01/10/2025
সভা আহবান
************************
সম্মানিত সুধী,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল ২রা অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার,বিকাল ৩.০০ ঘটিকায়,সম্মিলিত প্রবারণা পুর্ণিমা উদযাপন পরিষদ '২৫ এর সর্বশেষ প্রস্তুতি মুলক সভার আহবান করা হয়েছে। উক্ত সভায় উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠন সমুহের প্রতিনিধিদের (কমপক্ষে ৫ জন সদস্য প্রতিটি সংগঠন থেকে) উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
স্থান: ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন,প্রেস ক্লাব ভবন (নীচ তলা), জামালখান, চট্টগ্রাম।
আলোচ্য বিষয় :
১) আসন্ন প্রবারণা পুর্ণিমা ২০২৫ উদযাপন প্রস্তুতি বিষয়ক আলোচনা।
২)বিবিধ
(বি: দ্র:-উক্ত দিনে স্বেচ্ছাসেবক কার্ড ও প্রবারণার উপহার বিতরণ করা হবে)
নিবেদক-
রিটন কুমার বড়ুয়া, সভাপতি
অমরেশ বড়ুয়া চৌধুরী, সাধারণ সম্পাদক
ট্রাষ্টি রুবেল বড়ুয়া, প্রধান সমন্বয়কারী
উদযাপন পরিষদ '২৫