AU Newstv.24

AU Newstv.24 News of inland vessels and rivers Vice President, Khulna Divisional Committee, Bangladesh Shipping Workers Federation.

06/12/2024
30/05/2024

যদি নিজেকে ভালো রাখতে চান। কারও নিকট বেশি কিছু প্রত্যাশা করবেন না। এবং কোন ভাল কাজের প্রতিদান চাইবেন না।

22/09/2022

খুলনার ফুলতলায় তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে এনায়েত হোসেন ছোটন (৪৮) কে আটক করেছে পুলিশ।।

18/09/2022

বানীশান্তা যৌনপল্লীর করুন পরিনতি।

পশুরনদীর তীরে মোংলার বানীশান্তা যৌনপল্লীর নরকযাত্রামোংলা পশুরনদীর তীরে বানীশান্তা যৌনপল্লী এখন মাদকের অভয়ারণ্যে পরিনত হয়...
17/09/2022

পশুরনদীর তীরে মোংলার বানীশান্তা যৌনপল্লীর নরকযাত্রা

মোংলা পশুরনদীর তীরে বানীশান্তা যৌনপল্লী এখন মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে।মদ গাঁজা ইয়াবাসহ নানানরকম নেশাদ্রব্যে সয়লাব এখন এই যৌনপল্লীতে। যৌনপল্লীর ভিতরে থাকা বেশিরভাগই যৌনকর্মী এখন ইয়াবা এফেক্টেট।
দিনে যেমন তেমন আর রাত হলে ভয়ংকর রুপ ধারন করে এই যৌনপল্লী,সন্ধা ঘনিয়ে আসলে ভীড় বাড়তে থাকে মাদকসেবীদের।রাত যত গভীর হয় তত জমজমাট হয়ে উঠে মাদকের এই রমরমা ব্যবসা।ফলে মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের যুবসমাজ।
নাম গৌপন রাখার শর্তে যৌনপল্লীর এক মাদকাসক্ত যৌনকর্মী জানায় দিনে অর্ডার রাখা হয় এসব মাদকের আর সন্ধার পর খুব সতর্কার সহিত যৌনপল্লীতে প্রবেশ করে এসব মাদকদ্রব্য।
কথায় কথায় এটাও স্বীকার করে যৌনপল্লীর অধিকাংশ যৌনকর্মী এখন ইয়াবা আসক্ত, চোলাই মদের পাশাপাশি নিয়মিত ইয়াবাও সেবন করে তারা।জানাগেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এখানকার মাদক পাচারকারীরা।

নওয়াপাড়া তালতলায় সড়ক দুর্ঘটনায় নিহত মেয়ের শোকে মায়ের মৃত্যু আজ সকাল ৯ টার দিকে নওয়াপাড়া তালতলা এলাকায় খুলনাগামী রুপসা পর...
10/09/2022

নওয়াপাড়া তালতলায় সড়ক দুর্ঘটনায় নিহত মেয়ের শোকে মায়ের মৃত্যু

আজ সকাল ৯ টার দিকে নওয়াপাড়া তালতলা এলাকায় খুলনাগামী রুপসা পরিবহনের নিচে পিষ্ট হয়ে আয়েশা বেগম(২৫) একজন মহিলা নিহত হয়েছে। নিহত আয়েশা বিভাগদী গ্রামের ইমরান মোল্লার স্ত্রী।
নিহত আয়েশা তার মায়ের বাড়ী থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় ঘাতক বাসটি তার প্রান কেড়ে নেয়। দুপুরে নিহত মেয়ের লাশ দাপন করার কিছু সময় পরে নিহত আয়েশার মা মেয়ের শোক সইতে না পরে তিনিও মৃত্যুবরন করেন।
আকস্মিক এই মৃত্যুতে বিভাগদী গ্রামে ইমরান মোল্লার বাড়ীতে চলছে শোকের মাতম।

সর্বনিম্ন ২০ হাজার টাকার দাবীতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরাসর্বনিম্ন ২০ হাজার টাকা মুজুরীর দাবীতে বাংলাদেশ নৌয...
04/09/2022

সর্বনিম্ন ২০ হাজার টাকার দাবীতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা

সর্বনিম্ন ২০ হাজার টাকা মুজুরীর দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির ডাকে আজ খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকেরা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক বাহারুল ইসলাম বাহার ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এসময় শ্রমিক নেতা বাহারুল ইসলাম বাহার বলেন চলতি মাসের প্রথমদিকে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা সহ ১০ দপা মেনে না নিলে কঠিন আন্দোলন ঘোষনা করা হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি খুলনা ৪ নং ঘাটে এসে শেষ হয়।

মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে মোংলার বানীশান্তা যৌনপল্লীমোংলা পশুরনদীর তীরে বানীশান্তা যৌনপল্লী এখন মাদকের অভয়ারণ্যে পরিন...
02/09/2022

মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে মোংলার বানীশান্তা যৌনপল্লী

মোংলা পশুরনদীর তীরে বানীশান্তা যৌনপল্লী এখন মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে।মদ গাঁজা ইয়াবাসহ নানানরকম নেশাদ্রব্যে সয়লাব এখন এই যৌনপল্লীতে।
দিনে যেমন তেমন আর রাত হলে ভয়ংকর রুপ ধারন করে এই যৌনপল্লী,সন্ধা ঘনিয়ে আসলে ভীড় বাড়তে থাকে মাদকসেবীদের।রাত যত গভীর হয় তত জমজমাট হয়ে উঠে মাদকের এই রমরমা ব্যবসা।ফলে মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের যুবসমাজ।
নাম গৌপন রাখার শর্তে যৌনপল্লীর এক মাদকাসক্ত যৌনকর্মী জানায় দিনে অর্ডার রাখা হয় এসব মাদকের আর সন্ধার পর খুব সতর্কার সহিত যৌনপল্লীতে প্রবেশ করে এসব মাদকদ্রব্য।
কথায় কথায় এটাও স্বীকার করে যৌনপল্লীর অধিকাংশ যৌনকর্মী এখন ইয়াবা আসক্ত, চোলাই মদের পাশাপাশি নিয়মিত ইয়াবাও সেবন করে তারা।জানাগেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এখানকার মাদক পাচারকারীরা।
ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারও হয়েছে কয়েকজন, অভিযান অব্যাহত রয়েছে।

মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে মোংলার বানিশান্তা এলাকায়।প্রশাসনিক তৎপরতায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে এপর্যন্ত গ্র...
25/08/2022

মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে মোংলার বানিশান্তা এলাকায়।

প্রশাসনিক তৎপরতায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে এপর্যন্ত গ্রেপ্তার হয়েছে অনেকজন।এরই মধ্যে গত কয়েকদিনের অভিযান ছিলো প্রশংসনীয়।
মোংলা পশুরনদীর তীরে গড়ে উঠা বানীশান্তা যৌনপল্লীতে অবাধে চলত মাদকদ্রব্যের রমরমা ব্যবসা,তবে কয়েকমাসের অভিযানে অনেকটা বন্ধ রয়েছে যৌনপল্লীর এই মাদকসেবীদের পদচারণ।
তবে বিশেষ সুত্রে জানাগেছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখনো যৌনপল্লীর কয়েকটি বাড়িতে নিরবে চলছে এই মাদকের ব্যবসা,আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তাতক্ষনিক সরিয়ে ফেলা হয় মাদকের সকল উপকরণ।
চোলাইমদ গাজা ইয়াবা সহ অনেকরকম নেশাদ্রব্য রাতের অন্ধকারে প্রবেশ করে এই এলাকায়,আর এসব সেবন করে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ।
শুধু রাত নয় সুযোগ পেলে দিনের বেলাতে চলে এসব মাকদের ব্যবসা।

গার্ডার পড়ে কার দুর্ঘটনায় বেচেঁ আছে দুই নবদম্পতি মাত্র ২ দিন আগেই বিয়ে করেছিলেন হৃদয় (২৫) ও রিয়া মনির (২১)। আজ সোমবার (১...
15/08/2022

গার্ডার পড়ে কার দুর্ঘটনায় বেচেঁ আছে দুই নবদম্পতি

মাত্র ২ দিন আগেই বিয়ে করেছিলেন হৃদয় (২৫) ও রিয়া মনির (২১)। আজ সোমবার (১৫ আগস্ট) স্বজনেরা নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। প্রাইভেটকারে সেসময় সর্বমোট ৭ জন আরোহী ছিলেন বলে জানায় স্বজনরা। তারা হলেন- হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

তবে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া। নব দম্পতিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা সোমবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান থানার কাওলা আফিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। আর কনে রিয়া মনির বাড়ি আশুলিয়ার খেজুরবাগানে আসরাফউদ্দিন চেয়ারম্যান বাড়ি এলাকায়

দুর্ঘটনায় আহত হৃদয়ের চাচাতো ভাই রাকিব (১৯) বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। কিন্তু এতো সময় পরও গাড়ি থেকে মরদেহগুলো বের করতে পারেননি উদ্ধারকারীরা। ভেতরে যদি কেউ বেঁচে থেকেও থাকেন তাহলে এতোক্ষণে মারা গেছেন। রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার কীভাবে এভাবে অব্যবস্থাপনার মধ্যে কাজ করছে? আমরা কার কাছে বিচার দিব! আমাদের অন্তত লাশগুলো বের করে দিক। কিন্তু এখানে তো কোনো উন্নত যন্ত্রপাতি নেই।’

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে স্বজনেরা আসছেন। তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা লিভার দিয়ে গার্ডার উঁচুর করে তুলে গাড়ি বের করার চেষ্টা করছেন। তবে দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায়ও গার্ডার সরেনি। এখন ক্রেন আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রচণ্ড ঢেউয়ে মেঘনায় ডুবেগেলো পাথর বোঝাই বাল্কহেড বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে ৩২০ টন...
14/08/2022

প্রচণ্ড ঢেউয়ে মেঘনায় ডুবেগেলো পাথর বোঝাই বাল্কহেড

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে ৩২০ টন পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। রবিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল। তিনি জানান, পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি। বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছলে ডুবে যায়। তবে বাল্কহেডের চারজন চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

14/08/2022

২৪ ঘণ্টার আগেই শেষ হচ্ছে দিন! এমন ঘটনাকে কেয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করেছেন বিশিষ্ট আলেমরা !

Address


Telephone

+8801743840014

Website

Alerts

Be the first to know and let us send you an email when AU Newstv.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AU Newstv.24:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share