Iqbal Rinku

Iqbal Rinku Official Page


কারো সফলতায় আপনার রিজিক থেকে একটু ও কমবেনা, তাই কারো উন্নতিতে হিংসা না করা উত্তম👍 The zero goal of business integrity

শুভ কামনা-🥰শীঘ্রই দাত ভাঙ্গা জবাব দিবে-বাণীতে রাজু ভাই
28/06/2025

শুভ কামনা-🥰
শীঘ্রই দাত ভাঙ্গা জবাব দিবে-বাণীতে রাজু ভাই

23/06/2025
সন্দ্বীপ এর ফেরী সার্ভিস টিকিয়ে রাখার একমাত্র উপায় নিয়মিত ড্রেজিং | অন্য কোন উপায় আছে মনে করলে তা মন্তব্যে কারিগরি যুক্ত...
16/06/2025

সন্দ্বীপ এর ফেরী সার্ভিস টিকিয়ে রাখার একমাত্র উপায় নিয়মিত ড্রেজিং | অন্য কোন উপায় আছে মনে করলে তা মন্তব্যে কারিগরি যুক্তি সহকারে উপস্থাপন করতে পারেন | ড্রেজিং অত্যান্ত ব্যয়বহুল | সরকার সারা বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্টেশনে স্থল , জল , রেল , বিমান সব ক্ষেত্রেই বিপুল পরিমান ভূর্তকি দেয় | সমুদ্র উপকূলের অল্প মানুষের জন্য. বাজেট থাকলে ভালো | আর যদি তা বৈধ ভাবে স্হায়ীভাবে অনুমোদন করানো না যায় তাহলে আইনগত ভাবে সারচার্জ হিসাবে নানা খাত থেকে এই খরচ উঠানোর জন্য সবিনয় প্রস্তাবনা রাখলাম :. ১. প্রতিদিন যাত্রী প্রতি ৫০ টাকা করে ৪ হাজার যাত্রী থেকে ২ লক্ষ টাকা |. ২. প্রতিদিন দুই দিকের পার্কিং থেকে ১৫ হাজার টাকা | ৩. প্রতিটি ট্রাক থেকে প্রতি ট্রিপ ৫০০ টাকা করে ১০ হাজার টাকা |. ৪. প্রতিটি মোটর সাইকেল থেকে ৬০ টাকা দরে ১২ হাজার টাকা |. এই হিসাবে প্রতিদিন আয় হবে ২ লক্ষ ৩৭ হাজার টাকা |. একই হিসাবে ৩০ দিনের আয় ৭১ লক্ষ ১০ হাজার টাকা | এই সংগ্রহ ম্যানেজ করতে ২ লক্ষ টাকা খরচ হলেও প্রায় ৭০ লক্ষ টাকা সংগৃহিত হবে |. সামাজিক ব্যবসা ফিলোসফি অনুসারে প্রতি কিউবিক ফুট মাটি ১২ " সাকশন ড্রেজার দিয়ে ড্রেজিং করতে খরচ হবে ৬ টাকা ( ব্যবসায়ী হীরা ভাই এর দেয়া বাজার দর ) | এই দরে ৭০ লক্ষ টাকায় মোট প্রতিমাসে ১১ লক্ষ ৮৫ হাজার কেউবিক ফুট মাটি ড্রেজিং করা সম্বব হবে | এই পরিমান মাটি হয়তো প্রতিমাসে ড্রেজিং করার প্রয়োজন নাও হতে পারে - ৬ মাস টেস্ট প্রজেক্ট হতে পারে | এই মাটি প্রায় ৩০০০ ট্র্যাক্টর ট্রলি হবে - যার বিক্রয় মূল্য ৩০০ টাকা হিসাবে আরো প্রায় ৯ লক্ষ টাকা অতিরিক্ত পাওয়া যাবে প্রতি মাসে | আমাদের উপদেষ্টা জনাব ফাওজুল কবির খান দায়িত্বে থাকতেই - নীতিমালা সহ এটার আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ | আর এই প্রক্রিয়ায় কোন ব্যবসায় রাজনৈতিক প্রভাবশালী কেউ যুক্ত না হওয়া ও টানা হেস্রা না থাকাই ভালো হবে | কারণ ক্ষমতাসীন দলের নেতা হলে তারা গায়ের জোরে জবাব দিহীতার বাহিরে থাকতে চায় - !

তাই দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা👍

"হাসির পেছনেও একটা বাস্তবতা থাকে, যা কাঁদতেও দেয় না, বলতেও দেয় না।"
15/06/2025

"হাসির পেছনেও একটা বাস্তবতা থাকে, যা কাঁদতেও দেয় না, বলতেও দেয় না।"

"বাস্তবতা সবসময় মিষ্টি নয়, কিন্তু সেটাই আমাদের সত্যিকারের শক্তি গড়ার জায়গা।"
12/06/2025

"বাস্তবতা সবসময় মিষ্টি নয়, কিন্তু সেটাই আমাদের সত্যিকারের শক্তি গড়ার জায়গা।"

"বন্ধুত্ব হল সেই সম্পর্ক, যেখানে কোনো রক্তের প্রয়োজন নেই, শুধু হৃদয়ের বাঁধনই যথেষ্ট।"
09/06/2025

"বন্ধুত্ব হল সেই সম্পর্ক, যেখানে কোনো রক্তের প্রয়োজন নেই, শুধু হৃদয়ের বাঁধনই যথেষ্ট।"

⎯⃝�😉🥸•••⊰❂⊱সিংহ হও, সিংহাসন নিয়ে চিন্তা করো না, যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে ༅༎•😎🧐👽༅༎•─
03/05/2025

⎯⃝�😉🥸•••⊰❂⊱
সিংহ হও, সিংহাসন নিয়ে চিন্তা করো না, যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে
༅༎•😎🧐👽༅༎•─

আশা হচ্ছে একটি জীবন্ত স্বপ্ন। 🥰🥹
30/04/2025

আশা হচ্ছে একটি জীবন্ত স্বপ্ন। 🥰🥹

•⊰❂⊱ﷲ«✧📿🤲🏼পুণ্য অর্জন করার চেয়ে পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। ༅༎༅─🦋🕋🕌🦋─༅༎༅
27/04/2025

•⊰❂⊱ﷲ«✧📿🤲🏼
পুণ্য অর্জন করার চেয়ে পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।
༅༎༅─🦋🕋🕌🦋─༅༎༅

মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে তারা সবসময়ই বিশ্বাস করবে।
23/04/2025

মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে তারা সবসময়ই বিশ্বাস করবে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Rinku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share