
17/06/2025
এই যু,দ্ধে ব্যালি'স্টিক মিসা'ইল নিয়ে অনেক কথা হচ্ছে। কথা হলো ইরান এবং ইসরায়েলের মাঝখানে ইরাক এবং জর্ডান আছে। তাদের আকাশ সীমার মধ্য দিয়ে এই মিসাইলগুলো ছোড়া হয়?
উত্তর হলো না।
কোন দেশের আকাশ সীমা হলো ভূমি থেকে ২২ কিমি। এই সীমার মধ্যে অন্য কোনো দেশ অনুমতি ছাড়া বিমান বা যান্ত্রিক বস্তু পাঠাতে পারে না। এটি সেই দেশের সার্বভৌমত্বের অংশ। তবে সাধারন যাত্রীবাহী বিমান ১০ কিমি উচ্চতায় চলে।
কিন্তু প্রশ্ন হচ্ছে—
👉 ব্যালিস্টি'ক মিসা'ইলগুলো তাহলে কিভাবে যায়?
ব্যালি'স্টিক মিসা'ইলের তিনটি ধাপ থাকে:
1️⃣ Boost Phase: মিসাই'লটি উৎক্ষেপণের পর নিজ দেশের আকাশসীমা দিয়ে মহাকাশে উঠে যায়।
2️⃣ Midcourse Phase: এটি পৃথিবীর বাইরে মহাকাশে ভ্রমণ করে, যেখানে কোনো দেশের সার্বভৌমত্ব নেই।
3️⃣ Terminal Phase: মিসাইলটি যখন পৃথিবীতে ফিরে আসে, তখন এটি টার্গেট দেশের আকাশসীমা লঙ্ঘন করে আঘা'ত হানে।
⚠️ অর্থাৎ, ইরা'ন যদি কোন ব্যালিস্টিক মিসাইল ছোড়ে সেটি সোজা উপরে উঠে যায়। এরপর মহাকাশ দিয়ে ইস'রায়েল বরাবর গিয়ে সোজা নিচে পড়ে।
এবার একটু কম্পেয়ার করা যাক।
প্লেন ওড়ে ১০ কিমি উপড় দিয়ে। আমাদের বায়ুমন্ডল প্রায় ১০০ কিমি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে ৪০০ কিমি উপড়ে। আর মিসাইলগুলো ৩০০-৬০০ কিমি উচ্চতা দিয়ে গিয়ে হামলা করে। কিছু কিছু মিসাইল ২ হাজার কিমি পর্যন্ত উপরে উঠতে পারে যা স্যাটেলাইটের উচ্চতার কাছাকাছি।
একটা মিড রেঞ্জের মিসাইলে ৫০০-১৫০০ কেজি বিস্ফোরক থাকে।
এবারের যু'দ্ধে ইরা'ন হাইপারসনিক মিসাইল ইউজ করছে।
হাইপার সনিক মিসা'ইল কত স্পীডে চলে?
নরমাল একটা যাত্রীবাহী প্লেনের গতি ১ হাজার কিমি। যা শব্দের গতির চেয়ে কিছু কম।
আর একটা হাইপারসনিক মি'সাইল চলে ৬ হাজার কিমি স্পীডে। যা শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি।
মানে দুই জন মানুষ যদি দুইটা পাহাড়ে দাঁড়ায়। একজন জোরে একটা চিৎকার দিলে দ্বিতীয় ব্যক্তিটি সেই চিৎকার শোনার ৫গুণ আগেই মি'সাইল গিয়ে আ'ঘাত করবে।
এতো গতি থাকায় ইস'রায়েলের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করতে পারে না।
এবার আসি আয়রন ডোম কি?
আয়রন ডোম হলো এমন এক ধরনের বিস্ফোর'কবাহী যন্ত্র যেটি নিজে নিজে ডিসিশন নিয়ে কাজ করে। যদি প্রতিপক্ষের মি'সাইল কোন খালি জায়গায় আঘাত করে তাহলে আয়রন ডোম কাজ করে না।
আর যদি জনবহুল জায়গায় আঘাত করার সম্ভাবনা থাকে তাহলে নিজে নিজে আকাশে উড়ে মিসা'ইলের কাছে গিয়ে নিজে বিস্ফোরন হয়। তখন প্রতিপক্ষের মিসা'ইলও ধ্বংস হয়ে যায়।
তবে হাই'পারসনিক মিসা'ইলের গতি বেশি হওয়ায় সেটিকে ডিটেক্ট করতে পারে না।