Moments of Shanta

Moments of Shanta “Sharing our life’s special moments 💑✨ Stay connected for love & life stories!”

১০৮০টাকা এ সাবানটার মূল্য ,ব্রণ ,মেসতা যেকোন দাগ দূর করবে ইউস করে দেখি দেখা যাক কতটুকু কাজে দিবে,,আল্লাহ ভরসা
06/11/2025

১০৮০টাকা এ সাবানটার মূল্য ,ব্রণ ,মেসতা যেকোন দাগ দূর করবে ইউস করে দেখি দেখা যাক কতটুকু কাজে দিবে,,আল্লাহ ভরসা

ভালোবাসা মানে শখ বা বিলাসিতা নয় ভালোবাসা মানে কারো প্রতি নিস্বার্থ এক অনুভূতি যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে শুধ...
06/11/2025

ভালোবাসা মানে শখ বা বিলাসিতা নয় ভালোবাসা মানে কারো প্রতি নিস্বার্থ এক অনুভূতি যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে শুধু দুটি বিশ্বস্ত হাত যে হাত কখনো ছেড়ে যাবে না,যে হাত জীবনের শেষ নিঃশ্বাস অব্দি একসাথে থেকে যাবে

একটু বদলে গেছি,কিছু সময় হয়তো একটু কষ্ট হচ্ছে রয়ে গেছে কিছু অভিমান যা কখনো আর প্রকাশ করা হবেনা রয়ে যাবে মনের আঙ্গিনায়
06/11/2025

একটু বদলে গেছি,কিছু সময় হয়তো একটু কষ্ট হচ্ছে রয়ে গেছে কিছু অভিমান যা কখনো আর প্রকাশ করা হবেনা রয়ে যাবে মনের আঙ্গিনায়

নিশ্চিয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲🤲🤲
05/11/2025

নিশ্চিয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲🤲🤲

মেয়েদের আসল সৌন্দর্য তো বোরকা আর নিকাবে
05/11/2025

মেয়েদের আসল সৌন্দর্য তো বোরকা আর নিকাবে

শত্রু হলে প্রতিশোধ নিয়ে নিতাম ,সারা জীবনের সতো মুখ ফিরিয়ে নিতাম কিন্তু তুমিতো আমার শত্রু ছিলা না তুমি আমার বুকের বাম পাশ...
04/11/2025

শত্রু হলে প্রতিশোধ নিয়ে নিতাম ,সারা জীবনের সতো মুখ ফিরিয়ে নিতাম কিন্তু তুমিতো আমার শত্রু ছিলা না তুমি আমার বুকের বাম পাশে থাকা মানুষ ছিলা ,আমি হাজার চেষ্টা করে ও পারিনি তোমার থেকে মুখ ফেরাতে ,আমি পারিনি তোমার থেকে নিজেকে আলাদা করে ফেলতে ইচ্ছে ছিল নিয়ত ছিল তোমার সাথে জীবনের নিঃশ্বাস অব্দি তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দেয়ার জানিনা নিয়তি দিবে কিনা তোমার আমার এ জীবন একসাথে কাটানোর সুযোগ,যদি ইচ্ছেটা দুজনার হয় হয়তো মাবুদ কবুল করে নেবেন কিন্তু ইচ্ছেটা যদি হয় একতরফা বা একজনারন তাহলে😭😭😭

যদি কোনো নারীকে বিয়ের পর দেখেন সে সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন তার চেহারা উজ্জ্বল হচ্ছে তাহলে বুঝে নিবেন তার পেছনে রয়েছে এক...
04/11/2025

যদি কোনো নারীকে বিয়ের পর দেখেন সে সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন তার চেহারা উজ্জ্বল হচ্ছে তাহলে বুঝে নিবেন তার পেছনে রয়েছে একজন যত্নবান পুরুষের বিশ্বস্ত হাত,যে পুরুষ তার স্ত্রী কে কোন প্রকার মানসিক চাপ দেয়না,রাণী বানিয়ে রাখে তাকে সম্মান করে ভালোবাসা দেয় সে তো এক আদশবান পুরুষ

তুমি আমায় ঠকালে ও আমি তোমায় কখনোই ঠকাবোনা তুমি আমার সন্তাবের বাবা আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি বদ্ধ
04/11/2025

তুমি আমায় ঠকালে ও আমি তোমায় কখনোই ঠকাবোনা তুমি আমার সন্তাবের বাবা আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি বদ্ধ

তুমিতো আমায় প্রেম শিখাইলা প্রেমিক হইলাআমার সাথে শেষ নিঃশ্বাস অব্দি থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলাএক অাকাশ পরিমাণ স্বপ্ন দেখ...
04/11/2025

তুমিতো আমায় প্রেম শিখাইলা
প্রেমিক হইলা
আমার সাথে শেষ নিঃশ্বাস অব্দি থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলা
এক অাকাশ পরিমাণ স্বপ্ন দেখায়লা
তোমার নামে সোনালী নাকফুল,হাতে সেনালী চুড়ি পরার বৈধতা দিলা
বাচ্চার মা হওয়ার অধিকার দিলা
১ম সন্তান কে বড় করে যখন আমি দ্বিতীয় সন্তানকে আনার ধ্যানে মগ্ন হলাম তখন অামার প্রয়োজন ছিল তোমার সাপোট যত্ন ভালোবাসা,এগুলোতো তুমি করলা না বরং তখন তোমার শুরু হল আমার প্রতি হাজারো অভিযোগ, যে মায়া মহব্বত ভালোবাসা যত্ন তোমার কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল সব তুমি আমার কাছ থেকে কেড়ে নিলা আমার মায়া কাটিয়ে অন্য কারো মায়ায় ডুবে গেলা, আমায় দিলে এক আকাশ পরিমাণ অপমান আর মানসিক যন্ত্রণা, যে মানুষ টা পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমায় ভালোবেসে মাত্র৮হাজার টাকা বেতনে তোমার হাত ধরেছিল তোমাকে বাবা শুনাতে নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছিল কেমনে পারলা তাকে এভাবে ঠকাতে,আমার মধ্যে তো কোন কিছুর কমতি ছিল না,তুমি তো শুধুই আমায় ঠকাও নায় তুমি ঠকিয়েছ আমাদের বড় সন্তানকে তুমি ঠকিয়েছ আমাদের অনাগত সম্তানকে,হয়তো মনে করছ অামাদের ঠকিয়ে পার পেয়ে গেছো কিন্তু মনে রেখএর জবাব তোমায় সৃষ্টিকর্তার কাছে দিতে হবে

যৌবন বয়সে যে পুরুষ স্ত্রী সন্তানকে মূল্যায়ন করে না বৃদ্ধ বয়সে গিয়ে সে পুরুষ গুলো তাদের উপর নির্ভর হয়ে পড়ে সে বয়সে গিয়ে স...
04/11/2025

যৌবন বয়সে যে পুরুষ স্ত্রী সন্তানকে মূল্যায়ন করে না বৃদ্ধ বয়সে গিয়ে সে পুরুষ গুলো তাদের উপর নির্ভর হয়ে পড়ে সে বয়সে গিয়ে স্ত্রী সন্তানের মূল্যটা বুজতে পারে, তখন বুঝলে ও আর কিছু করার উপায় থাকে না আপসোস করা ছাড়া

03/11/2025
আমাদের প্রথম সন্তান হবে, তাই আমরা দুজনে অনেক খুশি ছিলাম,,একমাস আগেই বাড়িতে দায়মা কে নিয়ে এসে ছিলাম, গভীর রাতে যখন আমাদের...
03/11/2025

আমাদের প্রথম সন্তান হবে, তাই আমরা দুজনে অনেক খুশি ছিলাম,,একমাস আগেই বাড়িতে দায়মা কে নিয়ে এসে ছিলাম, গভীর রাতে যখন আমাদের সন্তান নাড়াচাড়া করার কারণে স্ত্রী পেটে ব্যথা করতো, তখন স্ত্রী বলতো আমার খুব ব্যথা হচ্ছে, তখন আমি স্ত্রীর পাশে সারারাত বসে থাকতাম, আর দুজনে গল্প করতাম, স্বপ্ন দেখতাম আমাদের সন্তান কে নিয়ে, আর স্ত্রী কে শান্তনা দিয়ে ওর ব্যথা দোর করে দিতাম,

খুব ভালবাসতাম আমার স্ত্রী কে আমি,,

প্রতিদিনের মতই আমি সেদিনও সকালে দোকানে চলে যায়,

১০টা বাজে কল আসলো বাড়ি থেকে আমার স্ত্রীর নাকি পেইন হচ্ছে খুব, দোকান বন্ধ করে চলে আসলাম, দায়মা বললো হসপিটাল নিয়ে যেতে হবে, না হল বিপদ হতে পারে,

তারাতাড়ি গাড়ি নিয়ে হসপিটাল নিয়ে গেলাম, ভর্তি করালাম স্ত্রী কে হসপিটালে,

জরুরি চিকিৎসা করার জন্য অপারেশন রুমে নিয়ে

গেলো, নার্স এসে বলবো আপনার স্ত্রী কে সিজার দিতে হবে, না হলে যে কোন একজন কে বাঁচাতে পারবো দুজন নই,

সিজারের কথা শুনে আমি কেমন জানি হয়ে গেলাম,

অপারেশন রুমের বাইরে থেকে স্ত্রী কে

দেখছিলাম, স্ত্রীর চোখে জ্বল আর ওর অসহায় চেহারা দেখে আমি আরো ভেঙে পড়লাম, তখন সে জানতো না ওকে অপারেশন দিতে হবে,

এক নার্স গিয়ে স্ত্রী কে বললো আপনাকে একটু পরে অপারেশন দিতে হবে,, তখন নার্স কে স্ত্রী বলবো আমি আমার স্বামীর সাথে কিছু কথা বলবো একটু ডেকে দিবেন,

তখন আমি স্ত্রী পাশে গিয়ে স্ত্রী হাত ধরে বসলাম,

তখন স্ত্রী আমাকে বলতেছে ওগো শুনেন, ওগো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি হয়তো আপনার স্বপ্ন পূরণ করতে পারবো না!

ডাক্তার বলেছে আমাকে অপারেশন দিতে হবে, কিন্তু আমি দেখেছি অপারেশন দিতে গিয়ে অনেক নারী মারা যেতে,

যদি আমিও মারা যায় আমার কোন দুঃখ থাকবে

না,, কিন্তু আমার কষ্ট হচ্ছে শুধু তোমাকে কে দেখে রাখবে, তোমার অখেয়ালি মনোভাব কে বুঝবে আমার মতই,

যদি আমি মারা যায় তাহলে তুমি আরেকটা বিয়ে করে নিও, আমি চাই না আমার বিরহে তুমি কষ্ট পাও, ওগো আমাকে কথা দাও আমাদের আসতে যাও নবজাতক সন্তান দেখে দ্বিতীয় বিয়ে করা পরে কখনো কষ্ট দিবে না, আমাদের সন্তান কে কখনো বুঝতে দিবানা, যে তোমার মা মারা গেছে আমাদের সন্তান যেন মনে করে আপনার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী তার আসল মা,

যদি কখনো আমাদের সন্তান জেনে যায় আপনার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী তার আসল মা নই, আর তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে, তাহলে সে খুব কষ্ট পাবে, সে নিজেকে খুব একা ভাববে, তোমার কাছে আমার রেখে যাওয়া সন্তান কে কখনো কষ্ট দিওনা, যদি আমার কথা মনে পড়ে তাহলে আমাদের সন্তানের দিকে থাকবে,

স্ত্রী এমন কথা শুনে আমার চোখের পানি বুকটা ভেসে যাচ্ছে,, ভাঙা গলায় বললাম স্ত্রী কে তুমি থাকমো,, কে বলছে তুমি মারা যাবে,, যদি তুমি মারা যা-ও তাহলে আমাদের স্বপ্ন গুলা বৃথা

যাবে,

কত রাত জেগে জেগে আমরা স্বপ্ন দেখেছি,, এই স্বপ্ন গুলা এত সহজে বৃথা যেতে পারে না,,

স্ত্রী কে বললাম শুনো তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ অনেক ভালবাসার মাঝেও আমাদের মধ্যে ছোট ছোট কিছু ভুল বুঝাবুঝি হত, আজকে সে গুলা মনে পড়তেছে, আর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে,, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও,

স্ত্রী আমাকে বলবো তুমি কখনো আমার উপর অন্যায় করো নাই, বরন সে আমার ভুল হলে সেটা তুমি শুধরিয়ো দিতে, তোমার উপর আমার কোন রাগ অভিমান অভিযোগ কিছুই নাই, তাহলে তোমাকে ক্ষমা করবো কেন,,

নার্স বললো আমাকে এখন আপনি বাইরে যান প্লিজ অপারেশনের সময় হলো,, স্ত্রী কেঁদে কেঁদে বললো ওনাকে আমার পাশে থাকতে দেন আমি ওনাকে ছাড়া খুব অসহায়, নার্সে কে বললাম প্লিজ সিস্টার আমি ওর পাশে একটু থাকি,,

হে পুরুষ জাতি মনে রেখো, যে মেয়েটা তোমাকে আগে কখনো দেখেনি চিনেনি, মা বাবা ভাই বোন ছেড়ে সে তোমার কাছে চলে আসছে,

আপন বলতে ঐ মেয়েটার আর কেউ নেই শুধু তুমি

ছাড়া,, তোমাকে বাবা ডাক শুনাতে গিয়ে সে সিজারের মতই অপারেশন করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করে, কে জানে সে বাঁচবে কিনা,

সে মেয়ে সব ছেড়ে তোমার কাছে চলে আসে তাকে কখনো কষ্ট দিওনা প্লিজ।

আমার স্ত্রীর অপারেশন শেষ হল আলহামদুলিল্লাহ স্ত্রী এবং সন্তান দুজনই ভালো আছে,, কিন্তু স্ত্রী এই অপারেশনের মধ্যে আমি অনেক কিছুই শিখেছি,,,

ক্যাপশন টা কেমন লাগলো কমেন্ট করে বলবেন প্লিজ আর একটা শেয়ার বা রিপোষ্ট করে দিবেন।।।।

Address

Anowera
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when Moments of Shanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments of Shanta:

Share

Category