21/11/2025
ভুমিকম্পে ১১ জন নিহত এখন পর্যন্ত। বংশালে ৩, মুগদায় ১, নারায়নগঞ্জে ২, নরসিংদিতে ৫ জন।
ইন্টারেস্টিংলি : যারা বিল্ডিংয়ে ছিলো কেউ মারা যায় নি। ৩ টে ঘটনায় যে ৬ জন মারা গিয়েছেন, সবাই রাস্তায়। পাশের বিল্ডিং ভেঙ্গে তাদের মাথায় পড়েছে।
প্রচন্ড ভুমিকম্প আরম্ভ হলে দৌড়ে নিচে নামার অর্থ নেই। যদি না অলরেডি নিচ তলায় থাকেন এবং ৫ সেকেন্ডের মাঝে বেরিয়ে যেতে পারেন।
বিল্ডিং ভেঙ্গে পড়তে থাকলে আপনি থাকবেন সিড়িতে।
উত্তম হলো বারান্দায় চলে যাওয়া। ভেঙ্গে পড়তে থাকলে বিল্ডিং নিচের দিকে দুমড়াতে থাকবে এবং বারান্দা থেকে আপনি হয়তো ছিটকে সাইডে পড়ার আশা করতে পারেন। বা পরে এসে সাইড থেকে আপনাকে উদ্ধার করতে পারবে।
এগুলো আমার উর্বর মস্তিষ্কের চিন্তা না। বরং বিদেশি এক্সপার্টদের রিকমান্ডেসন ১০-২০ বছর আগের। যখন অনেক ভুমিকম্প হচ্ছিলো তখনকার রেজাল্ট দেখে।