সমুদ্রের পাড়ে?’
‘হ্যাঁ, তুমি এখনই আসবে আমার কাছে? এখনো সকাল ছয়টা বাজেনি।’
সিকান্দার হাতে পরা ঘড়ির দিকে তাকিয়ে বলল। যেখানে দেখাচ্ছে পৌনে ছয়টা বাজছে।
‘আমি এখনই আসছি, সিকান্দার।’
লিজা সত্যিই আধাঘণ্টার মধ্যে বাবার ড্রাইভারের সঙ্গে সিকান্দারের কাছে চলে এলো। তারা দুজন দেয়ালের উপরে উঠে পাশাপাশি বসল।
‘তুমি আমাকে এই সময় এখানে কেন ডাকলে?’ বাতাসের তোড়ে মুখে উড়ে আসা চুলগুলো হাত দিয়ে সরাতে সরাতে লিজা জিজ্ঞেস করল।
‘ব্যস! এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছিল। নিজেকে খুব একা লাগছিল,’ সিকান্দার ধীরে বলল।
‘তুমি একা নও, সিকান্দার, আমি তোমার সঙ্গেই আছি।’ লিজা মানুষটার হাতের ওপর নিজের হাতে রাখল।
‘বেলা, জলদি এসে পড়ো আমার জীবনে। আমি ভীষণরকম একা!’ সিকান্দার বিষন্নভাবে হেসে বলল।
#জোবাচেহ্যায়সাঙ্গসামেটলো
জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো এবং নূরসীন একত্রে নিলে মিলছে অফার মূল্যে বই নেয়ার সুযোগ।
অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।