Moments of Shanta

Moments of Shanta “Sharing our life’s special moments 💑✨ Stay connected for love & life stories!”

18/07/2025

🧠 **মেটার ম্যানহাটন-আকারের AI সুপারকম্পিউটার: ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ**

মার্ক জাকারবার্গ ঘোষণা করেছেন—এবার সত্যিই বড় কিছু আসছে। মেটা তৈরি করছে এমন AI সুপারকম্পিউটার, যেগুলোর আকার পুরো ম্যানহাটনের সমান!

এগুলো শুধুই ডেটা সেন্টার নয়। এগুলো হচ্ছে **AI সাম্রাজ্য**।

🔥 পরিচিত হোন “Prometheus” এবং “Hyperion”-এর সাথে:

🚀 Prometheus (২০২৬ সালে চালু হবে):
- ১ গিগাওয়াট কম্পিউটিং ক্ষমতা
- এত বিদ্যুৎ, যা হাজার হাজার বাড়ির জন্য যথেষ্ট
- নির্মাণ হচ্ছে ওহাইওর নিউ আলবানিতে
- জাকারবার্গ নিজেই Threads-এ নিশ্চিত করেছেন

🌌 Hyperion (আরও বড়):
- ৫ গিগাওয়াট পর্যন্ত কম্পিউটিং ক্ষমতা
- একটি ক্লাস্টারই ম্যানহাটনের বড় অংশ জুড়ে বিস্তৃত
- এটি হচ্ছে AGI (Artificial General Intelligence) এর ভিত্তি

💰 অর্থনৈতিক দিক:
- ২০২৫ সালে মেটার CapEx (মূলধন ব্যয়) হবে $৬৪-৭২ বিলিয়ন, যা ২০২৪ সালের $৩৯ বিলিয়নের চেয়ে অনেক বেশি
- ২০২৪ সালেই তারা ১৩ লাখ GPU মোতায়েন করছে

🏕️ অস্থায়ী টেন্ট-ভিত্তিক ডেটা সেন্টার:
- নির্মাণ বিলম্ব এড়াতে মেটা AI ইনফ্রাস্ট্রাকচার টেন্টে স্থাপন করছে!
- বিলিয়ন ডলারের প্রযুক্তি—টেন্টে!

🧪 কৌশলগত বাস্তবতা:
- এগুলো শুধুই ডেটা সেন্টার নয়, বরং **Meta Superintelligence Labs**-এর ভিত্তি
- Alexandr Wang এবং Nat Friedman নেতৃত্ব দিচ্ছেন
- লক্ষ্য: AGI-কে ছাড়িয়ে যাওয়া

⚡ শক্তি ও পরিবেশ:
- ৫ গিগাওয়াট মানে শত শত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সমান শক্তি
- বিদ্যুৎ, টেকসইতা, এবং কার্বন নির্গমন—সবই বড় প্রশ্ন
- কিন্তু মেটা ঝুঁকি নিতে প্রস্তুত

🧭 বার্তা পরিষ্কার:
- AI সুপারইন্টেলিজেন্স সবকিছু বদলে দেবে
- স্বল্পমেয়াদি ক্ষতি গ্রহণযোগ্য
- শক্তি ও কেন্দ্রীকরণের ঝুঁকি তারা মেনে নিচ্ছে

---

জাকারবার্গ কি ভবিষ্যতের AI তৈরি করছেন, নাকি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুয়া খেলছেন?

যাই হোক, **ম্যানহাটন-আকারের AI সুপারকম্পিউটার এখন বাস্তবতা**—এবং এটি AI প্রতিযোগিতার নিয়মই বদলে গেছে।

পাঁচ পদের ভর্তা,সেই স্বাদ😜
17/07/2025

পাঁচ পদের ভর্তা,সেই স্বাদ😜

17/07/2025

পুরুষ তুমি...//

হয়রত আলী (রাঃ) মতো হও,,তিনি গরিব ছিলেন,, "তবে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন,, তিনি ঝাগরা করলে তাকে জিতিয়ে দিতেন,, রাগ করলে তার সাথে ভালোবাসার কথা বলতেন,, গল্প শুনাতেন-মাঝে-মাঝে স্ত্রীর প্রশংসা করতেন, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতেন কষ্ট পেলে তাকে বুকে জরিয়ে ধরতেন,, -মাথায় হাত বুলিয়ে দিতেন,, আর কষ্ট ভাগ করে নিতেন-

সুবাহানাল্লাহ🤲🏻

🇧🇩 ১৬ জুলাই ২০২৫ — গণঅভ্যুত্থান দিবস স্মরণে ঐতিহাসিক সিদ্ধান্ত! 🇧🇩এই ১৮ জুলাই, ইতিহাসের গৌরবময় স্মৃতিকে স্মরণ করে, সব ম...
16/07/2025

🇧🇩 ১৬ জুলাই ২০২৫ — গণঅভ্যুত্থান দিবস স্মরণে ঐতিহাসিক সিদ্ধান্ত! 🇧🇩
এই ১৮ জুলাই, ইতিহাসের গৌরবময় স্মৃতিকে স্মরণ করে, সব মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষ উপহার! 🎁
📅 মেয়াদ ৫ দিন
📶 ফ্রি ১ জিবি ইন্টারনেট ডাটা!

একটা ক্লিকেই আপনার ফ্রি ডাটা সংগ্রহ করুন 👇
🔹 গ্রামীণফোন: 1211807 #
🔹 রবি: *4 #1807 #
🔹 বাংলালিংক: 1211807 #
🔹 টেলিটক: 1111807 #

👉 সবাইকে জানিয়ে দিন।
👉 জাতীয় গৌরবের দিনে আমরা একসাথে!
👉 স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে চলুন।

📢 শেয়ার করে সবাইকে জানান!
#গণঅভ্যুত্থান #১৮জুলাই #ডিজিটালবাংলাদেশ
– ডাক ও টেলিযোগাযোগ বিভাগ 🇧🇩

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আস...
11/07/2025

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

🇰🇷✨ Korean EPZ Textile University — স্বপ্ন গড়ার ঠিকানা 🏢 ✨🇧🇩চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এক ক্য...
10/07/2025

🇰🇷✨ Korean EPZ Textile University — স্বপ্ন গড়ার ঠিকানা 🏢 ✨🇧🇩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস — Korean EPZ Textile University, যা বাংলাদেশের টেক্সটাইল শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করছে। 🌿📚

এই অসাধারণ উদ্যোগের পেছনে আছেন KEPZ এর চেয়ারম্যান Mr. Kihak Sung। তিনি একজন দক্ষিণ কোরিয়ান নাগরিক ছিলেন, যিনি বাংলাদেশকে ভালোবেসে এখানে ব্যবসা করতে আসেন এবং এই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। 🇧🇩❤️

👉 তাঁর দূরদর্শী নেতৃত্বে গড়ে উঠেছে KEPZ (Korean Export Processing Zone) — যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বড় অবদান রাখছে।
👉 তাঁর স্বপ্নের অংশ হিসেবেই গড়ে উঠেছে এই বিশ্বমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক ল্যাব, দক্ষ শিক্ষক আর ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সংযোগের সুযোগ।
👉 চট্টগ্রামের আনোয়ারার মতো সুন্দর এলাকায় এমন আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য সত্যিই গর্বের বিষয়।

Mr. Kihak Sung প্রমাণ করেছেন — সীমান্ত নয়, মনই বড়। তিনি এখন শুধু একজন বিদেশি উদ্যোক্তা নন, বাংলাদেশের নাগরিক এবং দেশের উন্নয়নের এক অনন্য অংশীদার। 🇧🇩✨

যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাও, তাদের জন্য এটি হতে পারে সেরা গন্তব্য! 🎓🌍

💬 বন্ধুদের ট্যাগ করো, যারা এখানে পড়তে আগ্রহী! 🔖
❤️ শেয়ার করে সবাইকে জানাও এই অসাধারণ গল্প!

পৃথিবীতে কেউ পুরোপুরি পারপেক্ট নয়  প্রত্যেকটা মানুষের মাঝে কোন না কোন কমতি আছে আর সে কমতিগুলো মেনে নিয়ে ভালোবাসার নামই প...
10/07/2025

পৃথিবীতে কেউ পুরোপুরি পারপেক্ট নয় প্রত্যেকটা মানুষের মাঝে কোন না কোন কমতি আছে আর সে কমতিগুলো মেনে নিয়ে ভালোবাসার নামই প্রকৃত ভালোবাসা❤️🥰❤️

🌊💑 সমুদ্রের পাড়ে, হাতে হাত রেখে... শুধু তুমি আর আমি।জীবনের ব্যস্ততা, চারপাশের কোলাহল আর দায়িত্বের ভীড়ে একটু শান্তি খু...
08/07/2025

🌊💑 সমুদ্রের পাড়ে, হাতে হাত রেখে... শুধু তুমি আর আমি।

জীবনের ব্যস্ততা, চারপাশের কোলাহল আর দায়িত্বের ভীড়ে একটু শান্তি খুঁজে নিয়েছি এই ঢেউয়ের মাঝে।
তুমি পাশে থাকলে সব ঝড়ই যেন একটু সহজ হয়ে যায়।

এই মুহূর্তগুলোই তো বাঁচিয়ে রাখে আমাদের... স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে কিছু অনুভব, কিছু ভালোবাসা। ❤️

📸 একটা ছবি হাজারটা কথা বলে না, হাজারটা অনুভূতি জাগায়...
আর এই ছবিটা—এটা শুধু একটা মুহূর্ত নয়, এটা একটা প্রতিশ্রুতি... চিরকাল একসাথে থাকার।

#ভালোবাসা #ভ্রমণ #স্মৃতিময়_মুহূর্ত #চিরদিন_তোমার_জন্য

দীর্ঘ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরছেন,,বাসার সবাই অনেক খুশি ছিল,কিন্তু আমি মোটে ও খুশি ছিলাম না....🤦‍♀️বিয়ের ৩ মাসের মা...
08/07/2025

দীর্ঘ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরছেন,,বাসার সবাই অনেক খুশি ছিল,কিন্তু আমি মোটে ও খুশি ছিলাম না....🤦‍♀️

বিয়ের ৩ মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখেপ্রবাসে পারি জমায়। আজ ঠিক ৫ বছর পর দেশে ফিরলেন। বাসার সবাই অনেক খুশি, কি থেকে কি করবে সবাই ভেবে পাচ্ছে না। কিন্তু আমি কোন ভাবেই খুশি হতে পাচ্ছি না।আর কারণ টা যানতে চাইলে অবশ্যই পুরো গল্প টা পরতে হবে।
স্বামী আমার ঘরে এসেই জিজ্ঞেস করছে কি বেপার তোমার কি মন খারাপ?কেউ কি তোমাকে কিছু বলেছে?আমাকে বল আমি দেখছি বেপার টা🙄তখন আমি তাকে কিছু না বলেই বললাম আপনি রেস্ট করেন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই বলেই আমি পানি আনতে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমার পায়ে কিছু টা ব্যাথা থাকায় আমি খুড়িয়ে খুড়িয়ে হাটছিলাম। আমার হাটা আমার স্বামী লক্ষ্য করেন। তখন আমার স্বামী আমার কাছে জিজ্ঞেস করে আমার পায়ে কি হয়েছে?আমি কেন এইভাবে হাটছি? আমি তখন তাকে বললাম কিছু টা ব্যাথা পেয়েছি ঠিক হয়ে যাবে।আমি আপনার জন্য পানি নিয়ে আসছি আপনি রেস্ট করেন।তখন আমার স্বামী বললেন তাহলে ঠিক আছে আমি দুই,তিন ঘন্টা ঘুমিয়ে নেই তারপর তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। আজ আমরা অনেক ঘুরবো। তুমি আমার পাঠানো শাড়ি গহনা পরে রেডি থেকে কেমন? এই বলে আমার স্বামী ঘুমাতে চলে গেল।আর আমি চলে গেলাম আমার কাজে।
ঠিক আমার স্বামী তিন ঘন্টা পর ঘুম থেকে উঠে গেলেন।
আর তখন আমাকে ডাকাডাকি করতে থাকলন।আমি রুমে আসতেই জিজ্ঞেস করলেন আমি এখনো রেডি হইনি কেন?তার পছন্দের নীল শাড়ি কেন পরি নি? আমি কিছু টা অবাক হয়ে তাকে বললাম আমার মাএ ২-৩ টা শাড়ি আর ২-৩ জামা কাপড় আছে আর সেগুলো বাইরে পরে যাওয়া মত না।তখন আমার কথা শুনে আমার স্বামী হাসতে থাকল, আর বলল দুষ্ট বউ আমার, দুষ্টুমি বন্ধ করে যাও তো রেডি হয়ে আসো।
আমার দেওয়া নীল শাড়ি টা পরবে আর গত মাসে যে গয়না টা বানিয়েছো সেটা পরবে? তখন আমি কিছু টা বিরক্ত হয়ে বললাম আমি সত্যি বলছি আমার হাতে গোনা দুই,তিন টা কাপড় ছাড়া কিছুই নেই আর সেইগুলা খুব নোংড়া হয়ে গিয়েছে।আমার কথা শুনে মনে হলো আমার স্বামী আকাশ থেকে পরল। তখন আমাকে সে জিজ্ঞেস করতে থাকল কিভাবে সম্ভব এইগুলো? সে না কি আমার জন্য প্রতি মাসে তার মায়ের কাছে টাকা পাঠিয়ে দেয় এমন কি তার পছন্দের শাড়ি থ্রিপিছ অনলাইন থেকে কিনে পাঠিয়ে দেয় এবং আমার হাত খরচের জন্য প্রতিমাসে ২০০০ টাকা পাঠানো হয়। গতমাসেই সে না কি আমার জন্য এক লক্ষ্য টাকা পাঠিয়েছেন গয়না বানানো জন্য।এবং তার মা ও না কি বলেছেন গয়না বানানো হয়ে গিয়েছে। তাহলে আমি কেন এইসব কথা আগে বলিনি ফোনে? তখন আমি তাকে বললাম আমাকে এইসব কথা না জিজ্ঞেস করে আপনি আপনার মা আর বোন কে জিজ্ঞেস করেন?তারাই আপনাকে সঠিক উত্তর দিতে পারবে, আমি না🤦‍♀️
তখন আমার স্বামী জোরে জোরে চিতকার করে তার মা,বোন কে ডাকতে থাকে। কিছুক্ষুনের মধ্যে তারা রুমে এসে হাজির হয়। আমার শাশুড়ী রুমে আসার সাথে সাথে আমার স্বামী কে জিজ্ঞেস করে কি হয়েছে? তোর বউ কি তোর সাথে খারাপ আচরণ করেছে?আগেই আমি জানতাম এই মেয়ে ভালো না। তখন শাশুড়ীর সাথে তাল মিলিয়ে ননদ ও বলে উঠলেন এই মেয়ে কে এখনি বাসা থেকে বের করে দাওয়া উচিত। তাদের কথা শুনে আমার স্বামী অনেক রেগে গেলেন।তার রাগ দেখে বাসার সবাই ভয় পেয়ে গেলেন।
তখন আমার স্বামী তাদের সাথে রেগে জিজ্ঞেস করলেন,
আমার জন্য পাঠানো শাড়ি কাপড় গয়না কোথায় আমার জন্য পাঠানো হাত খরচের টাকা কোথায়?তার কথা শুনে আমার শাশুড়ী ননদ চুপ হয়ে গেলেন। কি বলবে হয় তো ভেবে পাচ্ছে না। তখন আমি মুখ খুললাম😴আর বললাম তাদের জিজ্ঞেস করে কোন লাভ হবে না।আমি বলছি আপনাকে, আপনার পাঠানো সব কাপর চুপুর আপনার মা আর বোন পরে ঘুরে বেরায় আমার হাত খরচের টাকা দিয়ে আপনার বোন মজার খাবার খায়।আর আমার জন্য যে গয়না বানানোর টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে আপনার বোন আইফোন কিনেছে🙄আর আপনি আসার পর আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমার মন খারাপ কি না? তখন তো বলতে পারি নি, তাই তাদের সামনে বলছি, আপনি প্রবাসে যাওয়ার পর থেকে আপনার মা আর বোন আমার উপর অত্যাচার করত নিয়মিত। এতিম আমি তাই কোথাও যাওয়ার জায়গায় নেই আমার। তাই তাদের সব অত্যাচার সয্য করতে হয়েছে।আর আজ যখন আমাকে জিজ্ঞেস করেছেন পায়ে কি হয়ে আমার? তাহলে শুনুন কালকে রান্নায় লবন একটু বেশি হয়ে গিয়েছিল তখন আপনার মা সেই গরম কড়াই টা আমার পায়ের উপর ফেলে দিয়েছিল, তখন থেকেই আমি খুড়িয়ে খুড়িয়ে হাটছি। আর এই পাচঁ বছরে আপনার সাথে কথা বলার সময় তারা আমার সামনে বসে থাকত যাতে আপনাকে কিছু না বলতে পারি। আমার কথা শুনে আমার স্বামী কান্না করছে আর রাগে তার চেহেরা টা লাল হয়ে আছে,, ঠিক তখন আমার স্বামী তার বোন কে অনেক চর থাপ্পড় মারতে থাকল🤦‍♀️আর আমার শাশুড়ী রে রেগে গিয়ে অনেক কথা শুনাল আর ঘর থেকে বের হয়ে যেতে বলল। তারা ও চুপচাপ বের হয়ে গেল।
সবাই যখন ঘর থেকে চলে গেল তখন আমার স্বামী আমার পা ধরে বসে পরল,,আমার কাছে অনেক মাফ চাইতে থাকল,,আর বলতে থাকল আমি যা চাই তাই করবে সে। আমার কথা মত চলবে। ঠিক তখন আমিও তার কাছে আবদার করে বসলাম সে যেন আমাকে ছেড়ে দূরে কোথাও না যায়? আর প্রবাস জীবনে ফিরে না যায়? আমি তার সাথে এক বেলা ভাত খেতে রাজি আছি কিন্তু দূরে থাকতে না।
আমার কথা শুনে আমার স্বামী রাজি হয়ে গেলেন এবং আমাকে সে প্রমিজ করলেন সে আমাকে ছেড়ে যাবে না কোথাও। তখন আমার স্বামী লাকেজ থেকে একটা সুন্দর শাড়ি বের করে দিয়ে বললেন রেডি হয়ে নাও। এখনি তোমাকে নিয়ে মার্কেট যাব আর অনেক শপিং করে দিব। আর তোমাকে কষ্টে থাকতে হবে না। আমিও চলে গেলাম রেডি হতে। আর এইভাবে আমরা আমাদের সুখের সংসার টা সাজাতে থাকলাম আলহামদুলিল্লাহ🥰
গল্প টা ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার করতে ভুলবেন না কিন্তু 🙆‍♀️

Big shout out to my newest top fans! 💎 MD MD Parbegd Md Kabir HossainmrImran Hossen SakilarFaruk Islam Rajd.Md. Rabin Mo...
04/07/2025

Big shout out to my newest top fans! 💎 MD MD Parbegd Md Kabir HossainmrImran Hossen SakilarFaruk Islam Rajd.Md. Rabin MondalmaAmatullah Tabibaোঃমোঃ আলহাজ হোসেনhem to our community, fans@top fans

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Moments of Shanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments of Shanta:

Share

Category