16/02/2025
🔴তিন মনীষার দীর্ঘ আলাপ : সাংস্কৃতিক রাজনীতির অন্দরমহল কিংবা বিতন্ডার নানা উপাত্ত ...
বাংলাদেশের তিনজন মনীষার সাথে দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে এ গ্রন্থ। শিল্পী মুর্তজা বশীর, কবি আল মাহমুদ এবং চিন্তক ও শিক্ষক এবনে গোলাম সামাদের সাথে দীর্ঘ এসব আলাপচারিতায় রয়েছে চমকপ্রদ নানান জানা-অজানা তথ্য।বাংলাদেশে সাংস্কৃতিক রাজনীতির নানা গোপন কথা। রয়েছে তুমুল বিতর্কের নানা উপাত্ত ।
---------------------------------------
১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) মেলায় পাওয়া যাবে, জানিয়েছেন প্রকাশক...
---------------------------------------
✔️বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর। কৈশোরেই মার্কসবাদে দীক্ষিত হয়ে খ্যাতির শীর্ষে এসে নিবিষ্ট হয়েছেন বিশ্বাসের পবিত্র শ্লোকে। আলোচিত কালেমায়ে তায়্যৈবার ক্যালিওগ্রাফিসহ মুসলিম সমাজকে ফুটিয়ে তুলেছেন শিল্পের বৈভবে।
সাক্ষাৎকারে এ কীর্তিমান শিল্পীর দিকে উত্থিত প্রশ্ন ও অভিযোগের জবাব দিয়েছেন।
✔️বাঙলা ভাষার জনপ্রিয় কীর্তিমান কবি আল মাহমুদ।
২০০৫ সালের ১৮ আগস্ট চট্টগ্রামে পালিত হয় কবির সত্তরতম জন্মদিন। এ সময় চট্টগ্রামের তরুণ সাহিত্যকর্মীদের সাথে কেটেছে দীর্ঘ সময়- আল মাহমুদের সঙ্গে বিরোধ, বিতণ্ডা, ঝগড়া এবং সর্বোপরি খোশগল্পে মেতেছিলেন তাঁরা।
✔️একজন দূরদর্শী দার্শনিক এবনে গোলাম সামাদ। বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের সন্ধান ও নির্মাণে তিনি আত্মপ্রত্যয়ী। প্রখর যুক্তিবোধ, নির্মোহ পর্যবেক্ষণ এবং আশ্চর্য বিশ্লেষণী ক্ষমতার অধিকারী এ প্রাজ্ঞ-মনীষা তাঁর পূর্বতন দর্শন ঝেড়ে ফেলে আগ্রহী হয়েছেন দেশ, জাতি, বই ও শেকড়মুখী জীবনবোধে।
কথোপকথনে উঠে এসেছে এ তিন মনীষার চিন্তার নানা ডালপালা; যা একযোগে মিলেছে বাংলাদেশ ও বাঙালির সাংস্কৃতিক-সামাজিক ঐক্যের অভিযোজনায়।
প্রচ্ছদ করেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ । প্রকাশনায়: চন্দ্রবিন্দু
কবি আল মাহমুদ
অমর একুশে বইমেলা - চট্টগ্রাম
এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্র
@শিল্পী_মুর্তজা_বশির
পুবাকাশ ডটকম
পুবাকাশ
মঈন ফারুক
চন্দ্রবিন্দু বইকেন্দ্র
চন্দ্রবিন্দু