22/08/2024
🚣♀️ লোকেশন- পশ্চিম সুন্দরপুর ৬নং ওয়ার্ড।
নূর মোহাম্মদ খলিফার বাড়ি।
যোগাযোগ: 01894134318
একটি বাসার ছাদে প্রায় ১০ ফ্যামিলি অবস্থান করছেন। তাদের খাওয়ার জন্য কোমল পানির তীব্র প্রয়োজন।
🚣♀️ উপজেলা ফটিকছড়ি থানা ভুজপুর
সিংহরিয়া, হির্জে স্কুলের পুর্ব পাশে হেল্প প্রয়োজন আমার বোন ছোট বাচ্চা নিয়ে আরো অনেক পরিবার পানি বন্দি আছে হেল্প প্লিজ পানি নাকি বাড়তেছে।
01831-895888
🚣♀️ জরুরী।
সুন্দরপুর, ৬ নং ওয়ার্ড, রুহুল আমিন মেম্বারের বাড়িতে আমার ভাগ্নি ও তার ছেলেসহ বহু মানুষ আটকে আছে। জরুরী ভাবে উদ্ধারের প্রয়োজন।
সায়েদ ++880 1894-147580
🚣♀️ সুন্দরপুর, হারুয়ালছড়ি, নারায়নহাট,সুয়াবিল এইসব জায়গায় সহায়তা প্রয়োজন।
আপনারা চলে আসেন ভাই
ফটিকছড়ি এসেও জানতে পারবেন কোন জায়গায় যেতে হবে আপনাদের।
🚣♀️ জেলা চট্টগ্রাম
উপজেলা ফটিকছড়ি
থানা ভুজপুর
ডাকঘর মির্জার হাট
মির্জার হাটের পূর্ব পাশে সন্দীপন নগর অথবা নগর বাজার দুই নামে পরিচিত
নগর বাজারের দক্ষিণ পাশের মানুষ মারা যাচ্ছে
প্লিজ হেল্প
নৌকা ⛵ স্পিটবুড লাগবে।
🚣♀️ ফটিকছড়ি ভূজপুর কাজিরহাট বাজারের আগে দক্ষিণ পাশে
🚣♀️ ১০/১২ টি ফ্যামিলি বৃদ্ধ শিশু সহ পানিতে আটকা আছে তাদের উদ্ধারের জন্য জরুরি বোট প্রয়োজন, প্লিজ উদ্ধারকারীগণ সহযোগিতা করুন, ঠিকানা: ফটিকছড়ি, সুন্দরপুর "তিন খালের মাথা" ছিপাহী বাড়ী।
🚣♀️ উত্তর ফটিকছড়ি নারায়ণহাট-হেয়াকো, দক্ষিণ ফটিকছড়ির সুন্দরপুর, সুয়াবিল, বারমাসিয়া, হারুয়ালছড়ির হাজার হাজার মানুষ পানি বন্দি। 🙂
🚣♀️ পূর্ব ফটিকছড়ি, জুগুনীঘাট ব্রীজ হতে পশ্চিম দিকের এলাকা।