Sumon Chakma

Sumon Chakma Hello, I’m Sumon Chakma, I am an Digital Entrepreneur. I am a Graphic Designer and Digital Marketer.

Hello, I’m Sumon Chakma, I am an Assistant Teacher (ICT) at Bainnachola-Manikpur High School and a Digital Entrepreneur. I have been working successfully in the Local and International marketplace for over 4 long years.

অন্ধের দেশে আয়না বিক্রি। তথ্য প্রযুক্তিতে অন্য দেশ যেখানে পঞ্চম প্রজন্মের পৃথিবী জয় করার পথে সেখানে আমরা এখনো তথ্যপ্রযুক...
24/09/2025

অন্ধের দেশে আয়না বিক্রি।

তথ্য প্রযুক্তিতে অন্য দেশ যেখানে পঞ্চম প্রজন্মের পৃথিবী জয় করার পথে সেখানে আমরা এখনো তথ্যপ্রযুক্তির দ্বারপ্রান্তে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ICT সাবজেক্টকে বাধ্যতামূলক করা হয়েছে সেখানে মাধ্যমিক পর্যায়ে ICT তে ২৫ টি বহু নির্বাচনী (নৈর্ব্যক্তিক) বর্তমান প্রজন্মের জন্য কতটুকু যৌক্তিক তা আমার অজানা। আমার জানে মতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর কারণে ICT সাবজেক্টটি পড়েইনা, পড়লে হয়তো সারা বছরে ২-৩ ঘন্টা।

তাছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ICT তে যে সিলেবাস রয়েছে তার সাথে মাধ্যমিকের সিলেবাসের সাথে কোন মিল নেই, অথচ তা করার প্রয়োজন ছিলো। আমরা যা মাধ্যমিকে পড়ি তা চতুর্থ প্রজন্মের দেশগুলো প্রাইমারি লেভেলে পড়ে। একবার চিন্তা করে দেখুন আমরা কতটা পেছনে!!!

একজন শিক্ষার্থী যখন উচ্চ মাধ্যমিকে যায় তখন ICT সাবজেক্টটি তার একেবারে নতুন মনে হয়। যার কারণে প্রায়ই শিক্ষার্থী ICT তে ফেল করে অথবা ঐ সাবজেক্টে দূর্বল। এই একই অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়!!

এর জন্য দায়ী কারা?

টাইফয়েড টিকা সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা, তাদের কল্যাণে পোষ্ট করা হলো। টাইফয়েড টিকার গুরুত্বটাইফয়েড জ্বর একটি গুরুতর ...
23/09/2025

টাইফয়েড টিকা সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা, তাদের কল্যাণে পোষ্ট করা হলো।

টাইফয়েড টিকার গুরুত্ব
টাইফয়েড জ্বর একটি গুরুতর ব্যাকটেরিয়াজনিত রোগ, যা Salmonella typhi নামক জীবাণু দ্বারা ছড়ায়। এই রোগ সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে একজন থেকে অন্যজনে সংক্রমিত হয়। সময় মতো চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। এই ধরনের গুরুতর রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো টাইফয়েড টিকা নেওয়া। নিচে টাইফয়েড টিকার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

১. রোগ প্রতিরোধ
টাইফয়েড টিকা শরীরকে Salmonella typhi ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা এই জীবাণুকে শনাক্ত করে এবং ধ্বংস করে। এর ফলে আপনি টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকেন।

২. মারাত্মক জটিলতা হ্রাস
টাইফয়েড জ্বরে সময় মতো চিকিৎসা না হলে অন্ত্রে রক্তক্ষরণ, ছিদ্র (perforation) এবং অন্যান্য গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতাগুলো জীবন-নাশক হতে পারে। টাইফয়েড টিকা এই ধরনের মারাত্মক জটিলতা হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

৩. ভ্রমণকারীদের জন্য অপরিহার্য
যারা টাইফয়েড-প্রবণ এলাকায় ভ্রমণ করেন, তাদের জন্য এই টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিভিন্ন দেশের স্যানিটেশন ব্যবস্থা ভিন্ন হতে পারে এবং ভ্রমণকালে দূষিত খাবার ও পানির সংস্পর্শে আসার ঝুঁকি বেশি থাকে।

৪. কমিউনিটি বা গোষ্ঠী সুরক্ষা
যখন একটি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ টিকা নেয়, তখন রোগ ছড়ানোর সুযোগ কমে যায়। এটি গোষ্ঠী সুরক্ষা (Herd Immunity) তৈরিতে সাহায্য করে, যা সেই সব মানুষকেও পরোক্ষভাবে রক্ষা করে যারা টিকা নিতে পারে না (যেমন: খুব ছোট শিশু বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল)।

৫. শিশুদের জন্য বিশেষ উপকারী
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি বিকশিত হয় না বলে তারা টাইফয়েড সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকে। এই টিকা শিশুদের এই রোগ থেকে রক্ষা করে এবং তাদের সুস্থ জীবন নিশ্চিত করতে সাহায্য করে। বর্তমানে বাজারে শিশুদের জন্য কার্যকর ও নিরাপদ টাইফয়েড টিকা পাওয়া যায়।

৬. দীর্ঘমেয়াদী সুরক্ষা
টাইফয়েড টিকা দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা প্রদান করে। যদিও এর কার্যকারিতা সময়ের সাথে সাথে কিছুটা কমতে পারে, তবে বুস্টার ডোজ নিয়ে এই সুরক্ষা বজায় রাখা সম্ভব। আপনার জন্য কখন বুস্টার ডোজ প্রয়োজন, তা জানতে ডাক্তারের পরামর্শ নিন।

সবশেষে বলা যায়, টাইফয়েড টিকা শুধু ব্যক্তিগত সুরক্ষাই দেয় না, বরং জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইফয়েড রোগের ঝুঁকি কমাতে এবং এর মারাত্মক প্রভাব থেকে বাঁচতে আপনার এবং আপনার পরিবারের জন্য এই টিকা নেওয়া খুবই জরুরি।

Super Four 1st MatchSrilanka VS BangladeshBangladesh Win.
20/09/2025

Super Four
1st Match
Srilanka VS Bangladesh

Bangladesh Win.

আমরা সহকর্মী
15/09/2025

আমরা সহকর্মী

06/01/2025

Microsoft Office Word Application - এ কিভাবে ভংগ্নাংশ লিখবেন।

11/07/2024

কিছু কিছু পোষ্ট, গ্রুপ ও পেইজের কমেন্টে এ ডুকলে মনে হয় অলি আউলিয়ার মাজারে ডুকচি।

08/07/2024

৫৬% কোটায়, বাকি ৪৪% প্রশ্নফাঁসে, আর মেধাবীরা বিদেশে। আমার সোনার বাংলাদেশ তাহলে কিভাবে চলবে কমেন্ট করে জানাবেন।

আসন্ন ৮ই মে রোজ বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল ইউনিয়ন পরিষদ চেয়...
06/05/2024

আসন্ন ৮ই মে রোজ বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু রাজেন্দ্র চাকমাকে চশমা মার্কায় ভোট দিয়ে অত্র এলাকার জনগণের সেবা করার সুযোগ দিন।

যাত্রাপথে বৃষ্টি।
02/08/2023

যাত্রাপথে বৃষ্টি।

প্রস্তুতি চলছে
28/07/2023

প্রস্তুতি চলছে

27/04/2023

সামাজিক অবস্থান, সম্পদ আর টাকার পরিমাপে যারা আত্মীয়ের পরিচয় দেয়, তারাই এই সমাজের মূর্খ, ঘৃণ্য, সুযোগ সন্ধানী আর ছোট মনের মানুষ।

Address

Lakshmichari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Chakma:

Share