Something fishy

Something fishy Authentic News Network
Bollywood /Hollywood/sports /politics & many more✍️
(1)

A random বিয়ে বাড়ি গেইট ব্রাক্ষণবাড়িয়া 🙂
14/06/2025

A random বিয়ে বাড়ি গেইট ব্রাক্ষণবাড়িয়া 🙂

রিয়েল হিরোইন🙏
14/06/2025

রিয়েল হিরোইন🙏

মে ২০২৫ পর্যন্ত ক্যাটরিনা কাইফ আনুষ্ঠানিকভাবে তার নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি। তবে কিছু গুজব ও ইন্ডাস্ট্রি সূত্র অনুযা...
05/05/2025

মে ২০২৫ পর্যন্ত ক্যাটরিনা কাইফ আনুষ্ঠানিকভাবে তার নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি। তবে কিছু গুজব ও ইন্ডাস্ট্রি সূত্র অনুযায়ী, তিনি কয়েকটি প্রজেক্টের প্রাথমিক আলোচনায় রয়েছেন। নিচে সম্ভাব্য কয়েকটি আসন্ন কাজের তথ্য দেওয়া হলো:

1. টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি: টাইগার ৪ নিয়ে কিছু গুজব আছে, যেখানে সালমান খানের সঙ্গে ক্যাটরিনার আবার জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এটি নিশ্চিত নয়।

2. একটি দক্ষিণী পরিচালক পরিচালিত নতুন থ্রিলার ফিল্ম: শোনা যাচ্ছে ক্যাটরিনা দক্ষিণ ভারতের একজন বিখ্যাত পরিচালকের সাথে একটি থ্রিলার সিনেমায় অভিনয় করতে পারেন, তবে প্রজেক্টটি এখনো ঘোষণার পর্যায়ে আসেনি।

3. OTT প্রজেক্ট: ক্যাটরিনার একটি ওটিটি প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে, যা হয়তো অ্যাকশন-থ্রিলার ঘরানার হতে পারে।

শাহরুখ খানের "Lionheart" টিজার রিলিজ – ভাইরাল ইন্টারনেটজুড়েবলিউডের বাদশা শাহরুখ খান তার বহুল প্রতীক্ষিত পরবর্তী সিনেমা "...
04/05/2025

শাহরুখ খানের "Lionheart" টিজার রিলিজ – ভাইরাল ইন্টারনেটজুড়ে

বলিউডের বাদশা শাহরুখ খান তার বহুল প্রতীক্ষিত পরবর্তী সিনেমা "Lionheart"–এর টিজার আজ সকালে রিলিজ করেছেন। মাত্র ১ মিনিট ৩৫ সেকেন্ডের এই টিজারটি ইতিমধ্যেই ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে।

টিজারে শাহরুখ খানকে একদম নতুন লুকে দেখা গেছে—চুলে সল্ট অ্যান্ড পেপার লুক, চোখে দৃঢ়তা, এবং শরীরে মিলিটারি কস্টিউম। সিনেমার কনসেপ্টটি দেশপ্রেম, প্রতিশোধ এবং আত্মত্যাগের উপর ভিত্তি করে নির্মিত বলে মনে হচ্ছে।

পরিচালনা করেছেন: রাজকুমার হিরানি
প্রধান ভূমিকায়: শাহরুখ খান, কিয়ারা আদভানি, এবং বিজয় সেতুপতি
মিউজিক: এ আর রহমান
রিলিজ ডেট (প্রস্তাবিত): ১৫ আগস্ট, ২০২৫ (স্বাধীনতা দিবস উপলক্ষে)

শাহরুখ টিজার শেয়ার করে লিখেছেন:

> “Courage is not the absence of fear, but the triumph over it. Presenting – a story of one man who dared to stand alone.”

ভক্তদের প্রতিক্রিয়া:

“SRK is back with a bang! Goosebumps guaranteed!”

“This is the Shah Rukh we missed. Intense and powerful.”

সিনেমাটিকে ইতিমধ্যে অনেকে "Pathaan" এবং "Jawan"-এর থেকেও বড় রিটার্ন হিসেবে দেখছেন।

ভূতের গল্প "শেষ ট্রেন"রাত তখন সাড়ে দশটা। কামরার ভেতর ঠান্ডা হাওয়া ঢুকছে জানালা ফুঁড়ে। শিয়ালদহ স্টেশন ছেড়ে 'শেষ ট্রেন'টা...
03/05/2025

ভূতের গল্প

"শেষ ট্রেন"

রাত তখন সাড়ে দশটা। কামরার ভেতর ঠান্ডা হাওয়া ঢুকছে জানালা ফুঁড়ে। শিয়ালদহ স্টেশন ছেড়ে 'শেষ ট্রেন'টা ছুটছে নাম না-জানা এক মফস্বলের দিকে।

চুপচাপ বসে ছিল মায়া, ব্যাগটা আঁকড়ে। হঠাৎ তার পাশের সিটে এক বয়স্ক মহিলা এসে বসলেন। সাদা শাড়ি, ম্লান হাসি, আর হাতে এক পুরোনো ঝোলা ব্যাগ।

মায়া ভদ্রমহিলার দিকে তাকিয়ে হালকা হাসল। মহিলা বললেন,
“এই ট্রেনটা সব সময় সময়মতোই চলে। আমি প্রতি রাতেই যাই।"

কথা বলতে বলতে ট্রেন ঢুকে পড়ল একটা অন্ধকার টানেলে। আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য।

আলো ফিরতেই মায়া দেখল—সিটটা ফাঁকা।
ভদ্রমহিলার চিহ্নমাত্র নেই।
কেবল ঝোলা ব্যাগটা পড়ে আছে, আর তার ভেতর থেকে... একটা পুরনো মৃত্যুসংবাদ কাটা কাগজ—তারিখ: আজ থেকে ২০ বছর আগের।

আলিয়া ভাট ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড Gucci-এর প্রত...
03/05/2025

আলিয়া ভাট ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড Gucci-এর প্রতিনিধিত্বও করবেন।।

16/07/2024

"Children Of Darkwood House " Movie Explained In Bangla।। Horror/Triller।।

11/07/2024

"Gang" Movie Explained In Bangla।।

02/04/2024
28/03/2024

শাকিবের সঙ্গে 'চেঙ্গিজ'-এর জিতের হুবহু মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি!

28/03/2024

চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া!প্রথমবার মুখ খুললেন ‘রানি রাসমনি’, মনের মানুষটি কে?

13/11/2023

ADRIFT(2018)।Movie explained in Bangla।True incident।
Tapoti Chowdhury

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Something fishy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Something fishy:

Share