03/04/2025
সেবা, সহযোগিতা, সামাজিকতা, উপকারিতা আমাদের মূল লক্ষ্য।
"প্রান্তিকের পাশে আমরা" প্রবাসীদের সমাজসেবামূলক সংগঠন।
আজ আমাদের পক্ষ হতে একজন ভাইকে অল্প করে সহযোগিতা করা হয়ছে। ভাইটি আমাদের মতই সুস্থ সবল ছিলো হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শিয়াল এর কামরে ওনার আজ এই অবস্থা। সবার কাছে অনুরোধ রইলো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে ওনাকে সাহায্য করেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। ওনার বর্তমান অবস্তা খুবই খারাপ হাত মুখ এবং পুরো শরীল দিয়ে রক্ত বের হচ্ছে,এখন সে কুমিল্লায় এক হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।ফ্যামেলির আর্থিক অবস্থা ভালো না থাকায় ওর চিকিৎসার খরচ মেটানো সম্ভব হচ্ছে না।সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো ওনাকে সুস্থ হওয়ার তৌফিক দান করেন।ঠিকানা(আখাউড়া হিরাপুর)
দোয়া করবেন আমরা প্রবাসী যারা এই সংগঠনে আছি, আমরা যেন আরো ভাল ভাল কাজে অংশ নিতে পারি, সহযোগিতার হাত বাড়াতে পারি। পরিচিত কেউ যদি আমাদের সংঘটনের সাথে থেকে মানবিক কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।