SM VLOGS RIA

SM VLOGS RIA জীবনের রং তুলিতে অঙ্কিত সব কিছু।
দৃশ্যমান তারপরও এত আয়োজন।

Pottenga Sea Beach🌝⭐🌈 Enjoy the day🥰♥️🤌
27/06/2025

Pottenga Sea Beach🌝⭐🌈

Enjoy the day🥰♥️🤌

Aunt Wedding night✨♥️
23/06/2025

Aunt Wedding night✨♥️

টাকারও বয়স বাড়ে।পুরানো হয়।এক সময় হারিয়ে যায়।প্রতিটি দিনের জন্ম হয়।বয়স বাড়ে।বারো ঘন্টায় একবার করে মরে।প্রতিটি র...
14/06/2025

টাকারও বয়স বাড়ে।পুরানো হয়।এক সময় হারিয়ে যায়।প্রতিটি দিনের জন্ম হয়।বয়স বাড়ে।বারো ঘন্টায় একবার করে মরে।প্রতিটি রাতের জন্ম হয়।টিকি একি ভাবে হারিয়ে যায়।মানুষেরও বয়স বাড়ে। পুরানো হয়।মরে যায়। হারিয়ে যায় জীবনের স্রোত থেকে। স্মৃতিগুলো থেকে যায় কারণে অকারণে।মা কাঁদে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য। সন্তান কাঁদে মা বাবার জন্য। অর্ধাঙ্গিনী কাঁদে তার স্বামীর জন্য।শিক্ষক কাঁদে ছাত্র ছাত্রীদের বিদায়ের ক্ষণে। ছাত্র ছাত্রীরাও কাঁদে হাউমাউ করে। পরিবারের সবাই কাঁদে কন্যা সন্তানের বিয়াতে।প্রেমিক কাঁদে প্রেমিকার জন্য। তারপরও চলে যেতে হয়।বিদায় দিতে হয় পরম আদরে, যত্নে,এক বুক কষ্ট নিয়ে।

মাতামুহুরী নদীতে জোয়ার ভাটা হয় নিয়ম করে। বসন্ত আসে। কোকিল ডাকে।বর্ষা আসে। নারীকে শিহরিত করে চলে যায়।শরত আসে কাশফুল ফুটে।শীত আসে কুয়াশা পড়া ভোরে ভাপা পিঠা উৎসব হয়।

সব কিছু সময় করে হারিয়ে যায়। আবার নতুন করে শুরু হয়। সময়ের পালাবদলে কষ্ট নিয়ে ছোটছে আমাদের জীবন।

"সব কিছু হারিয়ে যায়"
মিরাজ মাহমুদ

টাকারও বয়স বাড়ে।পুরানো হয়।এক সময় হারিয়ে যায়। মানুষেরও বয়স বাড়ে। পুরানো হয়।মরে যায়। হারিয়ে যায় জীবনের স্রোত থ...
14/06/2025

টাকারও বয়স বাড়ে।পুরানো হয়।এক সময় হারিয়ে যায়। মানুষেরও বয়স বাড়ে। পুরানো হয়।মরে যায়। হারিয়ে যায় জীবনের স্রোত থেকে।

মিরাজ মাহমুদ

কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না আমার এক শিক্ষক। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে বসেছিলেন। অনুশোচনায় দ...
09/06/2025

কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না আমার এক শিক্ষক। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে বসেছিলেন। অনুশোচনায় দগ্ধ হয়ে স্কুল ছুটির পর তিনি নিজে সেই ছাত্রকে নিয়ে দোকানে গিয়ে মিষ্টি কিনে পাশে বসে খাইয়েছিলেন।

মনে পড়ছে আরো একজনের কথা, বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে প্রাইভেট পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা। না থাকলে বলতেন, জানি বৃষ্টিতে ভিজতে তোদের ভালো লাগে, কিন্তু সময়টা ভালো না, ভিজিস না, ছাতাটা নিয়ে যা; সামনের দিন নিয়ে আসিস।

মফস্বলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তার রোগশয্যায় "কি করতে ইচ্ছে করছে" জিগ্যেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে খুব দেখতে ইচ্ছে করছে।

স্কুলের বনভোজনে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়েছিলেন যে মাস্টারমশাই, তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়ত, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল, সেটা হলো "শিক্ষক"। তারা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন, সিলেবাসে যার হদিশ মেলেনি কোনোদিন।

বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেননি এটা তাদের জীবিকা। ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না।

এত বছরে সিলেবাসের মধ্যের আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যত জনের কাছ থেকে, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার; তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ, বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার - সময়ে এবং অসময়ে। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারাজীবন আপনাদের ছাত্র হয়ে থাকব।

©সংগৃহীত

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when SM VLOGS RIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM VLOGS RIA:

Share