লিডার দ্যা বড় ভাই/Leader The Bodo Vai

লিডার দ্যা বড় ভাই/Leader The Bodo Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লিডার দ্যা বড় ভাই/Leader The Bodo Vai, Digital creator, Chittagong.

জীবনে জিততে হলে, হার থেকে শিক্ষা নিতে হয় !
সবাই কে বিশ্বাস করে প্রতিনিয়ত ঠকতে হয় !
পরোপকার ভাল, তবে তেল মারা অমঙ্গল !
জীবনে যে কিছুর পিছে লেগে থাকো, সফলতা আসবেই ইন শা আল্লাহ্ 🥀❤️🥰

😭নারায়ণগঞ্জের বিসিকে এম এস ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় বি*স্ফোরণ, দ*গ্ধ ৬ শ্রমিকনারায়ণগঞ্জের বিসিকে এম এস ড্রাইং, প্রিন...
27/10/2025

😭নারায়ণগঞ্জের বিসিকে এম এস ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় বি*স্ফোরণ, দ*গ্ধ ৬ শ্রমিক
নারায়ণগঞ্জের বিসিকে এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বি*স্ফোরণের ঘ'টনা ঘটেছে। এতে ছয় শ্র'মিক দ*গ্ধ হয়েছেন।

জানা যায়, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে গ্যাস লাইনের নতুন সংযোগ দেওয়ার কাজ করছিলেন ছয় শ্র'মিক। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যা'স লাইন থেকে বি'কট শ'ব্দে বি*স্ফোরণ ঘটে। মুহূ'র্তেই দাউ'দাউ করে আ*গুন জ্ব'লে ওঠে। এতে ছয় শ্র'মিকের শ'রীর ঝ*লসে যায়। সহকর্মীরা তাদের সঙ্গে সঙ্গে উ*দ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সময় সংবাদকে বলেন, দ*গ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অব'স্থাই গু'রুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পু*ড়েছে তা পরবর্তীতে বলা যাবে।
দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
🤲আল্লাহ হেফাজত করুক আমিন 🤲

প্রবাসীর লাশ...একজন কে বলছিলাম,ভাই লাশগুলো  পুড়ে যাবে,উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"কিন...
18/10/2025

প্রবাসীর লাশ...
একজন কে বলছিলাম,ভাই লাশগুলো পুড়ে যাবে,
উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"
কিন্তু বিশ্বাস করেন,হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নিথর দেহ আমাকে অস্থির করে তুলছিল। বাক্সবন্দি যে লাশের অপেক্ষায় তার এতিম বাচ্চা,বিধবা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লাশ তারা শেষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না।
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না। এর চেয়ে বিষাদের বেদনা আর কি হতে পারে.?
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি।চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি।তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার।হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার রক্তাক্ত কফিন আমার চোখে ভেসে উঠে।

collected - Fahim Hasan

বুথে টাকা তুলতে গিয়েছিল মহানায়ক রুবেল। শুধুমাত্র এই কাজটাই নিজে নিজে করেন। কারণ পাসওয়ার্ড অন্য কারো কাছে শেয়ার করলে ঝামে...
12/10/2025

বুথে টাকা তুলতে গিয়েছিল মহানায়ক রুবেল। শুধুমাত্র এই কাজটাই নিজে নিজে করেন। কারণ পাসওয়ার্ড অন্য কারো কাছে শেয়ার করলে ঝামেলা।

বুথে প্রচন্ড ভীড় ছিল। সেজন্যে মুখে মাস্ক লাগিয়ে যান যাতে কেউ তাকে চিনতে না পারে। ভিতরে ঢুকেই রুবেল লাইনের তোয়াক্কা না করে নিজের কার্ডটা মেশিনে ঢুকিয়ে দেন। আর ৬০০ টাকা তুলেন। শুনে বিস্ময়কর লাগতে পারে যে ৬০০ টাকা কিভাবে উইথড্র করলেন তিনি? আসলে রুবেলের কার্ডটা ভিআইপি কার্ড। এটা দিয়ে একশো, দেড়শো, তিনশো যা মন চায় উইথড্র করা যায়।

টাকা নিয়ে বেরিয়ে আসার সময় চার ফুটের ডাইনোসরের গলার হেডফোন, সোনার চেইন, বুতাম খোলা শার্ট আর টি শার্ট দেখেই কয়েকজন তাকে চিনে ফেলে। আর সঙ্গে সঙ্গে সবাই তাকে জড়িয়ে ধরে চিৎকার শুরু দেয়, রুবেল স্যারকে পেয়েছি! রুবেল ভাইকে পেয়েছি!

রুবেলের বডিগার্ডরা তখন টেনেহিঁচড়ে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু এতোগুলো ভক্তের সাথে দুইজন বডিগার্ড কীভাবে পেরে উঠে!

পরে ভক্তরা রুবেলকে মাথায় তুলে নিয়ে চলে যায় বুথের পাশের এক স্কুল মাঠে। সেখানে কারাতে প্রতিযোগিতা হচ্ছিল, যা কিনা শেষের দিকে। একটু পরেই পুরস্কার বিতরণ করা হবে বিজয়ীদের মাঝে। ভক্তরা রুবেলকে প্রধান অতিথি বানিয়ে সেখানে চলে যায়৷ পরে রুবেল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এতে রুবেলও খুশি, ভক্তরাও খুশি। শুধু খুশি হয়নি অনুষ্ঠানে আসা পূর্বনির্ধারিত প্রধান অতিথি। যে কিনা রুবেলের পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে৷

সোস - চালাইয়া দেন 🤣🤣🤣

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Tasniya Jahan, তোর বাপের কি, Rabin Monda...
07/10/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Tasniya Jahan, তোর বাপের কি, Rabin Mondal

03/10/2025

দুরত্ব সৃষ্টি হওয়ার প্রথম কারন জবান /মুখের কথা

#ভিডিওシ

28/09/2025

সততা জীবনের শ্রেষ্ঠ সম্পদ 🙂

#ভিডিওシ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when লিডার দ্যা বড় ভাই/Leader The Bodo Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিডার দ্যা বড় ভাই/Leader The Bodo Vai:

Share