Sumon Chakma

Sumon Chakma Hello, I’m Sumon Chakma, I am an Digital Entrepreneur. I am a Graphic Designer and Digital Marketer.

Hello, I’m Sumon Chakma, I am an Assistant Teacher (ICT) at Bainnachola-Manikpur High School and a Digital Entrepreneur. I have been working successfully in the Local and International marketplace for over 4 long years.

06/01/2025

Microsoft Office Word Application - এ কিভাবে ভংগ্নাংশ লিখবেন।

03/01/2025
11/07/2024

কিছু কিছু পোষ্ট, গ্রুপ ও পেইজের কমেন্টে এ ডুকলে মনে হয় অলি আউলিয়ার মাজারে ডুকচি।

08/07/2024

৫৬% কোটায়, বাকি ৪৪% প্রশ্নফাঁসে, আর মেধাবীরা বিদেশে। আমার সোনার বাংলাদেশ তাহলে কিভাবে চলবে কমেন্ট করে জানাবেন।

আসন্ন ৮ই মে রোজ বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল ইউনিয়ন পরিষদ চেয়...
06/05/2024

আসন্ন ৮ই মে রোজ বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু রাজেন্দ্র চাকমাকে চশমা মার্কায় ভোট দিয়ে অত্র এলাকার জনগণের সেবা করার সুযোগ দিন।

যাত্রাপথে বৃষ্টি।
02/08/2023

যাত্রাপথে বৃষ্টি।

প্রস্তুতি চলছে
28/07/2023

প্রস্তুতি চলছে

27/04/2023

সামাজিক অবস্থান, সম্পদ আর টাকার পরিমাপে যারা আত্মীয়ের পরিচয় দেয়, তারাই এই সমাজের মূর্খ, ঘৃণ্য, সুযোগ সন্ধানী আর ছোট মনের মানুষ।

22/04/2023

অনেককিছু করব ভাবি, অনেক রকম চিন্তা করি, কিন্তুু আস্থা হারায়, বিশ্বাস চলে যায়, সময় কিন্তুু নিষ্ঠুর, স্বর্গে যাবার চিন্তা বাদই দিলাম। ইহলোকে এমন অবস্থা। তবে আমি খুব আত্ম বিশ্বাসী। সকল স্বার্থপরদের শুভকামনা, স্বর্গে গিয়ে ও যেন দেখা হয়।

ভর্তি চলছে     ভর্তি চলছে     ভর্তি চলছে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্...
14/12/2022

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে

বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যাক আসনে ভর্তি চলছে।

ভর্তি ফরম বিতরণ ১৫ ডিসেম্বর ২০২২
ভর্তি কার্যক্রম শুরুঃ ২০ ডিসেম্বর ২০২২
ক্লাস শুরুঃ ০১ জানুয়ারি ২০২৩

ভর্তি ফি-২০০ টাকা

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
ওয়ারেন্ট অফিসার মোঃ মোশারফ ,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মোবাইলঃ ০১৭৩৫-৫৫৩০৩৬

সহকারি প্রধান শিক্ষক,
মোঃ এনামুল মোস্তফা
মোবাইলঃ ০১৮১৫-১৬৬৯৬৭

সহকারি শিক্ষক, আসাদুজ্জামান (ধর্মীয় ও নৈতিক শিক্ষা)
মোবাইলঃ ০১৮৪০-৫২৩৩৬৯

সহকারি শিক্ষক, সুমন চাকমা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
মোবাইলঃ ০১৮৮৬৩৬৪৭৮২

ইমেইলঃ [email protected]

--- বিদ্যালয়ের সুযোগ সুবিধা ---

১।প্রতি শ্রেণীতে ১ম স্থান অধিকারী শিক্ষার্থীকে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য বেতনের ১০০% মেধাবৃত্তি প্রদান।
২। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
৩। Lesson Plan ভিত্তিক পাঠদান ও পাঠ্যনুশীলন।
৪। আধুনিক কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার।
৫। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখার সুযোগ।
৬। বিভিন্ন বিষয়ের জটিল ও দুর্বোধ্য বিষয়গুলো সহজভাবে বুঝানোর জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা।
৭। সপ্তাহে একদিন ইংরেজী ভাষা চর্চা (ইংলিশ স্পিকিং) ক্লাসের সুযোগ।
৮। ক্লাস টেষ্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই।
৯। শিক্ষার্থীদের বাসায় গিয়ে পাঠ পর্যবেক্ষণ করা।
১০। শিক্ষার্থীদের সহশিক্ষা-কার্যক্রমের অংশ হিসেবে বিতর্ক, রচনা, গজল, চিত্রাংকন, হামদ-নাত, গান, নাচ, খেলাধুলা ইত্যাদি প্রতিযোগিতা ও স্কাউটিং সুবিধা।
১১। স্কুল নিবার্হী কমিটি কর্তৃক সার্বক্ষণিক শিক্ষাকার্যক্রম তদারকির ব্যবস্থা।
১২। যাতায়াতের জন্য বিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা।
১৩। সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।
১৪। শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিক শিক্ষার ব্যবস্থা।
১৫। মেধাবি শিক্ষার্থীদের সরকারি/বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ।
১৬। ইংরেজী, গণিত ও কম্পিউটার বিষয়ে বিশেষ গুরুত্ব।
১৭। বাৎসরিক শিক্ষাসফরের সু-ব্যবস্থা।
১৮। নিয়মিত অভিভাবক মতবিনিময় সমাবেশ।
১৯। বিদ্যালয় সংলগ্ন 4.5G সম্পন্ন রবি টাওয়ার স্থাপন।

26/09/2022

"আপনার ছেলে নেতার চামচামি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয়। আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়"।

23/09/2022

চাকরি চাই, চাকরি! চাকরির বাজারে নিজেকে কাঙ্ক্ষিত একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে কেবল পুঁথিগত বিদ্যায় অর্জিত অনার্স-মাস্টার্স (রেজাল্ট যত ভালো হোক) যথেষ্ট নয়! এক পদের বিপরীতে ৫০-১০০ জন অনার্স-মাস্টার্স ডিগ্রীধারী প্রার্থী লাইনে দাঁড়িয়ে আছে।

কেন আপনাকে চাকরী দেবে, আপনার কোন বিশেষ জ্ঞান, দক্ষতা, পারদর্শীতা কর্তৃপক্ষকে আপনার প্রতি আকৃষ্ট করবে, আপনাকে তাদের প্রতিষ্ঠানে পেতে চাইবে? আপনার মাধ্যমে প্রতিষ্ঠানের কি বেনিফিট হবে? আপনি ঠিক কি ভ্যালু এড করতে পারবেন?

যেহেতু এদেশের শিক্ষা কারিকুলাম অধিকাংশই জীবন ও কর্মমুখী নয়, তাই অন্যদের চেয়ে চাকরি কিংবা ব্যবসায় এগিয়ে থাকতে গতানুগতিক শিক্ষা ও গৎবাঁধা সার্টিফিকেটের বাইরে আপনাকে অবশ্যই এক বা একাধিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

সেটা হতে পারে- ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক, এনিমেশন, 2D/3D, ফটো ও ভিডিও গ্রাফিক, ডাটা প্রসেসিং, ভিডিও এডিটিং, ড্রোন পাইলটিং, মেক-আপ আর্টিস্ট, ভয়েস ওভার আর্টিস্ট, নিউজ প্রেজেন্টেশন, কনটেন্ট ক্রিয়েটর, দোভাষী, ওয়েব ডিজাইন, মোবাইল/কম্পিউটার/ ইলেকট্রনিকস ডিভাইস সার্ভিসিং, ইন্টেরিয়র ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।

প্রথমে এই বিশ্বাস রাখুন, আপনি এখন যে অবস্থায় আছেন, মন থেকে চাইলে এখন থেকেই শেখা শুরু করতে পারেন। নিজের মনকে প্রশান্ত করুন, নিরব নিস্তব্ধতায় সৃষ্টিকর্তার শরনাপন্ন হোন, সাহায্য ও সঠিক পথের প্রার্থনা করুন। নিজেকে একান্তে সময় দিন, নিজের সাথে কথা বলুন, মনকে জিজ্ঞেস করুন, অনুধাবন করতে চেষ্টা করুন, আপনার কোন স্কিলে জ্ঞান ও দক্ষতা অর্জনের আগ্রহ আছে? যেটা আপনাকে চাকরি বা ব্যবসায় বিশেষ সুবিধা দেবে, আপনাকে পার্টনার বা এমপ্লয়ি হিসেবে পেতে সবাই উদগ্রীব থাকবে।

সেটা অর্জনের জন্য সম্ভাব্য সেরা উপায় নির্বাচন করুন। কঠোর অধ্যবসায় আর ইস্পাত দৃঢ় সংকল্প করুন। যে সেক্টরটি বেছে নিয়েছেন, সেটাতে আপনি হবেন সেরাদের সেরা। ধরে নিন- আপনি ফ্রি ফায়ার, পাবজির মতো একটি গেমের প্রতি আসক্ত, একটার পর একটা লেভেল সাফল্যের সাথে পার করে পরবর্তী লেভেল যাচ্ছেন, আপনি এর শেষ দেখে ছাড়বেন! এটাকেই প্যাশন হিসেবে নিন, অবশ্যই আপনি সফল হবেন।

অগ্রিম শুভকামনা।

Address

Lakshmichari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Chakma:

Share