চট্টলা সময় টিভি

চট্টলা সময় টিভি চট্টলা সময় টিভি অফিসিয়াল, দেশ এবং প্রবাসের কথা বলি। especially Oman-uae & Bangladesh.

06/06/2025

প্রবাসে তো মা - বাপ নেই, তাই এখানে আসি.....

06/06/2025

যে সমস্ত প্রবাসীরা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারে কুরবানীর পশুর ব্যবস্থা করেছে, বা করবেন আল্লাহ যেন তাদের এই কুরবানী কবুল করে নেন, আমীন।

হে আমাদের সকল প্রবাসী, সবাইকে চট্টলা সময় টিভি ফেসবুক পেইজে, পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদের শ্রম এবং ত্যাগ কখনোই বৃথা যাবে না আল্লাহর দরবারে, কারন প্রবাস থেকে প্রতিটি মিনিট চিন্তা করেছেন পরিবারের জন্য, নিজের যৌবন-জীবন বিসর্জন দিয়ে পরিবারের খুশির জন্য, প্রবাসে পড়ে আছেন বছরকে বছর।

হে প্রবাসী আপনি হচ্ছেন মূলত অমূল্য সম্পদ।
আপনাদের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করি।

চট্টলা সময় টিভি
৬ জুন জুমাবার,২০২৫ ইং,।

06/06/2025

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা আজ ৬ জুন ২০২৫ ইং, ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

05/06/2025

আগামীকাল ৬ জুন জুমাবার ২০২৫ ইং , ওমানে কুরবানীর ঈদ উদযাপন হবে।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।

25/05/2025

ওমানে হাজার হাজার রিয়াল আয় করার সুযোগ!
এত সুযোগ সুবিধা হাত ছাড়া করা যাবে না....

দেশে ২০২৪ জুলাইয়ে, ছাত্ররা কি নির্বাচনের জন্য শহীদ হয়েছে, নাকি সংস্কারের জন্য?উত্তর দিয়ে যান... রাজনৈতিক দলগুলো নির্ব...
24/05/2025

দেশে ২০২৪ জুলাইয়ে, ছাত্ররা কি নির্বাচনের জন্য শহীদ হয়েছে, নাকি সংস্কারের জন্য?
উত্তর দিয়ে যান...

রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচন করে নিজেরা গলা ফাটিয়ে ফেলছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকার তাদের কারনে অতিষ্ঠ হয়ে পড়েছে।
রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার তারা করবে, মানে তারা ক্ষমতায় এসে দেশের সব ক্ষেত্রে তারাই সংস্কার করবে। শুধু দরকার একটা নির্বাচন তা-ও আবার জাতীয় নির্বাচন।
এখন প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে জানে না?
তাদের কি সেই অভিজ্ঞতা নেই?

উত্তর দিয়ে যান আপনি কি চান?

#চট্টলাসময়টিভি

24/05/2025

বর্তমান ওমানের মহামান্য সুলতান হচ্ছেন একজন শ্রম বান্ধব সরকার।
তার বর্তমান আমলে প্রবাসী কর্মী এবং ব্যবসায়ীদের জন্য নতুন নতুন সুবিধা এবং সুযোগগুলো সৃষ্টি হচ্ছে, যাতে প্রবাসী কর্মীদের জন্য মঙ্গল হয়।

Bangladesh voice.
25 January 2025

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে আভ্যন্তরীণ কিংবা বহির্ভূত ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হয়, যেন তিনি চা...
23/05/2025

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে আভ্যন্তরীণ কিংবা বহির্ভূত ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হয়, যেন তিনি চাপে পড়ে নিজেই পদত্যাগ করে। যদি প্রফেসর মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে প্রবাসী সহ দেশের জনগণ অন্ধকারে ডুবে যাবে।

মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক মানের পরিচিত মুখ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ, তিনি একজন বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন। অতএব দেশের মানুষ এবং দেশের উন্নয়নের জন্য তিনি যা করতে পারবেন, বাংলাদেশের ১৭-১৮ কোটি মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। তাই তাকে দেশের স্বার্থে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোন অবস্থাতেই যেন বাংলাদেশের মানুষকে পেলে চলে না যায়। তাকে সময় দেয়া দেশের উন্নয়নের জন্য বেশি জরুরি।

সকল প্রবাসী আওয়াজ তুলুন যাতে, ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে না পারেন। সবাই ড. মুহাম্মদ ইউনূস এর পাশে থাকুন। সকল রেমিট্যান্স যোদ্ধা কমেন্ট করে আওয়াজ তুলুন।

২৩ মে ২০২৫ ইং।
Chattala somoy tv

#চট্টলাসময়টিভি

এই রকম একটা ফ্রেমে আটকানো সবার জীবন,যে জীবনের একটা সময়ে কোন অস্তিত্ব নেই।
22/05/2025

এই রকম একটা ফ্রেমে আটকানো সবার জীবন,
যে জীবনের একটা সময়ে কোন অস্তিত্ব নেই।

21/05/2025

আমিরাত সরকারের মানবিকতা সবসময় উদার মনের।

আরব আমিরাতের পরিচয় ও জাতীয়তা কর্তৃপক্ষ, সুদানী নাগরিকদের বসবাসের অনুমতি এবং প্রবেশের অনুমতির জন্য জরিমানা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষ ব্যাখ্যা করেছে যে, সিদ্ধান্তটি ১৯ মে, ২০২৫ থেকে কার্যকর হবে এবং চলতি বছরের শেষ পর্যন্ত চলবে।
যে সুদানী নাগরিকদের জরিমানা করা হয়েছে তারা তাদের অবস্থা সংশোধন করতে পারে এবং কর্তৃপক্ষের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নবায়নের আবেদন জমা দিতে পারে। কর্তৃপক্ষ ব্যাখ্যা করেছে যে, পদ্ধতিগুলি সহজতর এবং নমনীয় হবে এবং তাদের যে কোনও জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই সিদ্ধান্তটি দেশের বাসিন্দাদের জন্য সামাজিক ও মানবিক স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় প্রচেষ্টাকে সমর্থন করার কাঠামোর মধ্যে এসেছে। এটি করুণা এবং দান করার মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য বিজ্ঞ নেতৃত্বের দৃষ্টিভঙ্গিও মূর্ত করে এবং এটি মানবতা ও শান্তির নীতিগুলিকে উন্নীত করার জন্য সংযুক্ত আরব আমিরাতের মিশনের সত্যিকারের অনুবাদ।

Icp,
Alwatan.
10 may 25
চট্টলা সময় টিভি
21 may 25

17/05/2025

ওমানে ভিসা না লাগিয়ে যারা দেশে চলে যাবে তাদের কি জরিমানা মাফ করা হয়েছে?

#ওমাননিউজ

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when চট্টলা সময় টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চট্টলা সময় টিভি:

Share