
07/07/2023
❝আস্তাগফিরুল্লাহ❞ বললে গুনাহ ক্ষমা করা হলেও এই গুনাহের কথা খাতায় লেখা থাকে। অর্থাৎ এর রেশ থেকে যায়। ঠিক যেন What's app বা Messenger এর মেসেজ ডিলিট করার মত। মেসেজ দেখা না গেলেও লেখা থাকে "you unsent a message"
অপরদিকে ❝আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুয়ুন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি❞ হচ্ছে এমন ইস্তিগফার যার মাধ্যমে গোনাহ কেবল ক্ষমাই করা হয়না বরং তা আমল নামা থেকে মুছেই ফেলা হয়। ঠিক যেন Telegram এর মেসেজের মত। উভয় সাইড থেকে এমনভাবে ডিলিট করার অপশন আছে যেন এখানে কোনো মেসেজই ছিলোনা।