Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী

Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী “বইয়ের সাথে বন্ধুত্ব আজীবন অমলিন ও অটুট থাকুক।”

‘তুমি আমাকে অনেক ভালোবাসো, লিজা?’ সিকান্দার উত্তর জানে। তবুও এই মুহূর্তে শুনতে চায়, তাকেও সীমাহীন আর বেহিসেবি হয়ে চাওয়ার...
30/11/2025

‘তুমি আমাকে অনেক ভালোবাসো, লিজা?’ সিকান্দার উত্তর জানে। তবুও এই মুহূর্তে শুনতে চায়, তাকেও সীমাহীন আর বেহিসেবি হয়ে চাওয়ার কেউ আছে।
‘হ্যাঁ,’ লিজা সিকান্দারের প্রশ্নে অবাক না হয়ে সাথে সাথে বলল।
‘কতখানি?’
‘তুমি ভাবতেও পারবে না ততখানি,’ লিজা গম্ভীর কণ্ঠে বলল।
‘তারপরও কতখানি?’ এখন সিকান্দারের ঠোঁটের কোণে আবছা হাসির ঝলক দেখা গেল।
সমুদ্র, শীতল হাওয়া, ভোরের সতেজ ভাব, একটুখানি উঁকি দেওয়া সূর্য... এখন সবকিছু ভালো লাগছে সিকান্দারের। কারণ, এই মুহূর্তে লিজা মেহমুদ তার সাথে আছে।
‘এতখানি যে আমি তোমার জন্য সব করতে পারি।’
‘পেইন্টিং ছাড়তে পারবে?’
‘হ্যাঁ।’
‘রোমা ছাড়তে পারবে?’
‘হ্যাঁ।’
‘এখন সমুদ্রের পাড়ে আসতে পারবে?’
‘হ্যাঁ।’ লিজা সিকান্দারের সব প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলতে বলতে শেষ প্রশ্নে এসে চমকাল।
‘তুমি সমুদ্রের পাড়ে?’
‘হ্যাঁ, তুমি এখনই আসবে আমার কাছে? এখনো সকাল ছয়টা বাজেনি।’
সিকান্দার হাতে পরা ঘড়ির দিকে তাকিয়ে বলল। যেখানে দেখাচ্ছে পৌনে ছয়টা বাজছে।
‘আমি এখনই আসছি, সিকান্দার।’

লিজা সত্যিই আধাঘণ্টার মধ্যে বাবার ড্রাইভারের সঙ্গে সিকান্দারের কাছে চলে এলো। তারা দুজন দেয়ালের উপরে উঠে পাশাপাশি বসল।
‘তুমি আমাকে এই সময় এখানে কেন ডাকলে?’ বাতাসের তোড়ে মুখে উড়ে আসা চুলগুলো হাত দিয়ে সরাতে সরাতে লিজা জিজ্ঞেস করল।
‘ব্যস! এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছিল। নিজেকে খুব একা লাগছিল,’ সিকান্দার ধীরে বলল।
‘তুমি একা নও, সিকান্দার, আমি তোমার সঙ্গেই আছি।’ লিজা মানুষটার হাতের ওপর নিজের হাতে রাখল।
‘বেলা, জলদি এসে পড়ো আমার জীবনে। আমি ভীষণরকম একা!’ সিকান্দার বিষন্নভাবে হেসে বলল।

#জোবাচেহ্যায়সাঙ্গসামেটলো

জো বাচে হ‍্যায় সাঙ্গ সামেট লো এবং নূরসীন একত্রে নিলে মিলছে অফার মূল্যে বই নেয়ার সুযোগ।

অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

29/11/2025

Video Credit- Nabila Tasnim

যেকোনো দুইটা বই একসাথে নিলে পাচ্ছেন অফার মূল‍্যে। অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।
28/11/2025

যেকোনো দুইটা বই একসাথে নিলে পাচ্ছেন অফার মূল‍্যে।

অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

“আমি ভাবি যদি আমরা কিছুক্ষণের জন্য মতভেদ ভুলে যাই, মানে, গুনাহ হয় কি-না, এই দিকটা সরিয়ে রেখে, কেবল যে বিষয়ে সবাই একমত, স...
27/11/2025

“আমি ভাবি যদি আমরা কিছুক্ষণের জন্য মতভেদ ভুলে যাই, মানে, গুনাহ হয় কি-না, এই দিকটা সরিয়ে রেখে, কেবল যে বিষয়ে সবাই একমত, সেই দিকে গভীর মনোযোগ দিই, তাহলে হয়তো সমস্যার সমাধান পাওয়া সম্ভব। 'গুনাহকে বাদ দিয়ে' সাধারণ পয়েন্টে ভেবে দেখলে সবাই স্বীকার করে যে, নিকাব করা একটি ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। তাহলে প্রশ্ন হচ্ছে, যে কাজ ভালো, বরকতময়, তা কি আমরা শুধু ‘অতিরিক্ত’ ভেবে ছেড়ে দিতে পারি? যেমন অনেক মুস্তাহাবপন্থী করে থাকেন?
তারা নিকাবকে ‘বাধ্যতামূলক নয়’ ভেবে তার পালন ও প্রচারই বন্ধ করে দেয়। আমরা কি সত্যিই মনে করি, শুধু ৩৩ শতাংশ প্রশ্নের উত্তর দিয়েই আমরা পাশ করে যাব?
আমরা কি নিশ্চিত, সেই ৩৩ শতাংশ উত্তর ঠিকঠাক লিখতে পেরেছি?”

উনার প্রশ্নে হলে গভীর নীরবতা নেমে এলো, একটা শ্রদ্ধামিশ্রিত নিস্তব্ধতা।
“এখানে তো আমরা সবাই নারী। একটা কথা বলি আপনাদেরকে? আমাদের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে। সবাই না হোক, কারো না কারো মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকে। আমরা খুব তাড়াতাড়ি ঈর্ষান্বিত হয়ে যাই, কারো পেছনে সমালোচনাও করি। মুখে কখনো কখনো অনিচ্ছায় মিথ্যা বেরিয়ে যায়। নামাজ নিয়মিত পড়ি না, পড়লেও মনোযোগ অন্যদিকে থাকে। কে জানে, আমাদের নামাজের কয়ভাগই বা কবুল হয়—পঞ্চম, নবম, না দশম অংশ?
রমজানে রোজা রাখলেও, পরের ক্বাজা রোজা রাখতে ভুলে যাই। এগুলোই তো সেই ৩৩ শতাংশের কাগজ, যেটা আমরা নিজেরা জানি কতটুকু ভালো লিখেছি।
তার পরেও কি আমাদের মনে হয় আর কিছু অতিরিক্ত আমল করার দরকার নেই? আমার প্রিয় বোনেরা! জান্নাত শুধু ইচ্ছা করলেই পাওয়া যায় না। আপনারা কি জানেন, আদম (আঃ)-এর সন্তানদের মধ্যে প্রতি এক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামে পাঠানো হবে, আর কেবল একজন জান্নাতে প্রবেশ করবে? এটা আমি বলছি না—এটা সহিহ বুখারির হাদীস। এখন বলুন, আমাদের এই আমলনামা নিয়ে কি আমরা সেই একজন-এর অন্তর্ভুক্ত হতে পারব?”

#জান্নাতকেপাত্তে

27/11/2025

Video Credit- Nabila Tasnim

ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, শুদ্ধ ও পবিত্র অনুভূতি। কাউকে ভালোবাসলে তার সুখ-দুঃখকেই নিজের মনে হয়। তার ভালোলাগা, ভ...
26/11/2025

ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, শুদ্ধ ও পবিত্র অনুভূতি। কাউকে ভালোবাসলে তার সুখ-দুঃখকেই নিজের মনে হয়। তার ভালোলাগা, ভালো থাকার কথা সর্বাগ্রে মনে হয়। তার পছন্দ-অপছন্দে নিজেকে সাজাতে মন চায়। তার রঙে নিজেকে রাঙিয়ে তারই ভালোবাসায় ডুবে মরে যেতে ইচ্ছে হয়। যাকে ভালোবাসবি সে সামনে থাকলেও জ্বালা, দূরে গেলেও জ্বালা। সে তোকে দেখলেও পুড়বি, না দেখলেও পুড়বি। ভালোবাসা এক সুখময় অসুখের নাম। অন্য কোনো অসুখ না হলেও এই অসুখ সবার জীবনে আসুক, সারাজীবন এই অসুখ তীব্র থেকে তীব্রতর হোক।

#যাওপাখিবলোতারে

অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

~ যে নারীকে পুরুষ ভালোবাসে, তাকে অপেক্ষার শূলিতে চড়ায় না। যাকে বিয়ে করতে চায়, তাকে অজুহাত দেখিয়ে টালবাহানা করে না। এক পা...
25/11/2025

~ যে নারীকে পুরুষ ভালোবাসে, তাকে অপেক্ষার শূলিতে চড়ায় না। যাকে বিয়ে করতে চায়, তাকে অজুহাত দেখিয়ে টালবাহানা করে না। এক পা এগিয়ে দশ পা পিছিয়ে নেয় না।

~ সেই রাতে নূরসীনের ঘরে অপেক্ষার বাতি জ্বলল না। সেই রাতে আর বালিশ অশ্রুতে ভিজল না। সেই রাতে ঘুমন্ত অবস্থায় কোনো স্বপ্ন, কোনো চিন্তা, কোনো আশার আলো দেখল না সে। সেই রাতে তার মনে হারানোর, বিচ্ছেদের কোনো আশঙ্কা উদয় হলো না। নতুন দিনের সূর্য নূরসীনের জীবনের একটি নতুন সূচনা করতে চলল।

#নূরসীন

অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

“তোমাদের পূর্বদেশীয় মেয়েদের আবেগ প্রকাশটা অদ্ভুত! তোমরা খুশিতেও কাঁদো, কষ্টেও কাঁদো। অশ্রুর তো কোনো রং নেই।কীভাবে বুঝি ব...
24/11/2025

“তোমাদের পূর্বদেশীয় মেয়েদের আবেগ প্রকাশটা অদ্ভুত! তোমরা খুশিতেও কাঁদো, কষ্টেও কাঁদো। অশ্রুর তো কোনো রং নেই।কীভাবে বুঝি বলো তো!”

#আমিতোমাকেইবলেদেবো

৬টি প্রেমের উপন‍্যাস সংকলনটি অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

আমি তোমাকেই বলে দেবো এবং ভালো থেকো ফুল একসাথে নিলে পেয়ে যাবেন অফার মূল‍্যে।

24/11/2025

Vide Credit- Nabila Tasnim

“স্বপ্ন ব্যাপারটা খুব গোলমেলে, বুঝেছ? স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু অবলীলায় ত্যাগ করা যায়। আবার স্বপ্ন পূরণের পর ত্যাগ কর...
23/11/2025

“স্বপ্ন ব্যাপারটা খুব গোলমেলে, বুঝেছ? স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু অবলীলায় ত্যাগ করা যায়। আবার স্বপ্ন পূরণের পর ত্যাগ করা সমস্ত বিষয়ের জন্য মাঝেমধ্যে বুকের ভেতর একটা অকারণ, অচেনা ব্যথা টের পাওয়া যায়। মনে হয়, স্বপ্ন পূরণ হওয়াটা স্বপ্নের মতোই সুন্দর। কিন্তু স্বপ্নকে সত্যি করতে গিয়ে যে হাজারো কাঁটার আঘাত সহ্য করতে হলো, সেটা জীবনের চরম বাস্তবতার মতো সত্য। আর যা কিছু সত্য, তা যতই কঠিন ও কষ্টের হোক না কেন, সে-ও সুন্দর। বাস্তবতা ও সত্যের সৌন্দর্য কঠিন, বিষণ্ণ।”

#এইঅবেলায়

এই অবেলায় এবং কিছু মন্দবাসার গল্প একসাথে নিলে পাচ্ছেন ৪৭০ টাকায়।
কুরিয়ার চার্জ প্রযোজ‍্য।

অর্ডার করতে পেইজে মেসেজ করবেন।

তিনটি বই একত্রে অফার মূল্যে পাচ্ছেন ১২০০ টাকায়।- কুরিয়ার চার্জ প্রযোজ্য।
22/11/2025

তিনটি বই একত্রে অফার মূল্যে পাচ্ছেন ১২০০ টাকায়।

- কুরিয়ার চার্জ প্রযোজ্য।

Address

Dhaka Outlet/37/1 C, Bornomala Market (1st Floor), Banglabazar, Dhaka-1100, , Chattogram Outlet/House-8, Road-4, 2nd Floor (Right Side), Nasirabad Housing Society, Panchlaish, Chattogram
Chittagong
4203

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 00:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801309009075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী:

Share

Category