Rajkonna daily vlog

Rajkonna daily vlog একদিন দেখবেন হঠাৎ করে আল্লাহ আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দিয়েছেন।
---------- ইন শা আল্লাহ

08/09/2025

অন্যের সফলতা অর্জন দেখে হিংসা করো না চেষ্টা করো তুমিও পারবে!

প্রতিটি মেয়ের নিজের একটা সাজানো সংসার হোক
08/09/2025

প্রতিটি মেয়ের নিজের একটা সাজানো সংসার হোক

06/09/2025

❝হে আল্লাহ
আমি আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে, দুনিয়ার ফেৎনা-ফাসাদ থেকে এবং কবরের আজাব হতে❞
[সহীহ্ বুখারীঃ ৫৮৮৮]

05/09/2025

নিজে যা করো জানিয়ে করোনা তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা আসবে। জানিয়ে করলে নজর লাগার সম্ভাবনায় বেশি থাকে।

05/09/2025

জুমাবার মানে মুসলিমদের জন্য ঈদ।
এর মধ্যে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী।
তার মানে আজকে ডাবল ঈদ। আলহামদুলিল্লাহ 😍😍😍

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সদকা গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।”— (সুনান আত-তিরমিজি, হাদিস: ৬১৪)
05/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সদকা গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।”
— (সুনান আত-তিরমিজি, হাদিস: ৬১৪)

04/09/2025

২ধরণের মানুষের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না।

১/ যে মানুষগুলো আপনার চরিত্র সম্পর্কে কথা বলে।
২/ যে মানুষগুলো আপনাকে অন্যায় ভাবে ঠকিয়েছে।

এসব মানুষের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না।

04/09/2025

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী।
#মিলাদুন্নবী

03/09/2025

ক্যামেরাম্যান অনেক সুন্দর ভিডিও করে।
আমার মাথা ঘুরতেছে😇😇

02/09/2025

খেলা হয়ে যাক 👇👇আপনাদের প্রথম ইনকাম কত টাকা ছিল?
আমার ২০০ টাকা😁

এই যে মানসিক ভারসাম্যহীন ভদ্র মহিলাকে দেখছেন উনি আমার ম্যাডাম।আমার আম্মুর পরে উনার কাছে আমার হাতেখড়ি।উনি আমার জীবনের প্র...
01/09/2025

এই যে মানসিক ভারসাম্যহীন ভদ্র মহিলাকে দেখছেন উনি আমার ম্যাডাম।আমার আম্মুর পরে উনার কাছে আমার হাতেখড়ি।উনি আমার জীবনের প্রথম স্কুল চৌধুরী কিন্ডার গার্ডেনের শিক্ষিকা ছিলেন এবং আমাদের প্রতিবেশীও।উনি একসময় অনেক ফ্যাশন মেইনটেইন করতেন।থ্রী-পিস,শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পড়তেন।অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেন।তখন উনার রুপ,গুণের কাছে নায়িকা ফেইল করতো।যারা উনাকে দেখেছে তারা জানে।

অথচ আজকে উনি কি বলে,কি করে,কিভাবে থাকে নিজেই জানে না। একটা বিয়ে উনার জীবনটা এভাবে উলটপালট করে দিয়েছেন।উনার রুপে মুগ্ধ হয়ে এক মুখোশধারী ভদ্রলোক উনার বাবা-মাকে ধরে উনাকে বিয়ে করেন।উনি তখন বিয়েতে রাজি ছিলেন না।বিয়ের পরে দেখে ওই লোক নেশাগ্রস্ত।উনাকে প্রায় সময় মা/র/ধ/র করতো।উনি চাকরি করে বাবা-মার খরচ এবং সংসার চালাতেন।একটা সময় অ/ত্যা/চা/র সহ্য করতে না পেরে ডি/ভো/র্স নিয়ে নেন।এরপর থেকেই কিছুদিন পর পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।আগে কিছুদিন অসুস্থ থাকত আবার সুস্থ হয়ে যেত কিন্তু কয়েক বছর যাবত উনি পুরোপুরি অসুস্থ হয়ে গেছে।এখন উনাকে নরসিংদী স্টেশনসহ আরো বিভিন্ন জায়গায় এভাবে দেখা যায়।অনেক সময় দেখি অন্যরা উনাকে পা/গ/ল বলে ডাকে,উত্যক্ত করে।ওরা তো আর উনার অতীত জানে না।আমি উনাকে যখনি দেখি সালাম দেই কিন্তু উনার কাছ থেকে কোন উত্তর আসে না তখন আমার চোখের কোণে পানি আসে।এখনো পর্যন্ত উনি আমার পছন্দের ম্যাডামদের মধ্যে একজন এবং সারাজীবন পছন্দের একজন মানুষ হিসেবে থাকবে ইনশাআল্লাহ।এমনকি উনার ফ্যাশন আমি অনেকটা ফলো করি।

উনাকে দেখলে আমি বুঝি বিয়ে একটা মেয়ের জীবনকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে।মেয়েদের কপালে ভালো স্বামী জুটলে তারা দুনিয়াতে এক টুকরো জান্নাত পায় আর খারাপ স্বামী জুটলে জীবনটা জাহান্নাম হয়ে যায়।💔

— সাজেদা আক্তার রিমা
আসলেই কথাটা সত্যি বিয়ে একটা মেয়ের জীবন পুরোপুরি চেন্জ করে দেই। যারা এখনো বিয়ে করেন নি তারা ভালো আছেন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajkonna daily vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajkonna daily vlog:

Share