03/11/2025
আমাদের প্রথম সন্তান হবে, তাই আমরা দুজনে অনেক খুশি ছিলাম,,একমাস আগেই বাড়িতে দায়মা কে নিয়ে এসে ছিলাম, গভীর রাতে যখন আমাদের সন্তান নাড়াচাড়া করার কারণে স্ত্রী পেটে ব্যথা করতো, তখন স্ত্রী বলতো আমার খুব ব্যথা হচ্ছে, তখন আমি স্ত্রীর পাশে সারারাত বসে থাকতাম, আর দুজনে গল্প করতাম, স্বপ্ন দেখতাম আমাদের সন্তান কে নিয়ে, আর স্ত্রী কে শান্তনা দিয়ে ওর ব্যথা দোর করে দিতাম,
খুব ভালবাসতাম আমার স্ত্রী কে আমি,,
প্রতিদিনের মতই আমি সেদিনও সকালে দোকানে চলে যায়,
১০টা বাজে কল আসলো বাড়ি থেকে আমার স্ত্রীর নাকি পেইন হচ্ছে খুব, দোকান বন্ধ করে চলে আসলাম, দায়মা বললো হসপিটাল নিয়ে যেতে হবে, না হল বিপদ হতে পারে,
তারাতাড়ি গাড়ি নিয়ে হসপিটাল নিয়ে গেলাম, ভর্তি করালাম স্ত্রী কে হসপিটালে,
জরুরি চিকিৎসা করার জন্য অপারেশন রুমে নিয়ে
গেলো, নার্স এসে বলবো আপনার স্ত্রী কে সিজার দিতে হবে, না হলে যে কোন একজন কে বাঁচাতে পারবো দুজন নই,
সিজারের কথা শুনে আমি কেমন জানি হয়ে গেলাম,
অপারেশন রুমের বাইরে থেকে স্ত্রী কে
দেখছিলাম, স্ত্রীর চোখে জ্বল আর ওর অসহায় চেহারা দেখে আমি আরো ভেঙে পড়লাম, তখন সে জানতো না ওকে অপারেশন দিতে হবে,
এক নার্স গিয়ে স্ত্রী কে বললো আপনাকে একটু পরে অপারেশন দিতে হবে,, তখন নার্স কে স্ত্রী বলবো আমি আমার স্বামীর সাথে কিছু কথা বলবো একটু ডেকে দিবেন,
তখন আমি স্ত্রী পাশে গিয়ে স্ত্রী হাত ধরে বসলাম,
তখন স্ত্রী আমাকে বলতেছে ওগো শুনেন, ওগো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো আপনার স্বপ্ন পূরণ করতে পারবো না!
ডাক্তার বলেছে আমাকে অপারেশন দিতে হবে, কিন্তু আমি দেখেছি অপারেশন দিতে গিয়ে অনেক নারী মারা যেতে,
যদি আমিও মারা যায় আমার কোন দুঃখ থাকবে
না,, কিন্তু আমার কষ্ট হচ্ছে শুধু তোমাকে কে দেখে রাখবে, তোমার অখেয়ালি মনোভাব কে বুঝবে আমার মতই,
যদি আমি মারা যায় তাহলে তুমি আরেকটা বিয়ে করে নিও, আমি চাই না আমার বিরহে তুমি কষ্ট পাও, ওগো আমাকে কথা দাও আমাদের আসতে যাও নবজাতক সন্তান দেখে দ্বিতীয় বিয়ে করা পরে কখনো কষ্ট দিবে না, আমাদের সন্তান কে কখনো বুঝতে দিবানা, যে তোমার মা মারা গেছে আমাদের সন্তান যেন মনে করে আপনার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী তার আসল মা,
যদি কখনো আমাদের সন্তান জেনে যায় আপনার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী তার আসল মা নই, আর তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে, তাহলে সে খুব কষ্ট পাবে, সে নিজেকে খুব একা ভাববে, তোমার কাছে আমার রেখে যাওয়া সন্তান কে কখনো কষ্ট দিওনা, যদি আমার কথা মনে পড়ে তাহলে আমাদের সন্তানের দিকে থাকবে,
স্ত্রী এমন কথা শুনে আমার চোখের পানি বুকটা ভেসে যাচ্ছে,, ভাঙা গলায় বললাম স্ত্রী কে তুমি থাকমো,, কে বলছে তুমি মারা যাবে,, যদি তুমি মারা যা-ও তাহলে আমাদের স্বপ্ন গুলা বৃথা
যাবে,
কত রাত জেগে জেগে আমরা স্বপ্ন দেখেছি,, এই স্বপ্ন গুলা এত সহজে বৃথা যেতে পারে না,,
স্ত্রী কে বললাম শুনো তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ অনেক ভালবাসার মাঝেও আমাদের মধ্যে ছোট ছোট কিছু ভুল বুঝাবুঝি হত, আজকে সে গুলা মনে পড়তেছে, আর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে,, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও,
স্ত্রী আমাকে বলবো তুমি কখনো আমার উপর অন্যায় করো নাই, বরন সে আমার ভুল হলে সেটা তুমি শুধরিয়ো দিতে, তোমার উপর আমার কোন রাগ অভিমান অভিযোগ কিছুই নাই, তাহলে তোমাকে ক্ষমা করবো কেন,,
নার্স বললো আমাকে এখন আপনি বাইরে যান প্লিজ অপারেশনের সময় হলো,, স্ত্রী কেঁদে কেঁদে বললো ওনাকে আমার পাশে থাকতে দেন আমি ওনাকে ছাড়া খুব অসহায়, নার্সে কে বললাম প্লিজ সিস্টার আমি ওর পাশে একটু থাকি,,
হে পুরুষ জাতি মনে রেখো, যে মেয়েটা তোমাকে আগে কখনো দেখেনি চিনেনি, মা বাবা ভাই বোন ছেড়ে সে তোমার কাছে চলে আসছে,
আপন বলতে ঐ মেয়েটার আর কেউ নেই শুধু তুমি
ছাড়া,, তোমাকে বাবা ডাক শুনাতে গিয়ে সে সিজারের মতই অপারেশন করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করে, কে জানে সে বাঁচবে কিনা,
সে মেয়ে সব ছেড়ে তোমার কাছে চলে আসে তাকে কখনো কষ্ট দিওনা প্লিজ।
আমার স্ত্রীর অপারেশন শেষ হল আলহামদুলিল্লাহ স্ত্রী এবং সন্তান দুজনই ভালো আছে,, কিন্তু স্ত্রী এই অপারেশনের মধ্যে আমি অনেক কিছুই শিখেছি,,,
ক্যাপশন টা কেমন লাগলো কমেন্ট করে বলবেন প্লিজ আর একটা শেয়ার বা রিপোষ্ট করে দিবেন।।।।