Start with Shafat

Start with Shafat বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা ...
07/09/2025

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে চন্দ্রগ্রহণটি শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ।

বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

রোববার থেকে সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে।

আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন।

ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে।

এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একইদিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।

পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত।

পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো—পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

সুত্র: যুগান্তর

02/09/2025

যে কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্স দেখতে যায় না কেন...10 seconds back to back থাকবেই।

কথা কি সত্য!

18/08/2025

দিস ইজ দুবাই।

মুভি টাইম
16/08/2025

মুভি টাইম

ফ্রাইডে ভাইবস
15/08/2025

ফ্রাইডে ভাইবস

শুভ জন্মদিন। যার হাত ধরে এই পেইজের সৃষ্টি, সফলতা সব কিছু, আড়ালে থেকে সব কিছু করে বলে অনেকে জানেন ই না।আগামীর দিনের জন্য ...
09/08/2025

শুভ জন্মদিন।
যার হাত ধরে এই পেইজের সৃষ্টি, সফলতা সব কিছু, আড়ালে থেকে সব কিছু করে বলে অনেকে জানেন ই না।
আগামীর দিনের জন্য অনেক অনেক শুভকামনা।

04/08/2025

এরকম ভাল বউ কয় জনে পায়।
ভাল ত ভাল না।

অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে… যেনো তোমার নিঃশ্বাসেও ব্যথা না লাগে, যেনো ত...
02/08/2025

অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে… যেনো তোমার নিঃশ্বাসেও ব্যথা না লাগে, যেনো তোমার চোখের কোনে কোনোদিন অশ্রু না জমে। আমি আজো ভাবি, কী করে পারলাম আমি তোমারে চাওয়া? আমি তো ছিলাম কেবল এক ভাঙাচোরা গল্পের মানুষ—ভাগ্যের নির্মম পরিহাস, অভাগার মতো তোমারে ছুঁইতে গিয়েও না ছুঁতে পারা এক প্রেতাত্মা।

তোমারে পাওয়ার মতো যোগ্যতা আমার কোনোদিনই ছিলো না। তবু মনটা যে বিশ্বাস করতো, তুমি একদিন আমার হবা। স্বপ্ন দেখতাম—আমার ঘুমহীন রাতগুলোতে, খালি চোখে... আমার নিঃস্ব হৃদয়ের ভিতর আশার প্রদীপ জ্বলতো তোমার নামে।

কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছি আমি—হেরে গেছি সময়ের কাছে, নিয়তির কাছে, হয়তো তোমার চোখে নিজের অযোগ্যতার কাছে। তুমি যারে বেছে নিছো, সে যেনো তোমারে এমনভাবে ভালোবাসে, যেভাবে আমি কল্পনায় তোমারে ভালোবেসেছিলাম… নিঃশেষ হয়ে, নিঃশর্ত হয়ে।

আমি চাই না তুমি কষ্ট পাও… আমি চাই না তুমি কোনোদিন ভালোবাসার অভাবে কাঁদো। যদি কষ্ট পাও, যদি কারো ভালোবাসা তোমার প্রয়োজন মেটাতে না পারে, তাহলেই তুমি হয়তো আমার কথা ভাববা… তখন তুমি শুধু কষ্টই পাবে, নিজেকে অপরাধী ভাববা—এ আমি চাই না।

তুমি জানো? তোমার হাসি না থাকলে, আমার এতগুলো রাতের কান্না, এতটা ত্যাগ, আমার বুক ফুঁড়ে বের হওয়া দীর্ঘশ্বাস—সবকিছুই অর্থহীন হয়ে যাবে। আমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই বলি—তুমি সুখী থাকো, চোখে জল না রাখো, ঠোঁটে হাসি রাখো।

আমি আজো সেই মানুষ, যে তোমার একটা নাম শোনার জন্য দিনভর কান পেতে থাকি, তোমার ছবি দেখে হাজারবার দীর্ঘশ্বাস ফেলি… অথচ জানি, তুমি এখন অন্য কারো পৃথিবী। আর আমি? আমি কেবল এক অভিশপ্ত প্রেমের নামহীন অধ্যায়।

তোমার জন্য আমার দরজাটা চিরকাল খোলা থাকবো না… কারণ আমি জানি, তুমি আর ফিরবা না। শুধু একটাই অনুরোধ—ভালো থেকো। কারণ তুমি ভালো না থাকলে, আমার সব ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে।

✈️ দুবাই নতুন ভিসা কিংবা ভিসা ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সত্যায়ন সেবা আপনি কি সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) য...
27/07/2025

✈️ দুবাই নতুন ভিসা কিংবা ভিসা ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সত্যায়ন সেবা
আপনি কি সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) যেতে চাচ্ছেন কিংবা ট্রান্সফার করতে চাচ্ছেন? 🇦🇪
তাহলে আপনার সার্টিফিকেটগুলো যথাযথভাবে সত্যায়িত করা বাধ্যতামূলক!
আমরা আপনাকে সহায়তা করছি নিচের সকল ধাপে:
🎓 বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট সত্যায়িত
🏛️ শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়িত
🌐 পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়িত
📜 জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অরিজিনাল সার্টিফিকেট উত্তোলন
🛑 গুরুত্বপূর্ণ নোট:
👉 ফেইক বা জাল সার্টিফিকেট নিয়ে কোনো ধরনের কাজ করা হয় না।
আমরা কেবলমাত্র বৈধ, আসল ও সরকার অনুমোদিত কাগজপত্র নিয়েই কাজ করি।
সবকিছু একসাথে, নির্ভরযোগ্য সেবা — সময় ও ঝামেলা ছাড়াই ✅
📞 যোগাযোগ করুন আমাদের হোয়াটসআপ নাম্বারে 01515-680096
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেইজ এ,
ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন

আপনার জাতীয় পরিচয়পত্র বা এড আইডি নিয়ে কোনো সমস্যায় পড়েছেন?নতুন আবেদন থেকে শুরু করে সংশোধন, ডাউনলোড, মোবাইল নম্বর সংযুক্ত...
24/07/2025

আপনার জাতীয় পরিচয়পত্র বা এড আইডি নিয়ে কোনো সমস্যায় পড়েছেন?
নতুন আবেদন থেকে শুরু করে সংশোধন, ডাউনলোড, মোবাইল নম্বর সংযুক্তি বা এলাকা পরিবর্তন — সবকিছুর সমাধান পাচ্ছেন এখন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্যভাবে।
✅ অফিসিয়াল নিয়ম মেনে
✅ ১০০% নিরাপদ প্রক্রিয়ায়
✅ অভিজ্ঞ হ্যান্ডেলিং ও দ্রুত সেবা
💬 বিস্তারিত জানতে ও কাজ করাতে এখনই ইনবক্স/ হোয়াটসআপ করুন 01515-680096
আপনার কাজ হবে নিশ্চিন্তে, ইনশাআল্লাহ।

Address

Krisi Fram Road
Chittagong
4330

Telephone

+8801515680096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Start with Shafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category