Mohammad Ma Hosen- জেসন

Mohammad Ma Hosen- জেসন আত্মবিশ্বাস ই আপনাকে বলে দিবে আপনি কতটা সক্ষম��

জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে 'স্মার্ট স্কুলবাস' সার্ভিস।অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ...
23/08/2023

জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে 'স্মার্ট স্কুলবাস' সার্ভিস।

অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ্চাদের নিরাপদ স্কুলযাত্রা নিশ্চিত করতে স্মার্ট স্কুলবাস সার্ভিস চালু হচ্ছে।

স্মার্ট স্কুলবাসে যেসব সুবিধা থাকছে-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেইজড স্মার্ট এপ্সের মাধ্যমে বাচ্চাদের অবস্থান ট্রেকিং সুবিধা, এসএমএস বা পুশ নটিফেকশনের মাধ্যমে বাচ্চার ও গাড়ির সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবেন অভিভাবকগণ, সিসিটিভি কানেক্টেড থাকবে তাই সহজে বাচ্চার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে অভিভাবকগণ।

* স্বল্প খরচে পরিবহন সুবিধা।
* দক্ষ ও প্রশিক্ষিত ড্রাইভার।
* ক্যাশলেস পেমেন্ট সুবিধা

তাছাড়া সার্বিক দেখা শোনায় আছি আমরা স্কুল বাস মনিটরিং টিম।

আজ স্মার্ট স্কুলবাস সার্ভিসের রেজিষ্ট্রেশন ফরম বিতরণ কার্যক্রম চলিতেছে।

Mohammad Ma Hosen

ছবির সাদা শার্ট পরা মানুষটার নাম মাহবুব। পুরো নাম মাহবুব রশীদ। আর তিনি যাকে নিজের শরীর দিয়ে আগলে দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্...
23/08/2023

ছবির সাদা শার্ট পরা মানুষটার নাম মাহবুব। পুরো নাম মাহবুব রশীদ। আর তিনি যাকে নিজের শরীর দিয়ে আগলে দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছবিটি ১৩ বছর আগের আজকের দিনের। ২১ আগস্ট ২০০৪। সেদিন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার পর তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সেসময় মাহবুব শেখ হাসিনাকে বাঁচাতে নিজে তার সামনে দাঁড়িয়ে আগলে রেখেছিলেন প্রিয় নেত্রীকে। গুলি এসে লাগে মাহবুবের গায়ে। গুলি খেয়েও এক সেকেন্ডের জন্যেও সরে যাননি নেত্রীর সামনে থেকে। শেখ হাসিনাকে নিরাপদে গাড়িতে তুলে দিয়ে দ্বায়িত্ব পালন শেষে মাহবুব মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রধানমন্ত্রীর এই সাবেক দেহরক্ষীর কথা কতজন আওয়ামীলীগ নেতাকর্মী জানেন বা মনে রেখেছেন জানি না। তবে সেদিন হামলাস্থল থেকে বাসভবন সুধাসদনে ফেরার পর মাহবুবের জন্যে কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। মাহবুবের মৃত্যুর পর থেকে তার পরিবারের সমস্ত দ্বায়িত্ব বহন করে চলেছেন তিনি।

(পুনঃলিখন)লিখাটা মোজাহিদুল ইসলামের

Mohammad Ma Hosen

এখন আর টিভি দেখে অভিনয় শিখতে হয় না ..কারণ মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে যে, আর রুল, ক্যামেরা ও একশন অভিনয়ের প্রয...
30/03/2023

এখন আর টিভি দেখে অভিনয় শিখতে হয় না ..
কারণ মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে যে, আর রুল, ক্যামেরা ও একশন অভিনয়ের প্রয়োজন হয়না!!!

✍️ Mohammad Ma Hosen

১৯৭১ সালের ৭ই মার্চরেসকোর্স ময়দানেজনসমুদ্রে জাগিল জোয়ারসোহরাওয়ার্দী উদ্যানে।লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুলবিদ্রোহী শ্রোত...
07/03/2023

১৯৭১ সালের ৭ই মার্চ
রেসকোর্স ময়দানে
জনসমুদ্রে জাগিল জোয়ার
সোহরাওয়ার্দী উদ্যানে।
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল
বিদ্রোহী শ্রোতার জন্য,
একটি কবিতা শুনে
অপেক্ষার উত্তেজনা হবে ধন্য।
দিগন্ত প্লাবিত একখন্ড
আকাশের নিচে,
মিশেছিল প্রানের প্রিয়
ধু ধু মাঠের সবুজে।
কপালে কব্জিতে লালসালু বেঁধে
ছুটে এসেছিল এই মাঠে,
মৃত্যু হাতের মুঠোয়, চোখে স্বপ্ন
জয় বাংলার শ্লোগান ঠোটে।
শত বছরের শত সংগ্রাম শেষে,
জনতার মঞ্চে দাঁড়ালেন এসে
দৃপ্ত পায়ে হেঁটে।
ঝলকে পলকে হৃদয়ে লাগিল দোলা,
তরীতে উঠিল পাল,
জনসমুদ্রে জাগিল জোয়ার
চোখেতে লোনা জল।
সোনালী সূর্যের সকল দুয়ার খুলি
কে রোধে সে বজ্রকন্ঠ বাণী,
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে
শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
Md Ma Hosen

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Ma Hosen- জেসন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Ma Hosen- জেসন:

Share