Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী

Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী বই হোক সকলের সুখের গান...
(1)

এত অপমান, এত তাচ্ছিল্য আমি কখনও কারও কাছে পাইনি। আর যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তার থেকে পাওয়া এই অপমান হৃ...
08/08/2025

এত অপমান, এত তাচ্ছিল্য আমি কখনও কারও কাছে পাইনি। আর যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তার থেকে পাওয়া এই অপমান হৃদয়ের ঠিক কোথায়, কতটা আঘাত করেছে সেটা বোধহয় আমি নিজেও জানি না। আমি শান্ত তবে খুব জেদি। ঠিক করলাম, মরে যাব, তারপরও আর অপমানিত হতে আসব না, আমার ভালোবাসার অসম্মান করব না।

#বাতাসেবহিছেপ্রেম

অর্ডার করতে পেইজে ম্যাসেজ করবেন।

ছবি- ইতিশা ইতি।

দাদী বলেন, “জগতে একদিকে স্বামী বাকি সব অন্যদিকে। স্বামীর কটু ব্যবহারে যেমন মরে যেতে ইচ্ছে করে, আবার একটা মিঠা কথাতেই জগত...
08/08/2025

দাদী বলেন, “জগতে একদিকে স্বামী বাকি সব অন্যদিকে। স্বামীর কটু ব্যবহারে যেমন মরে যেতে ইচ্ছে করে, আবার একটা মিঠা কথাতেই জগত হেসে ওঠে।”
শিমু আনমনে দাদীকে জিজ্ঞেস করেছিল, “স্বামীর তিতা কথা যদি মনে দাগ কেটে যায়?”
-“সে হইলো অভাগী। ক্ষমার উপরে তো কিছু নাই। তিতা কথা মনে ধইরা জীবনভর কাইন্দা লাভ কী? তিতা কথার চেয়ে মানুষটা তিতা কিনা সেটা দেখা উচিত।”

#ডাকঘরগলি

অর্ডার করতে পেইজে ম্যাসেজ করবেন।

ছবি- ইতিশা ইতি।

যাকে আপনি সারাজীবন সব সম্পর্কের চেয়ে বেশি আপন ভেবে এসেছেন, যার মাঝে আপনি নিজের সব সম্পর্ক দেখতে পান, যার ব্যাপারে আপনার ...
08/08/2025

যাকে আপনি সারাজীবন সব সম্পর্কের চেয়ে বেশি আপন ভেবে এসেছেন, যার মাঝে আপনি নিজের সব সম্পর্ক দেখতে পান, যার ব্যাপারে আপনার বিশ্বাস থাকে পৃথিবীর কেউ আপনার পাশে না থাকলেও এই একটা মানুষ আপনার পাশে থাকবে, একদিন হুট করে যদি সেই সম্পর্কের ব্যাপারে জানতে পারেন যে এ সবকিছু মিথ্যা ছিল, ধোঁকা ছিল, সীমাহীন ভালোবাসাগুলো আদতে সীমাহীন ঘৃণা ছিল; আর এসব ঘৃণা এসব ধোঁকার কথা যদি আপনাকে সেই একই সম্পর্ক বা মানুষই বলে তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে থাকাটাও অসম্ভব হয়ে পড়ে।

#জোবাচেহ্যায়সাঙ্গসামেটলো

অর্ডার করতে পেইজে ম‍্যাসেজ করবেন।

আজ সোহেল লিখেছে, "প্রাণের চেয়ে প্রিয় তিথি, তুমার জন্য আমার বুকে কেমন বেদনা হয়, সেইটা তুমি বুযবা না। সয়নে-সপনে শুধু তুমার...
04/08/2025

আজ সোহেল লিখেছে,

"প্রাণের চেয়ে প্রিয় তিথি,
তুমার জন্য আমার বুকে কেমন বেদনা হয়, সেইটা তুমি বুযবা না। সয়নে-সপনে শুধু তুমারেই দেখি। অথচ আমি তুমার সামনে দিয়া গেলেও দেখো না। কবে আসবা আমার ঘরে, আমার নয়নের মনি? আর সুনো, তুমি এমন এক লাইনের চিঠি লেখ কেন? তুমার চিঠি পড়লে মনে হয় আমার জ্বর হইয়াছে, তাই ডাক্তার ওষুধের নাম লিখিছে। তিথু, আমার জান, আমার ময়নাপাখি, এইবার একটা বড় চিঠি দিও যেন সেই চিঠি পড়তে পড়তে আমার রাত ভোর হইয়া যায়। আজ আর নয়। এবার ৮০। ভালো থাকিও।
ইতি তোমার প্রেমের কাঙাল,
অধম সোহেল।"

চিঠি পড়ে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। সবকিছু বোধহয় জীবনে একসাথে পাওয়া যায় না। আর না হয় দেখতে শুনতে ভালো, বড় ঘরের ছেলে সোহেলের ভাষাজ্ঞান এত জঘন্য হবে কেন? তিথি পড়াশোনায় যেমনটাই হোক না কেন, খুব অল্প বয়স থেকে বিভিন্ন বই ও পত্র-পত্রিকা পড়ায় তার ভাষাজ্ঞান ও ব্যাকরণ জ্ঞান বেশ শুদ্ধ ও উন্নত। এই ধরনের ভাষা ও ভুল বানানের লেখা চিঠি পড়ে তার বিবমিষা হয়। কিন্তু নিজেকে সে বুঝায়, সবাই সবকিছু পায় না। কোনো একটা দিকে পেলে অন্য আরেকটা দিকে কিছু ছাড় দিতে হয়। সোহেলের অন্য সবকিছু যেহেতু ভালো, তাই তিথি ঠিক করেছে এদিকটায় একটু মানিয়ে নেবে, ধীরে ধীরে সোহেলের ভাষাজ্ঞানের উন্নতি ঘটানোর চেষ্টা করবে।
তবে এটা ঠিক যে, সোহেলের অভিযোগ মিথ্যা নয়। চিঠি লেখার ব্যাপারে তিথির ভীষণ আলসেমি আছে। এমনকি সে স্কুলে ও কলেজে পরীক্ষার খাতায় সবসময় আবেদন পত্র লিখেছে, চিঠি কখনো লেখেনি। চিঠি লেখার দূরত্বে কোনো আপনজন থাকেও না যে লিখবে। কিন্তু সোহেলের জোরাজোরিতে এখন লিখতেই হয়। না হলে সে খুব অভিমান করে। সমস্যা হচ্ছে, লিখতে বসে তিথির মনে হয় শব্দগুলো জুড়ে জুড়ে বাক্য বানানো অসম্ভব। বহুক্ষণ ভেবেও কী লিখবে তা খুঁজে পায় না। অগত্যা কোনোভাবে দুই একটা বাক্য লিখে হলুদ খামে করে মিলির হাতে পাঠিয়ে দেয়।

আজকে কিছুক্ষণ চিঠির দিকে চোখ বুলিয়ে লিখলো,

"প্রিয় সোহেল,
তোমার চিঠিতে বেশকিছু বানান ঠিক হয়নি। বুঝবা, শয়ন, স্বপন, তোমার, শোনো- এই বানানগুলো ভুল আছে। এর পরের চিঠিতে এসব ঠিক করে নিও, কেমন? সাধু ও চলিত ভাষাতেও তুমি তালগোল পাকিয়ে ফেলেছ। অবসর সময়ে ভাষা শিক্ষা ও বাংলা ব্যাকরণ বইটা পড়তে চেষ্টা করো। আরেকটা কথা বলি। তুমি লিখেছ 'এবার ৮০।' এখানে '৮০' এভাবে লেখাটা ভুল। এটাও শুদ্ধ করবে এরপর থেকে।
আজ শেষ করছি। ভালো থেকো।
ইতি,
তোমার তিথি।"

#কিছুমন্দবাসারগল্প

অর্ডার করতে পেইজে ম‍েসেজ করবেন।

-“আমি অশিক্ষিত মেয়ে নই আলোক। আমাকে বারবার একই কুমিরের ছানা দেখিয়ে এক্সপ্লয়েট করা যাবে না। আপনি আমার সাথে যেটা করেছেন, সে...
02/08/2025

-“আমি অশিক্ষিত মেয়ে নই আলোক। আমাকে বারবার একই কুমিরের ছানা দেখিয়ে এক্সপ্লয়েট করা যাবে না। আপনি আমার সাথে যেটা করেছেন, সেটাকে পোভার্টি-পর্ন বলে। সেই একই পুরাতন দারিদ্র‍্যের গল্প, প্রতিদিন নতুন নতুন বোতলে আমার সামনে পরিবেশন করেন! আমি বিরক্ত, আলোক! সিম্পলি ডিসগাস্টেড! স্লামডগ মিলিয়নার বানিয়ে বিলিয়ন ডলার আয় করা যেতে পারে, কিন্তু বারবার একই ট্রিক করে আমাকে বোকা বানানো যাবে না! এবারে বাদ দিন প্লিজ!”

আলোক তানভীর ব্যবসার চালে অনেককে মাত করে দেন, শেষ পর্যন্ত রিপাকে মাত করতে পেরেছেন কি না জানতে হলে অর্ডার করে ফেলুন উপন্যাসটি।

#ঝরাপাতাউড়েযা

অর্ডার করতে পেইজে ম্যাসেজ করবেন।

~ আমার সব ব্যাপারে সন্দেহ করলেও কখনো তোকে কতটা ভালোবাসি এই নিয়ে সন্দেহ করিস না। কারণ তোকে আমি ভালোবাসি আমার অস্তিত্বের ...
31/07/2025

~ আমার সব ব্যাপারে সন্দেহ করলেও কখনো তোকে কতটা ভালোবাসি এই নিয়ে সন্দেহ করিস না। কারণ তোকে আমি ভালোবাসি আমার অস্তিত্বের খাতিরে, তোকে ভালো না বাসলে যে আমার বেঁচে থাকা দায়। তুই আমার বেচে থাকার, ভালো থাকার প্রথম ও শেষ শর্ত।

~ জীবন বদলাতে খুব বেশি সময় লাগে না। শুধু একটা সঠিক মুহূর্ত সব বদলে দিতে পারে। একটু আগের নিষ্ঠুর পৃথিবীটাকে তার এই মুহূর্তে বড্ড মায়াবী লাগল। মন বলল, “জীবন সুন্দর, স্বপ্নের চাইতেও বেশি সুন্দর।”

~ ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, শুদ্ধ ও পবিত্র অনুভূতি। কাউকে ভালোবাসলে তার সুখ-দুঃখকেই নিজের মনে হয়। তার ভালোলাগা, ভালো থাকার কথা সর্বাগ্রে মনে হয়। তার পছন্দ-অপছন্দে নিজেকে সাজাতে মন চায়। তার রঙে নিজেকে রাঙিয়ে তারই ভালোবাসায় ডুবে মরে যেতে ইচ্ছে হয়। যাকে ভালোবাসবি সে সামনে থাকলেও জ্বালা, দূরে গেলেও জ্বালা। সে তোকে দেখলেও পুড়বি, না দেখলেও পুড়বি। ভালোবাসা এক সুখময় অসুখের নাম। অন্য কোনো অসুখ না হলেও এই অসুখ সবার জীবনে আসুক, সারাজীবন এই অসুখ তীব্র থেকে তীব্রতর হোক।

#যাওপাখিবলোতারে

অর্ডার করতে পেইজে ম্যাসেজ করবেন।

গলার স্বর নামায় মুন তবে প্রসঙ্গ পাল্টায় না। "নাবিল ভাই সারাক্ষণ রেগে রেগে কথা বলে কেন? একেবারে ত্যাড়াব্যাড়া স্বভাব। ...
30/07/2025

গলার স্বর নামায় মুন তবে প্রসঙ্গ পাল্টায় না।
"নাবিল ভাই সারাক্ষণ রেগে রেগে কথা বলে কেন? একেবারে ত্যাড়াব্যাড়া স্বভাব। আমার মোটেও ভালো লাগে না।"
"তোর ভালো না লাগলে নাই। ও একটু চুপচাপ স্বভাবের। সবার সাথে তোর মতো হই হই করে মিশতে পারে না।"
"মেশার চেষ্টা করতে হয়। রুমবন্দি হয়ে রইলে মিশবে কিভাবে? হিমেল ভাই কী সুন্দর অল্পতেই মিশে গেল!"

মনের মুখে প্রশংসা শুনে সিনা উঁচু করে নাবিলের দিকে তাকায় হিমেল। ইশারায় হাত নেড়ে বোঝায় অলরেডি কুপোকাত মুন।
রেহানা বেগম বলেন, "তোর বকবক নাবিল পছন্দ করে না।"
"আমিও এমন মূর্ধন্য টাইপ ছেলে পছন্দ করি না।"
"আবার মূর্ধন্য টাইপ, এটার মানে কী?"
"মানে খুব কঠিন। শরীর থেকে কল্লা নামানো, গোমরা মুখো, ভাব চক্কর বেশি, মুই কি হনুরে টাইপ!"
রেহানা বেগম হা হয়ে চেয়ে ফিক করে হেসে ফেলেন। মুখে হাত চেপে হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা চালায় হিমেল। ঘরভর্তি বিভীষণ দেখে অগ্নিবর্ণ ধারণ করে নাবিলের মুখ। ইচ্ছে করে সবার আগে ঘুষি মেরে হিমেলের নাক ফাটিয়ে দিতে।

#ক্যাকটাসওটুনটুনি

অর্ডার করতে পেইজে ম‍্যাসেজ করবেন।

"যাদের আমরা পছন্দ করি, শুধু তাদের মনে রাখি, এটা কিন্তু ভুল ধারণা। যাদের আমরা তীব্র অপছন্দ করি, যাদের উপর আমাদের এক আকাশ ...
29/07/2025

"যাদের আমরা পছন্দ করি, শুধু তাদের মনে রাখি, এটা কিন্তু ভুল ধারণা। যাদের আমরা তীব্র অপছন্দ করি, যাদের উপর আমাদের এক আকাশ সমান অভিযোগ আছে, সমুদ্র সমান গভীর যাদের প্রতি অভিমান, তাদেরকে আমরা বেশি মনে রাখি। যেমন মনে করুন, আপনার শরীরে একটি বিষফোঁড়া হয়েছে, আপনি অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের তুলনায় সেই বিষফোঁড়াকে বেশি মনে রাখবেন। কারণ ফোঁড়া আপনাকে যন্ত্রণা দেয়, টনটনে ব্যথায় তার উপস্থিতি প্রতিনিয়ত আপনাকে ভুলতে দেবে না।"

#এইঅবেলায়

অর্ডার করতে পেইজে ম‍্যাসেজ করবেন।

“আপনার চোখেও কি আমাকে সুন্দরী মনে হয়?” নাভিরা জ‍্যানকে ভাবনা থেকে টেনে বের করে আনল। স্বামীর হাত এখনো তার হাতে। “আমার কাছ...
29/07/2025

“আপনার চোখেও কি আমাকে সুন্দরী মনে হয়?” নাভিরা জ‍্যানকে ভাবনা থেকে টেনে বের করে আনল। স্বামীর হাত এখনো তার হাতে।
“আমার কাছে তোমাকে অপরূপা মনে হয়। তাছাড়া মনে হওয়ার কী আছে, তুমি তো সুন্দরী।”
“বাহ্, বহুদিন পর প্রশংসা করছেন। তাহলে এটাও বলুন, আপনি ভালোবাসেন আমাকে। বহুদিন হয়ে গেছে আপনার মুখ থেকে এই কথা শোনার। যতদূর আমার মনে পড়ে, আপনি আই লাভ ইউ নাভিরা বলেছিলেন আলীর জন্মের সময়,” নাভিরা দুষ্টুমিমাখা ভঙ্গিতে বলল।
জ‍্যান শব্দ করে হেসে উঠল।
“আড়াই বছর হয়ে গেছে! এটা তো অনেক বড় অন‍্যায় হয়ে গেছে।ওকে মিসেস নাভিরা জ‍্যান শেহরিয়ার, আমি অনেক ভালোবাসি আপনাকে। আই লাভ ইউ," জ‍্যান নাভিরার দিকে ঝুঁকে বলল।
এই মেয়েটা তার জন‍্য অনেক গুরুত্বপূর্ণ। তার ছেলের মা, যে তার অনেক খেয়াল রাখে। জ‍্যান সম্পূর্ণ নাভিরার। স্ত্রীর প্রতি শতভাগ আন্তরিক ও বিশ্বস্ত সে। কিন্তু মনের ওপর জোর চলে না কারো। তার মনের এক কোনায় এখনো সেই মেয়েটা বাস করে, যে তাকে ভালোবাসতে শিখিয়েছিল। যে তাকে ভালোবাসা কী, তা বুঝিয়েছিল। সেই উম্মে মারইয়াম না জানি আজ কোথায় আছে? কেমন আছে?

#জোবাচেহ্যায়সাঙ্গসামেটলো

অর্ডার করতে পেইজে ম‍্যাসেজ করবেন।

রানি অন্নপূর্ণা বা রাজর্ষী নারায়ন সেন দুজনেই প্রজা অন্তপ্রাণ ছিলেন। অন্নপূর্ণার মৃত্যু হয়েছিল কিন্তু রাজার ভাগ্যে কী ঘটে...
27/07/2025

রানি অন্নপূর্ণা বা রাজর্ষী নারায়ন সেন দুজনেই প্রজা অন্তপ্রাণ ছিলেন। অন্নপূর্ণার মৃত্যু হয়েছিল কিন্তু রাজার ভাগ্যে কী ঘটেছিল, সেটা জানা যায় না। কেউ কেউ বলেন ধ্যানাবস্থায় রাজা দেহ রেখেছেন। কেউ বলেন তিনি বাড়ির দুর্গামন্দিরে থাকা দেবীর শরীরে লীন হয়েছেন। তবে এমন প্রজাবৎসল রাজা, প্রজাদের অভিভাবকহীন করে হঠাৎ উধাও হয়ে যাবেন এটা যেন ঠিক মেলে না। তিনি নিজে ঘোষণা করেছিলেন শারদীয় উৎসবের প্রথা। সেখানে মহালয়ার দিনেই তিনি নিঁখোজ হন।
ইতিহাসে সব উল্লেখ না থাকলেও কোনো একটা গূঢ় রহস্য থেকেই যায়। তবে রাজা নরায়ণ সেনের কী হয়েছিল বা তিনি কোথায় চলে গিয়েছিলেন এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। হতে পারে উনার মৃত্যুর পর এলাকায় এমন কিছু হয়েছিল যেটা এলাকার মানুষ বাইরের কাউকে জানতে দেয়নি।

প্রফেসর আজিম অনেককাল আগেই রানীকুঠির এই রহস্যের কথা শুনেছেন। কৌতুহলও ছিল অদম্য। কিন্তু সরকারি কিছু নিয়ম কানুন রয়েছে যা ছাড়া প্রত্মতাত্ত্বিক স্থান খোঁড়াখুড়ি সম্ভব নয়। তাছাড়া লোকবল প্রয়োজন। বিপুল আর্থিক যোগানের ব্যাপারও আছে এসব কাজে। এতদিনে নানা কারণে খরচের সংকুলান করতে পারেননি তিনি। এবার বেশ ভালো একটা প্রণোদনা পেয়েছেন অধিদপ্তর থেকে। সব মিলিয়ে প্রফেসর আজিম এতদিনের ইচ্ছেটাকে বাস্তবে রূপ দিতে পারছেন বলে ভীষণ খুশি। দীর্ঘদিনের শখ এবার পূর্ন হতে চলেছে। হয়তো নতুন কিছু জানতে যাচ্ছে দেশ। হতে পারে দেশের ইতিহাসের পাতায় নতুন কোনো তথ্য যোগ করতে যাচ্ছেন তিনি। ভেতরে ভেতরে বেশ উত্তেজনা বোধ করছেন প্রফেসর আজিম।

#দৈবী

অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

ছবি- ইতিশা ইতি।

~বাধ্য হয়ে করা কোনো কাজের মধ্যে আন্তরিকতা আর ভালোবাসা থাকে না, জানো তো?~বিশ্বাস করো, সময় সব ক্ষত, সব যন্ত্রণা দূর করে ...
27/07/2025

~বাধ্য হয়ে করা কোনো কাজের মধ্যে আন্তরিকতা আর ভালোবাসা থাকে না, জানো তো?

~বিশ্বাস করো, সময় সব ক্ষত, সব যন্ত্রণা দূর করে দেয়।

~খুচরো স্মৃতি বড্ড খারাপ জিনিস। এ শুধু মনই পোড়ায় না, চোখেও জ্বালা ধরায়।

#বাতাসেতারসৌরভ

অর্ডার করতে পেইজে ম্যাসেজ করবেন।

“সম্পর্কে স্বচ্ছতা ও সাম্যতা বজায় রাখতে হলে অবশ্যই সব ধরনের হিসেব বরাবর রাখতে হয়। একজন শুধু দিয়ে যাবে হাত উজাড় করে, আরেক...
27/07/2025

“সম্পর্কে স্বচ্ছতা ও সাম্যতা বজায় রাখতে হলে অবশ্যই সব ধরনের হিসেব বরাবর রাখতে হয়। একজন শুধু দিয়ে যাবে হাত উজাড় করে, আরেকজন শুধু হাত পেতে নিয়ে যাবে, এমন হলে একটা সময় সম্পর্কে অসামঞ্জস্যতা চলে আসে। দুইজনের সম্পর্কে দুইজন সমান না থেকে ছোট-বড় হয়ে যায়। এরপর ধীরে ধীরে একজনের মনে অহংকার আসে তো আরেকজন নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। তারপর আত্মঅহমিকার দ্বন্দ্বের আগুনে সম্পর্কটাই পুড়ে ছাই হয়ে যায়।”

#অপরাজিতা

অর্ডার করতে পেইজে ম্যাসেজ করবেন।

Address

Dhaka Outlet/37/1 C, Bornomala Market (1st Floor), Banglabazar, Dhaka-1100, , Chattogram Outlet/House-8, Road-4, 2nd Floor (Right Side), Nasirabad Housing Society, Panchlaish, Chattogram
Chittagong
4203

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 00:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801309009075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী:

Share

Category