মুসাফির

মুসাফির মানুষ যত সাধারণ ততই সুন্দর 🖤

02/07/2025

ইসলাম কেবল ইবাদতের ধর্ম নয়, এটি ন্যায়ের এক জীবন্ত আদর্শ। একজন মুসলমানের জীবনে ন্যায়বিচার এতটাই গুরুত্বপূর্ণ যে, কুরআনে আল্লাহ বারবার তা আমাদের নির্দেশ দিয়েছেন।

“নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন ন্যায়বিচার করতে...”
— সূরা নাহল, আয়াত ৯০

আজকের সমাজে আমরা অনেক কিছুতে অগ্রগতি করেছি, কিন্তু ন্যায়বিচারের জায়গায় যেন স্থবিরতা। মানুষ বিচার চায়, কিন্তু বিচার পেতে পেতে অনেক সময় জীবনটাই শেষ হয়ে যায়। অথচ ইসলামের ন্যায়ের আদর্শ ছিল এমন—
➤ যেখানে এক ইয়াহুদি লোককেও রাসূল (সা.) এর আদালতে মুসলিমের বিরুদ্ধে ন্যায়ের সুবিধা পাওয়া গিয়েছিল।

রাসূলুল্লাহ ﷺ বলেন:
❝ যারা অন্যায়ভাবে মানুষের ওপর জুলুম করে, কিয়ামতের দিন তাদের অন্ধকারের মধ্যে রাখা হবে। ❞
— (বুখারী)

ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়।
✅ পরিবারে সন্তানের প্রতি সুবিচার,
✅ কর্মস্থলে অধীনস্থদের প্রতি সম্মান,
✅ সমাজে সবার জন্য সমান আইন —
সবকিছুই ন্যায়বিচারের অন্তর্ভুক্ত।

কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না, তুমি কত রাকাত নামাজ পড়েছ — বরং তিনি বিচার করবেন তুমি কেমন করে মানুষের হক আদায় করেছো।

ন্যায়বিচার কেবল নীতি নয়, এটা আল্লাহর কাছে একটি আমানত।
তাই, চলুন আমরা সবাই জীবনের প্রতিটি স্তরে ন্যায় প্রতিষ্ঠায় আন্তরিক হই।
যারা ন্যায়ের পথে থাকে, আল্লাহ তাদের পক্ষেই থাকেন।

#ইসলাম #ন্যায়বিচার

14/12/2024

স্বাধীনতায় কি পেলাম আমরা?
আবু ত্ব হা মুহাম্মদ আদনান

08/12/2024

কাবুল থেকে দামেস্ক আমরা এক

05/12/2024

Mizanur Rahman Azhari

Send a message to learn more

12/09/2024

জান্নাতের মনোরম ফিচার: মিজানুর রহমান আজহারি💚

নিচের পেইজটি  ফলো করুন👇অনেক ভালো আর্ট করতে পারে ❤️
08/07/2024

নিচের পেইজটি ফলো করুন👇
অনেক ভালো আর্ট করতে পারে ❤️

Address

Padua
Chittagong

Telephone

+8801878511483

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসাফির:

Share