Lx Anam Vai 007

Lx Anam Vai 007 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lx Anam Vai 007, Chittagong.

11/11/2024

With পাবনার ছোট আফা – I just got recognized as one of their top fans!

11/11/2024

With পাবনা গার্ল – I just got recognized as one of their top fans!

01/11/2024
“ তুমি আমার বউ! ওই ছেলের রূহ কাঁপলো না? তোমাকে স্পর্শ করার? আমার কলিজায় হাত দাওয়া ঘুচিয়ে দিবো আজ। যে হাত দিয়ে তোমায় স্পর...
31/10/2024

“ তুমি আমার বউ! ওই ছেলের রূহ কাঁপলো না? তোমাকে স্পর্শ করার? আমার কলিজায় হাত দাওয়া ঘুচিয়ে দিবো আজ। যে হাত দিয়ে তোমায় স্পর্শ করেছে, ওই হাত আজীবনের জন্য হারাবে। ও সর্বদা মনে রাখবে, অন্যের কলিজায় হাত দেওয়ার শা/স্তি কতটা ভয়ংকর হয়! তোমার এই দেহে শুধু আমার ছোঁয়া থাকবে। আমি আদর করি,মা/রি, কা/টি যাই করি! তোমার উপর শুধু আমার অধিকার আছে। মনে রেখো, আমার আমানত রক্ষা করা তোমার দ্বায়িত্ব! যদি ভুলেও হের ফের হয়, নেক্সট টাইম তোমাকে প-ঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো। ”

হু/মকি দেওয়া চিঠিটা পড়ে অন্তীর বুক ধক করে উঠে। সে কাঁপা হাতে কপালের ঘাম মুছে নিলো। আজ কলেজের বিদায় অনুষ্ঠান থাকায়, সাইন্স এর সবাই ম্যাচিং করে নীল শাড়ি পড়ে এসেছে। অন্তী বরাবরই উজ্জ্বল বর্নের মায়াবী চোখের মেয়ে। যার মুখে লেগে থাকে মিষ্টি হাঁসি। কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষা! তাই সে, কলেজ গেইটে ঢুকেই সব ফ্রেন্ডের সাথে কথা বলছিলো। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় রাফি। ছেলেটা ভীষণ চঞ্চল। মুহুর্তেই বন্ধু বানিয়ে ফেলার গুণ আছে। তারাও আজ কালো রঙের পাঞ্জাবি পড়েছে। সে হুড়মুড় করে অন্তীর সামনে দাঁড়িয়ে মাথায় চা/টি মা/রলো। বাহুতে মৃদু চা/প্পড় দিয়েই দৌঁড়ে চলে যায় বন্ধুদের কাছে। অন্তী তখনও বুঝতে পারেনি! ছোট্ট একটা স্পর্শে কেউ দূর থেকে তাকে ফলো করছে। চেয়ারে বসার পরেই একটি পিচ্চি তার হাতে এই কাগজ দিয়ে যায়।

অন্তীর চিঠির প্রথম অংশ পড়ে ভারী তৃষ্ণা পেলো। গলা কেমন শুঁকিয়ে আসছে। সে চটপট আশেপাশে লক্ষ্য করে, চিঠির মালিক কে হতে পারে! কিন্তু কোনো ফল পেলো না। সে ঢোক গিয়ে চিঠির বাকি অংশ পড়া শুরু করে।

“ কান খুলে শুনো মেয়ে! কোনো ছেলের সাথে কথা বলার আগে, মনে রাখবে তোমার একটা স্বামী আছে। হয়তো কবুল বলিনি! ব্যাপার না হয়ে যাবে দ্রুত! একটা ছেলে গত ৪ বছর ধরে তোমাকে ফলো করছে। তুমি কি করছো, কোথায় যাচ্ছো? কার সাথে মিশছো! কোন ছেলে তোমার দিকে তাকালো! সবকিছু আমার নখদর্পনে! যা তুমি কল্পনাও করতে পারবে না। এই ৪ টি বছর এমনি এমনি তোমার উপর সময় নষ্ট করিনি। আমার বউ করে ঘরে তুলবো তাই পিছু নিয়েছি। এতো সহজে ছাড়ছি না। ”

পড়া শেষে কাগজ উল্টে পাল্টে দেখলো আর কিছুই লেখা নেই। সে দীর্ঘশ্বাস ফেললো। অথচ, মনে তার ঝড় বয়ে যাচ্ছে। শুধু মনে পড়ছে, ৪ বছর ধরে কে ফলো করছে? যদি তাই হয়! সামনে আসছে না কেনো? তার ভাবনার মাঝেই বিদায় অনুষ্ঠান শুরু হয়।

তিনদিন পর মেয়েটি কলেজে এসে দেখতে পেলো সত্যি সত্যি রা

সিংহ সিগারেট ধরাচ্ছিলো... হঠাৎ শিয়াল এসে বললো, ভাই, কেন এসব ছাইপাশ খাচ্ছো? ছেড়ে দাও। এসো আমার সাথে, দেখো, এই বন কি সুন্দ...
30/10/2024

সিংহ সিগারেট ধরাচ্ছিলো... হঠাৎ শিয়াল এসে বললো, ভাই, কেন এসব ছাইপাশ খাচ্ছো? ছেড়ে দাও। এসো আমার সাথে, দেখো, এই বন কি সুন্দর!

সিংহ শিয়ালের সাথে যাওয়া শুরু করলো। কদ্দুর যাবার পর দেখে হাতি ‘বাবা’ খাচ্ছে।

শিয়াল আবার বললো, কেন ভাই? কি দুঃখ তোমার? এসব ছেড়ে আমার সাথে চলো, দেখো, এই বন কত নাইস!

হাতি তার পিছে পিছে যাওয়া ধরলো। আবার কিছুদূর যাবার পর দেখে বাঘ মদ খেয়ে টাল।

শিয়াল গিয়ে সুন্দর করে বুঝালো, ছাড়ো না এসব নেশা। আমার সাথে চলো। দেখো, বনটা কত্ত বিউটিফুল!

বাঘ উঠে ঠাডায় একটা থাবড়া মারলো। শিয়াল কয়েক গজ দূরে গিয়ে পড়লো।

হাতি বললো, কি হলো ভাই?! বেচারাতো ভালো কথাই বললো।

বাঘ কইলো, এই হারামজাদা ডেইলি গাঁঞ্জা খাইয়া এইভাবে সবাইরে নিয়া রাইত ভর জঙ্গলে ঘুরায় !!!

30/10/2024

জে ছেরে চোলে গেছে তাকে পাওয়ার আসা আমি করি না😎

Address

Chittagong

Telephone

+8801758844272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lx Anam Vai 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share