01/11/2025
মাশরাফির ক্যাপ্টেন্সি, সাকিবের ম্যান অফ দ্যা ম্যাচ, তামিমের ড্যান্সিং ডাউন দ্যা উইকেটে এসে চোখ জুড়ানো ছয়, রুবেলের 'ভাইঙ্গা দিমু', মুশির মিডল-অর্ডার, মাহমুদউল্লাহর প্রায়োরিটি, সৌম্যের পেরিস্কুপ, মুস্তাফিজের কাটার, সাব্বিরের হার্ড-হিটিং কিংবা নাসিরের ফিল্ডিং। এইসব এখন অতীত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগটা বোধহয় শেষ'ই হয়েগেছে! 💔