
23/08/2023
জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে 'স্মার্ট স্কুলবাস' সার্ভিস।
অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ্চাদের নিরাপদ স্কুলযাত্রা নিশ্চিত করতে স্মার্ট স্কুলবাস সার্ভিস চালু হচ্ছে।
স্মার্ট স্কুলবাসে যেসব সুবিধা থাকছে-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেইজড স্মার্ট এপ্সের মাধ্যমে বাচ্চাদের অবস্থান ট্রেকিং সুবিধা, এসএমএস বা পুশ নটিফেকশনের মাধ্যমে বাচ্চার ও গাড়ির সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবেন অভিভাবকগণ, সিসিটিভি কানেক্টেড থাকবে তাই সহজে বাচ্চার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে অভিভাবকগণ।
* স্বল্প খরচে পরিবহন সুবিধা।
* দক্ষ ও প্রশিক্ষিত ড্রাইভার।
* ক্যাশলেস পেমেন্ট সুবিধা
তাছাড়া সার্বিক দেখা শোনায় আছি আমরা স্কুল বাস মনিটরিং টিম।
আজ স্মার্ট স্কুলবাস সার্ভিসের রেজিষ্ট্রেশন ফরম বিতরণ কার্যক্রম চলিতেছে।
Mohammad Ma Hosen