Moments of Shanta

Moments of Shanta “Sharing our life’s special moments 💑✨ Stay connected for love & life stories!”

09/08/2025

ফেসবুকে নতুন আপডেট...

07/08/2025

পুরুষ কখনো অসুস্থতায় মরে না
পুরুষ মরে হতাশা আর দুশ্চিন্তায়😅

মানুষকে বোঝাও কঠিন,বোঝানোও কঠিন...।🥰
05/08/2025

মানুষকে বোঝাও কঠিন,
বোঝানোও কঠিন...।🥰

05/08/2025

অসুখ এর কারণ ও তুমি,
অসুখ থেকে বাঁচার ওষুধ ও তুমি🥰

30/07/2025

বিয়ের পর Ex আজকে হঠাৎ মেসেজ দিয়ে বলছে
"আমার জামাই ব্যবসার কাজে কুমিল্লা গেছে, বাসায় কেউ নাই। তুমি আসো।"

আমি বললাম তোমার জামাই যদি ফিরে আসে ?
সে জানালো " আরে আসবে না। আর আসলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবা। আর আমি ওকে বলব তুমি ক্লিনিং কোম্পানী থেকে আসছো, বাসা পরিস্কার করতে। "

আমি ঠিকাছে, আসতেছি বলে চলে গেলাম

যাওয়ার ৫ মিনিটের মধ্যেই ওর জামাই এসে হাজির। উপায় না পেয়ে জানালার গ্লাস মুছতে শুরু করলাম।
গ্রীল পরিস্কার করলাম।
সব জানালা দরজা পরিস্কার করলাম।
রান্নাঘরের চিপাচাপা পরিস্কার করলাম।
বাথরুম সাফ করলাম।
ফ্যান মুছলাম, ফার্নিচার মুছলাম।
৪-৫ ঘন্টার মধ্যে তাদের পুরা বাড়ি পরিস্কার ঝকঝকা করে দিলাম। সে আর তার জামাই মিলে সারাক্ষণ এটা সেটা ইন্সট্রাকশন দিয়ে গেলো।
পরিস্কার করা শেষ হলে তার জামাই জিজ্ঞাসা করল, "আপনার বিল কত হয়েছে?"
সে আগ বাড়িয়ে উত্তর দিল," জানু আমি তো আগেই বিকাশে পেমেন্ট করে দিসি তারপর ওরা লোক পাঠাইসে। "
" ও আচ্ছা." বলে ওর জামাই আমাকে হাতে ১০০ টাকা দিয়ে বললো চা খাইয়েন ।
সাথে সাথে আমি ঘর থেকে বের হয়ে আসলাম!!
বের হতে না হতেই তাদের হাততালির শব্দ শুনতে পারলাম!!
বুঝতে আর বাকি রইলো না সব তাদের প্লান করা ছিলো!!!
ঢাকা শহরে কাজের লোক পাওয়া আজকাল এতোই কঠিন‌‌!!
রিকশা নিয়ে বাড়ির সামনে নেমে ১০০ টাকার নোটটা দিতেই রিকশাওয়ালা মামা বলে উঠছে "এইডা কি দিছেন এইডা তো নহল টেহা"
হাতে নিয়ে দেখি সত্যিই নকল আর Bangladesh Bank এর জায়গায় "Children Bank Of Bangladesh" লিখা
নাগিনটা ম-রা- র আগেও শুধরাবে না..

📍 একটি সুন্দর দিন, একটি দৃঢ় মনোভাব।পরিবেশ যেমন পরিচ্ছন্ন, লক্ষ্য তেমনি স্পষ্ট।সময়ের সাথে নিজেকে গড়তে হবে, কারণ প্রতিটি দ...
29/07/2025

📍 একটি সুন্দর দিন, একটি দৃঢ় মনোভাব।
পরিবেশ যেমন পরিচ্ছন্ন, লক্ষ্য তেমনি স্পষ্ট।
সময়ের সাথে নিজেকে গড়তে হবে, কারণ প্রতিটি দিন আমাদের একটি নতুন সুযোগ দেয় শেখার, বেড়ে ওঠার, এবং নিজের সেরাটা দেয়ার।

💔 একদিন সবাই বুঝে যাবে... কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে... 💭এক সময় যে মানুষটার জন্য সব ছেড়ে দিয়েছিলাম,সে-ই একদিন বললো — ...
27/07/2025

💔 একদিন সবাই বুঝে যাবে... কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে... 💭

এক সময় যে মানুষটার জন্য সব ছেড়ে দিয়েছিলাম,
সে-ই একদিন বললো — “তুমি তো কিছুই করোনি আমার জন্য।” জীবন এমনই…
যাকে বেশি ভালোবাসো,
সে-ই তোমার কষ্টটা বোঝে সবচেয়ে কম। হয়তো ভুল ছিলাম —
ভালোবাসায় ‘বেশি’ বলতে কিছু থাকা উচিত না। আজও হাসি মুখে চলি,
কিন্তু বুকের ভিতর জমে আছে হাজারটা না বলা কথা... ⏳ সময় সবকিছুর জবাব দিয়ে দেয়,
কিন্তু তখন পাশে কেউ থাকে না…

#ভালোবাসা #ব্যথা #রিয়েল_স্টোরি #ভাইরাল_পোস্ট #নিজেকে_ভুলে_যাওয়া

হাসি মুখে থাকলেই জীবনটা একটু সহজ লাগে।কষ্ট থাকলেও হাসি যেন বলে— "আমি এখনো হারে যাইনি।" 😊
23/07/2025

হাসি মুখে থাকলেই জীবনটা একটু সহজ লাগে।
কষ্ট থাকলেও হাসি যেন বলে— "আমি এখনো হারে যাইনি।" 😊

18/07/2025

🧠 **মেটার ম্যানহাটন-আকারের AI সুপারকম্পিউটার: ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ**

মার্ক জাকারবার্গ ঘোষণা করেছেন—এবার সত্যিই বড় কিছু আসছে। মেটা তৈরি করছে এমন AI সুপারকম্পিউটার, যেগুলোর আকার পুরো ম্যানহাটনের সমান!

এগুলো শুধুই ডেটা সেন্টার নয়। এগুলো হচ্ছে **AI সাম্রাজ্য**।

🔥 পরিচিত হোন “Prometheus” এবং “Hyperion”-এর সাথে:

🚀 Prometheus (২০২৬ সালে চালু হবে):
- ১ গিগাওয়াট কম্পিউটিং ক্ষমতা
- এত বিদ্যুৎ, যা হাজার হাজার বাড়ির জন্য যথেষ্ট
- নির্মাণ হচ্ছে ওহাইওর নিউ আলবানিতে
- জাকারবার্গ নিজেই Threads-এ নিশ্চিত করেছেন

🌌 Hyperion (আরও বড়):
- ৫ গিগাওয়াট পর্যন্ত কম্পিউটিং ক্ষমতা
- একটি ক্লাস্টারই ম্যানহাটনের বড় অংশ জুড়ে বিস্তৃত
- এটি হচ্ছে AGI (Artificial General Intelligence) এর ভিত্তি

💰 অর্থনৈতিক দিক:
- ২০২৫ সালে মেটার CapEx (মূলধন ব্যয়) হবে $৬৪-৭২ বিলিয়ন, যা ২০২৪ সালের $৩৯ বিলিয়নের চেয়ে অনেক বেশি
- ২০২৪ সালেই তারা ১৩ লাখ GPU মোতায়েন করছে

🏕️ অস্থায়ী টেন্ট-ভিত্তিক ডেটা সেন্টার:
- নির্মাণ বিলম্ব এড়াতে মেটা AI ইনফ্রাস্ট্রাকচার টেন্টে স্থাপন করছে!
- বিলিয়ন ডলারের প্রযুক্তি—টেন্টে!

🧪 কৌশলগত বাস্তবতা:
- এগুলো শুধুই ডেটা সেন্টার নয়, বরং **Meta Superintelligence Labs**-এর ভিত্তি
- Alexandr Wang এবং Nat Friedman নেতৃত্ব দিচ্ছেন
- লক্ষ্য: AGI-কে ছাড়িয়ে যাওয়া

⚡ শক্তি ও পরিবেশ:
- ৫ গিগাওয়াট মানে শত শত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সমান শক্তি
- বিদ্যুৎ, টেকসইতা, এবং কার্বন নির্গমন—সবই বড় প্রশ্ন
- কিন্তু মেটা ঝুঁকি নিতে প্রস্তুত

🧭 বার্তা পরিষ্কার:
- AI সুপারইন্টেলিজেন্স সবকিছু বদলে দেবে
- স্বল্পমেয়াদি ক্ষতি গ্রহণযোগ্য
- শক্তি ও কেন্দ্রীকরণের ঝুঁকি তারা মেনে নিচ্ছে

---

জাকারবার্গ কি ভবিষ্যতের AI তৈরি করছেন, নাকি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুয়া খেলছেন?

যাই হোক, **ম্যানহাটন-আকারের AI সুপারকম্পিউটার এখন বাস্তবতা**—এবং এটি AI প্রতিযোগিতার নিয়মই বদলে গেছে।

পাঁচ পদের ভর্তা,সেই স্বাদ😜
17/07/2025

পাঁচ পদের ভর্তা,সেই স্বাদ😜

17/07/2025

পুরুষ তুমি...//

হয়রত আলী (রাঃ) মতো হও,,তিনি গরিব ছিলেন,, "তবে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন,, তিনি ঝাগরা করলে তাকে জিতিয়ে দিতেন,, রাগ করলে তার সাথে ভালোবাসার কথা বলতেন,, গল্প শুনাতেন-মাঝে-মাঝে স্ত্রীর প্রশংসা করতেন, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতেন কষ্ট পেলে তাকে বুকে জরিয়ে ধরতেন,, -মাথায় হাত বুলিয়ে দিতেন,, আর কষ্ট ভাগ করে নিতেন-

সুবাহানাল্লাহ🤲🏻

Address

Anowara
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Moments of Shanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments of Shanta:

Share

Category