08/07/2025
দীর্ঘ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরছেন,,বাসার সবাই অনেক খুশি ছিল,কিন্তু আমি মোটে ও খুশি ছিলাম না....🤦♀️
বিয়ের ৩ মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখেপ্রবাসে পারি জমায়। আজ ঠিক ৫ বছর পর দেশে ফিরলেন। বাসার সবাই অনেক খুশি, কি থেকে কি করবে সবাই ভেবে পাচ্ছে না। কিন্তু আমি কোন ভাবেই খুশি হতে পাচ্ছি না।আর কারণ টা যানতে চাইলে অবশ্যই পুরো গল্প টা পরতে হবে।
স্বামী আমার ঘরে এসেই জিজ্ঞেস করছে কি বেপার তোমার কি মন খারাপ?কেউ কি তোমাকে কিছু বলেছে?আমাকে বল আমি দেখছি বেপার টা🙄তখন আমি তাকে কিছু না বলেই বললাম আপনি রেস্ট করেন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই বলেই আমি পানি আনতে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমার পায়ে কিছু টা ব্যাথা থাকায় আমি খুড়িয়ে খুড়িয়ে হাটছিলাম। আমার হাটা আমার স্বামী লক্ষ্য করেন। তখন আমার স্বামী আমার কাছে জিজ্ঞেস করে আমার পায়ে কি হয়েছে?আমি কেন এইভাবে হাটছি? আমি তখন তাকে বললাম কিছু টা ব্যাথা পেয়েছি ঠিক হয়ে যাবে।আমি আপনার জন্য পানি নিয়ে আসছি আপনি রেস্ট করেন।তখন আমার স্বামী বললেন তাহলে ঠিক আছে আমি দুই,তিন ঘন্টা ঘুমিয়ে নেই তারপর তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। আজ আমরা অনেক ঘুরবো। তুমি আমার পাঠানো শাড়ি গহনা পরে রেডি থেকে কেমন? এই বলে আমার স্বামী ঘুমাতে চলে গেল।আর আমি চলে গেলাম আমার কাজে।
ঠিক আমার স্বামী তিন ঘন্টা পর ঘুম থেকে উঠে গেলেন।
আর তখন আমাকে ডাকাডাকি করতে থাকলন।আমি রুমে আসতেই জিজ্ঞেস করলেন আমি এখনো রেডি হইনি কেন?তার পছন্দের নীল শাড়ি কেন পরি নি? আমি কিছু টা অবাক হয়ে তাকে বললাম আমার মাএ ২-৩ টা শাড়ি আর ২-৩ জামা কাপড় আছে আর সেগুলো বাইরে পরে যাওয়া মত না।তখন আমার কথা শুনে আমার স্বামী হাসতে থাকল, আর বলল দুষ্ট বউ আমার, দুষ্টুমি বন্ধ করে যাও তো রেডি হয়ে আসো।
আমার দেওয়া নীল শাড়ি টা পরবে আর গত মাসে যে গয়না টা বানিয়েছো সেটা পরবে? তখন আমি কিছু টা বিরক্ত হয়ে বললাম আমি সত্যি বলছি আমার হাতে গোনা দুই,তিন টা কাপড় ছাড়া কিছুই নেই আর সেইগুলা খুব নোংড়া হয়ে গিয়েছে।আমার কথা শুনে মনে হলো আমার স্বামী আকাশ থেকে পরল। তখন আমাকে সে জিজ্ঞেস করতে থাকল কিভাবে সম্ভব এইগুলো? সে না কি আমার জন্য প্রতি মাসে তার মায়ের কাছে টাকা পাঠিয়ে দেয় এমন কি তার পছন্দের শাড়ি থ্রিপিছ অনলাইন থেকে কিনে পাঠিয়ে দেয় এবং আমার হাত খরচের জন্য প্রতিমাসে ২০০০ টাকা পাঠানো হয়। গতমাসেই সে না কি আমার জন্য এক লক্ষ্য টাকা পাঠিয়েছেন গয়না বানানো জন্য।এবং তার মা ও না কি বলেছেন গয়না বানানো হয়ে গিয়েছে। তাহলে আমি কেন এইসব কথা আগে বলিনি ফোনে? তখন আমি তাকে বললাম আমাকে এইসব কথা না জিজ্ঞেস করে আপনি আপনার মা আর বোন কে জিজ্ঞেস করেন?তারাই আপনাকে সঠিক উত্তর দিতে পারবে, আমি না🤦♀️
তখন আমার স্বামী জোরে জোরে চিতকার করে তার মা,বোন কে ডাকতে থাকে। কিছুক্ষুনের মধ্যে তারা রুমে এসে হাজির হয়। আমার শাশুড়ী রুমে আসার সাথে সাথে আমার স্বামী কে জিজ্ঞেস করে কি হয়েছে? তোর বউ কি তোর সাথে খারাপ আচরণ করেছে?আগেই আমি জানতাম এই মেয়ে ভালো না। তখন শাশুড়ীর সাথে তাল মিলিয়ে ননদ ও বলে উঠলেন এই মেয়ে কে এখনি বাসা থেকে বের করে দাওয়া উচিত। তাদের কথা শুনে আমার স্বামী অনেক রেগে গেলেন।তার রাগ দেখে বাসার সবাই ভয় পেয়ে গেলেন।
তখন আমার স্বামী তাদের সাথে রেগে জিজ্ঞেস করলেন,
আমার জন্য পাঠানো শাড়ি কাপড় গয়না কোথায় আমার জন্য পাঠানো হাত খরচের টাকা কোথায়?তার কথা শুনে আমার শাশুড়ী ননদ চুপ হয়ে গেলেন। কি বলবে হয় তো ভেবে পাচ্ছে না। তখন আমি মুখ খুললাম😴আর বললাম তাদের জিজ্ঞেস করে কোন লাভ হবে না।আমি বলছি আপনাকে, আপনার পাঠানো সব কাপর চুপুর আপনার মা আর বোন পরে ঘুরে বেরায় আমার হাত খরচের টাকা দিয়ে আপনার বোন মজার খাবার খায়।আর আমার জন্য যে গয়না বানানোর টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে আপনার বোন আইফোন কিনেছে🙄আর আপনি আসার পর আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমার মন খারাপ কি না? তখন তো বলতে পারি নি, তাই তাদের সামনে বলছি, আপনি প্রবাসে যাওয়ার পর থেকে আপনার মা আর বোন আমার উপর অত্যাচার করত নিয়মিত। এতিম আমি তাই কোথাও যাওয়ার জায়গায় নেই আমার। তাই তাদের সব অত্যাচার সয্য করতে হয়েছে।আর আজ যখন আমাকে জিজ্ঞেস করেছেন পায়ে কি হয়ে আমার? তাহলে শুনুন কালকে রান্নায় লবন একটু বেশি হয়ে গিয়েছিল তখন আপনার মা সেই গরম কড়াই টা আমার পায়ের উপর ফেলে দিয়েছিল, তখন থেকেই আমি খুড়িয়ে খুড়িয়ে হাটছি। আর এই পাচঁ বছরে আপনার সাথে কথা বলার সময় তারা আমার সামনে বসে থাকত যাতে আপনাকে কিছু না বলতে পারি। আমার কথা শুনে আমার স্বামী কান্না করছে আর রাগে তার চেহেরা টা লাল হয়ে আছে,, ঠিক তখন আমার স্বামী তার বোন কে অনেক চর থাপ্পড় মারতে থাকল🤦♀️আর আমার শাশুড়ী রে রেগে গিয়ে অনেক কথা শুনাল আর ঘর থেকে বের হয়ে যেতে বলল। তারা ও চুপচাপ বের হয়ে গেল।
সবাই যখন ঘর থেকে চলে গেল তখন আমার স্বামী আমার পা ধরে বসে পরল,,আমার কাছে অনেক মাফ চাইতে থাকল,,আর বলতে থাকল আমি যা চাই তাই করবে সে। আমার কথা মত চলবে। ঠিক তখন আমিও তার কাছে আবদার করে বসলাম সে যেন আমাকে ছেড়ে দূরে কোথাও না যায়? আর প্রবাস জীবনে ফিরে না যায়? আমি তার সাথে এক বেলা ভাত খেতে রাজি আছি কিন্তু দূরে থাকতে না।
আমার কথা শুনে আমার স্বামী রাজি হয়ে গেলেন এবং আমাকে সে প্রমিজ করলেন সে আমাকে ছেড়ে যাবে না কোথাও। তখন আমার স্বামী লাকেজ থেকে একটা সুন্দর শাড়ি বের করে দিয়ে বললেন রেডি হয়ে নাও। এখনি তোমাকে নিয়ে মার্কেট যাব আর অনেক শপিং করে দিব। আর তোমাকে কষ্টে থাকতে হবে না। আমিও চলে গেলাম রেডি হতে। আর এইভাবে আমরা আমাদের সুখের সংসার টা সাজাতে থাকলাম আলহামদুলিল্লাহ🥰
গল্প টা ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার করতে ভুলবেন না কিন্তু 🙆♀️