
05/10/2024
সত্যি বলতে #কবর কে বরাবরই বড্ড ভয় পেতাম আমি, আমি #হিন্দু বলে নয় কিন্তু। জানিনা কেনো, হয়ত এই বিষয়টা নিয়ে বেশির ভাগ ভুতুরে কান্ড কারখানা, সিরিয়ালগুলো দেখায় হয়ত তাই।। কিন্তু,,,,,,,,
আমার #মায়ের কিছু কথার ধারণা ও তার প্রমাণে আর সুমন্ত আসলামের '' #অযান্ত্রিক '' এই বইটি শুরু থেকে পড়ার পর আমার ধারণা পালটে গেছে। আর বইটির শেষে ছিলো দু:ক্ষভরা অপ্রাপ্তি🙂
কিন্তু সুন্দর ছিলো সবটা। না জানি কত কত মানুষ, কারো পরিবার, পরিবারের বাহিরে কত সদ্য পরিচিত বন্ধু বা কত ঘনিষ্ঠ দোস্ত কত কত কারণে নিজেদের আপন লোকদের থেকে আলাদা হয়ে একা শুয়ে থাকে সেই সাড়ে তিন হাত মাটির ঘরে। কেউ #ফুল হয়ে ফুটে উঠে কেউ বা #ক্ষমা পাওয়ার আশায় প্রার্থনা করে #সৃষ্টিকর্তার কাছে✨
সৃষ্টিকর্তা সবাইকে নিজের পদতলে ঠাই দিক🙏🥺
বি:দ্র: হয়ত মনের আবেগ থেকেই লিখেছি কথাগুলো, আমার শ্রদ্ধা আর সম্মান প্রতিটি ধর্মেই, লেখাটা কারো কাছে খারাপ লাগলে ক্ষমা করে দিবেন,আর কারো কিছু বলার থাকলেও বলতে পারেন ধন্যবাদ🙂