Me Bro

Me Bro Just For Fun...

এই যু,দ্ধে ব্যালি'স্টিক মিসা'ইল নিয়ে অনেক কথা হচ্ছে। কথা হলো ইরান এবং ইসরায়েলের মাঝখানে ইরাক এবং জর্ডান আছে। তাদের আকাশ...
17/06/2025

এই যু,দ্ধে ব্যালি'স্টিক মিসা'ইল নিয়ে অনেক কথা হচ্ছে। কথা হলো ইরান এবং ইসরায়েলের মাঝখানে ইরাক এবং জর্ডান আছে। তাদের আকাশ সীমার মধ‍্য দিয়ে এই মিসাইলগুলো ছোড়া হয়?

উত্তর হলো না।

কোন দেশের আকাশ সীমা হলো ভূমি থেকে ২২ কিমি। এই সীমার মধ্যে অন্য কোনো দেশ অনুমতি ছাড়া বিমান বা যান্ত্রিক বস্তু পাঠাতে পারে না। এটি সেই দেশের সার্বভৌমত্বের অংশ। তবে সাধারন যাত্রীবাহী বিমান ১০ কিমি উচ্চতায় চলে।

কিন্তু প্রশ্ন হচ্ছে—
👉 ব্যালিস্টি'ক মিসা'ইলগুলো তাহলে কিভাবে যায়?

ব্যালি'স্টিক মিসা'ইলের তিনটি ধাপ থাকে:

1️⃣ Boost Phase: মিসাই'লটি উৎক্ষেপণের পর নিজ দেশের আকাশসীমা দিয়ে মহাকাশে উঠে যায়।

2️⃣ Midcourse Phase: এটি পৃথিবীর বাইরে মহাকাশে ভ্রমণ করে, যেখানে কোনো দেশের সার্বভৌমত্ব নেই।

3️⃣ Terminal Phase: মিসাইলটি যখন পৃথিবীতে ফিরে আসে, তখন এটি টার্গেট দেশের আকাশসীমা লঙ্ঘন করে আঘা'ত হানে।

⚠️ অর্থাৎ, ইরা'ন যদি কোন ব্যালিস্টিক মিসাইল ছোড়ে সেটি সোজা উপরে উঠে যায়। এরপর মহাকাশ দিয়ে ইস'রায়েল বরাবর গিয়ে সোজা নিচে পড়ে।

এবার একটু কম্পেয়ার করা যাক।

প্লেন ওড়ে ১০ কিমি উপড় দিয়ে। আমাদের বায়ুমন্ডল প্রায় ১০০ কিমি। ইন্টারন‍্যাশনাল স্পেস স্টেশন আছে ৪০০ কিমি উপড়ে। আর মিসাইলগুলো ৩০০-৬০০ কিমি উচ্চতা দিয়ে গিয়ে হামলা করে। কিছু কিছু মিসাইল ২ হাজার কিমি পর্যন্ত উপরে উঠতে পারে যা স‍্যাটেলাইটের উচ্চতার কাছাকাছি।

একটা মিড রেঞ্জের মিসাইলে ৫০০-১৫০০ কেজি বিস্ফোরক থাকে।

এবারের যু'দ্ধে ইরা'ন হাইপারসনিক মিসাইল ইউজ করছে।

হাইপার সনিক মিসা'ইল কত স্পীডে চলে?

নরমাল একটা যাত্রীবাহী প্লেনের গতি ১ হাজার কিমি। যা শব্দের গতির চেয়ে কিছু কম।

আর একটা হাইপারসনিক মি'সাইল চলে ৬ হাজার কিমি স্পীডে। যা শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি।

মানে দুই জন মানুষ যদি দুইটা পাহাড়ে দাঁড়ায়। একজন জোরে একটা চিৎকার দিলে দ্বিতীয় ব‍্যক্তিটি সেই চিৎকার শোনার ৫গুণ আগেই মি'সাইল গিয়ে আ'ঘাত করবে।

এতো গতি থাকায় ইস'রায়েলের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব‍্যবস্থা সেগুলোকে ধ্বংস করতে পারে না।

এবার আসি আয়রন ডোম কি?
আয়রন ডোম হলো এমন এক ধরনের বিস্ফোর'কবাহী যন্ত্র যেটি নিজে নিজে ডিসিশন নিয়ে কাজ করে। যদি প্রতিপক্ষের মি'সাইল কোন খালি জায়গায় আঘাত করে তাহলে আয়রন ডোম কাজ করে না।

আর যদি জনবহুল জায়গায় আঘাত করার সম্ভাবনা থাকে তাহলে নিজে নিজে আকাশে উড়ে মিসা'ইলের কাছে গিয়ে নিজে বিস্ফোরন হয়। তখন প্রতিপক্ষের মিসা'ইলও ধ্বংস হয়ে যায়।

তবে হাই'পারসনিক মিসা'ইলের গতি বেশি হওয়ায় সেটিকে ডিটেক্ট করতে পারে না।

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
12/06/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

লেখা : সংগৃহীত

যখন ছোট ছিলাম, আসল ছবি কমেন্টে!
22/05/2025

যখন ছোট ছিলাম, আসল ছবি কমেন্টে!

বোরের কক্ষপথে ইলেক্ট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে।☺️
27/04/2025

বোরের কক্ষপথে ইলেক্ট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে।☺️

খাও মেধা বাড়বে 🥱
26/04/2025

খাও মেধা বাড়বে 🥱

যদি মেয়েরা টেকনিশিয়ান হতো!🎀🙂
26/04/2025

যদি মেয়েরা টেকনিশিয়ান হতো!🎀🙂

বিসিবি ফারুক ১২০ কোটি টাকা মেরে দিল আর এদিকে আমি ডাল ভাত খাচ্ছি......
26/04/2025

বিসিবি ফারুক ১২০ কোটি টাকা মেরে দিল আর এদিকে আমি ডাল ভাত খাচ্ছি......

15/04/2025

Love those people who are highly aware of their worth but highly humble too and never look down on anyone.

Address

Chittagong

Telephone

+8801836241499

Website

Alerts

Be the first to know and let us send you an email when Me Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Me Bro:

Share