SR KADER 001

SR KADER 001 hi welcome assalamu alaikum how are you my face SR Kader 001 can you help me,,and my number,,01867553929
(1)

24/10/2025

#ভাইরাল #ভিডিওটা দেখুন আর যাদের ঘরে কন্যা সন্তান আছে,, তাদের জন্য কি বলে শুনবেন,, মাঝখানে একটু এড আছে এর বাকি অংশ শুনার অনুরোধ রহিল

23/10/2025

আমাদের বংশে বিয়ে মানেই কিছু নাক গলানো মানুষ,
শুরুতে বড় আপন, পরে যেন অচেনা কোনো প্রাণ।
বিয়ের আনন্দ ফুরায়, হাসির বদলে বাড়ে বোঝা,
যারা একদিন পাশে ছিল, আজ তারা মুখোশে ঢাকা মুখে রোজা।

👉 Facebook for Creators SR KADER 001
“আমাদের বংশে বিয়ে মানেই কিছু নাক গলানো মানুষ— শুরুতে আপন, শেষে অচেনা! সময় গেলে বোঝা যায়, হাসির আড়ালে কত মুখোশ লুকিয়ে আছে!” 😌💔

#ভাইরাল post

21/10/2025


🌅 শুভ সকাল 🌅নতুন সকাল, নতুন আলো, নতুন আশার ছোঁয়া,গতকালের ক্লান্তি মুছে, আজ হাসি দিক গোয়া। ☀️মনকে সাজাই প্রভাতের দোয়ায...
20/10/2025

🌅 শুভ সকাল 🌅
নতুন সকাল, নতুন আলো, নতুন আশার ছোঁয়া,
গতকালের ক্লান্তি মুছে, আজ হাসি দিক গোয়া। ☀️
মনকে সাজাই প্রভাতের দোয়ায়,
আল্লাহর নামেই শুরু হোক জীবনের মায়া। 💫

চোখে স্বপ্ন, মনে শান্তি,
জীবনের প্রতিটি ক্ষণ হোক রহমতের পান্তি। 🤍
#শুভ_সকাল #আল্লাহ_ভরসা

19/10/2025

🌿 ছোট্ট গল্প: হাসির আড়ালের কষ্ট 🌿

প্রতিদিন হাজারো কাজের ভিড়ে ক্লান্ত এক পুরুষ…
সকালে বের হয় সংসারের চিন্তা নিয়ে, রাতে ফিরে আসে হালকা একটা হাসি মুখে।
কেউ ভাবে — “কি শান্ত মানুষ!”
কেউ ভাবে — “সব সময় হাসে, নিশ্চয় কোনো চিন্তা নেই!”

কিন্তু কেউ জানে না,
এই হাসির আড়ালে লুকানো থাকে হাজার কষ্ট, অপমান, অবহেলা আর না বলা গল্প।
দিনভর নিজের স্ত্রীর ভালো-মন্দ গল্প শোনার পর,
অন্যের স্ত্রীর সুখ-দুঃখের গল্পও শুনতে হয় তাকে —
যেন সে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল শ্রোতা!

তবুও সে চুপ থাকে, হাসে, কারণ এটাই তার চরিত্রের সৌন্দর্য।
সে জানে, সংসার মানে শুধু কথা নয়, সহ্য করা, বোঝা, আর নিজের কষ্ট গিলে ফেলা।

শেষ রাতে নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে —
মন চায় একবার কেউ জিজ্ঞেস করুক,
“তুমি কেমন আছো?”
কিন্তু সে জানে, প্রশ্নটা কেউ করবে না...
তবুও সে হাসে — কারণ এটাই তার ভালোবাসার অভ্যাস। ❤️

#মনকথা #জীবনেরগল্প #পুরুষেরনীরবতা #বাস্তবকষ্ট

18/10/2025

যেখানে বাংলাদেশে একটা ভয়াবহ বিপ দ সংকেত চলতেছে আগুন নিভানো আগুন জালানো কর্মস্থল বন্ধ নিয়ে সেখানে কিছু সংবাদ মিডিয়া প্রচার করতেছে হিরো আলম দুধ দিয়ে গোসল করতেছে যা দেশ এবং জনগণের জন্য কোন কাজে আসবে না

18/10/2025

🌸 কিছু কথা মুখে বলা যায় না,
সেগুলো শুধু অন্তরের ভাষায় বলা যায়…
যে সত্যিই অনুভব করতে জানে,
সে নীরবতার মাঝেও সব বুঝে নেয় 💫💭

#অন্তরের_কথা #নীরব_ভালোবাসা #মনের_ছোঁয়া

17/10/2025

📰 চট্টগ্রাম সিটি গেট এলাকায় ফুট ওভারব্রিজের দাবিতে এলাকাবাসীর আহ্বান

চট্টগ্রাম সিটি গেট থেকে মোস্তফা হাকিম কলেজ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে রয়েছে —
মুস্তাফা সদন মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার,
মোস্তফা হাকিম কলেজ ও স্কুল,
অসংখ্য কোচিং সেন্টার,
বৃহৎ আবাসিক এলাকা,
এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ছোটখাটো ফ্যাক্টরি।

প্রতিদিন এই এলাকায় হাজারো শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ হাইওয়ে পারাপারের সময় মারাত্মক ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করছেন। ব্যস্ত সড়ক হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে উন্নয়ন প্রকল্প হলেও এই গুরুত্বপূর্ণ এলাকায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

এলাকাবাসীর একটাই দাবি —
👉 “চট্টগ্রাম সিটি গেট থেকে মোস্তফা হাকিম কলেজ পর্যন্ত দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হোক, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারেন।”
@ MD Kader
📄 Page: KADER 0001

#চট্টগ্রাম #সিটিগেট #জনদুর্ভোগ #ফুটওভারব্রিজ_দাবি #চট্টগ্রামনিউজ

16/10/2025

16/10/2025

🚍 চট্টগ্রাম—সীতাকুণ্ড থেকে অলংকার/মার্কেট রুটের যাত্রীদের ভোগান্তি চরমে!

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অলংকার ও মার্কেটগামী লোকাল বাসগুলোতে বর্তমানে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে।
গরমে অতিষ্ঠ যাত্রীদের জন্য বেশিরভাগ গাড়িতেই ফ্যান নেই,
যানজটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে,
আর তার মধ্যেই নতুন কৌশল হিসেবে অনেক ড্রাইভার এখন হেল্পার ছাড়া গাড়ি চালাচ্ছেন —
ফলে উঠানামা, নিরাপত্তা ও শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

🧍‍♂️ অতিরিক্ত যাত্রী বোঝাই ও ফ্যানবিহীন পরিবেশে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থ মানুষদের জন্য এই অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

👉 স্থানীয়রা প্রশাসনের নজরদারি ও কঠোর ব্যবস্থা দাবি করেছেন—

গাড়িতে ফ্যান ও ভেন্টিলেশন বাধ্যতামূলক করা,

হেল্পারবিহীন গাড়ি বন্ধ করা,

অতিরিক্ত যাত্রী তোলা ও যত্রতত্র থামানোয় জরিমানা প্রবর্তন করা।

📢 আমাদের সবাইকে সচেতন হতে হবে — নিরাপদ যাত্রা সবার অধিকার।
পরিবহন মালিক ও প্রশাসন যদি উদ্যোগ নেয়, তাহলে চট্টগ্রামের সড়কগুলো আরও শৃঙ্খলিত ও যাত্রীবান্ধব হবে ইনশাআল্লাহ।

✍️ লেখকঃ MD Kader (SR KADER 0001)
📄 Md Kader SR KADER 001 Page

#চট্টগ্রাম #সীতাকুণ্ড #অলংকার #জনপরিবহন #যাত্রীনিরাপত্তা #চট্টগ্রামসংবাদ #বাংলাদেশ

15/10/2025

🌅 সুপ্রভাত প্রিয় বন্ধুরা 🌅
الحمد لله 🌸
একটা নতুন সকাল, আল্লাহর দেওয়া নতুন জীবন 💖

🕌 ঘুম থেকে উঠেই বলো —
"আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা বা’দা মা আমাতানা, ওয়া ইলাইহিন্নুশূর"
(অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যু-পরবর্তী নিদ্রা থেকে জীবিত করেছেন, এবং তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন।)

✨ এরপর করো—
🧼 হাত-মুখ ধোও
🩴 ডান পা দিয়ে বিছানা থেকে নামো
🕋 ফজরের নামাজ আদায় করো
📖 কুরআন তেলাওয়াত করো কিছুক্ষণ
🤲 আল্লাহর কাছে দোয়া করো নিজের ও পরিবারের জন্য
💖 ভালো কাজে দিন শুরু করো — মিষ্টি হাসি, সুন্দর আচরণ, হালাল রিজিকের নীয়ত নিয়ে 🌿

🌞 সকাল মানেই নতুন আশার সূর্যোদয়
আসুন, আল্লাহর নাম নিয়ে শুরু করি এই সুন্দর দিনটি 💫

#সুপ্রভাত #ইবাদত #ফজরের_আলো #আলহামদুলিল্লাহ
📘 Md Kader | SR KADER 001

14/10/2025

🌙 রাতের ছন্দ সবার জন্য 🌙

রাত নেমেছে নীরব আকাশে,
চাঁদটা হাসে আলোর ভাষে।
মনটা চায় স্বপ্ন বুনে,
শান্ত ঘুমে ঢেকে যাক তিনে। 😴✨

যে ভালো থাকে, সে আলো ছড়ায়,
দুঃখ পেলে হাসি ফিরায়।
সবার জন্য আমার কামনা —
রাত হোক মিষ্টি স্বপ্নে ভরা। 💫❤️

শুভ রাত্রি সবাইকে 🌃
ভালো থাকুন, আল্লাহ হাফেজ 🤲

#শুভরাত্রি #রাতেরছন্দ #ভালোথাকুন #মনভালোথাক ✨🌙

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR KADER 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share