বিডি মিডিয়া

07/09/2025

ধর্ম ত্যাগ করবে না টাকা দিয়ে প্রেমর ইতি ঠানবে।হিন্দু ছেলের সাথে মুসলিম প্রভাসীর স্ত্রী পঃকিঃয়া করে ৩ টি সংসার ধংস কোন পথে তাদের জিবন

07/09/2025
07/09/2025

রাংগুনিয়ার হুমাম কাদের চৌধুরীর
সমর্থকদের ফেইসবুকে আলহামদুলিল্লাহ

তারমানে তিনি আগামী নির্বাচনে এমপি নমিনেশন পেয়েছেন।এমন টা মন্তব্য করা যাই।

তবে আমাদের যে মন্তব্য সেই টি হল হুম্মাম রাংগুনিয়া রাজনৈতিক করেন না।বরং বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েক এলমেলো রাজনৈতিক দল ও তাহার ইসারায় চলে?

ভোলার উপজেলার জামে মসজিদের খতীব।দুর্বৃত্তকারীরা ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ।মাওলানা আমিনুল হক নোমানিকে কুপিয়ে হত্য...
07/09/2025

ভোলার উপজেলার জামে মসজিদের খতীব।
দুর্বৃত্তকারীরা ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ।
মাওলানা আমিনুল হক নোমানিকে কুপিয়ে হত্যা করেছে ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
প্রকাশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি । ২৪ ঘন্টার ভিতরে
দুষ্কৃতিকারীদের। বের করুন।

07/09/2025

গতকাল জুলুস হতে ফেরার পথে কি গঠেছিল।

07/09/2025

আর জামেলা।টিবি পরিক্ষার জন্য যোগাযোগ করুন বিডি মিডিয়া অফিসে এবং #সাইরা #মেডিকেল হল দ,নি,পুর, ২ সপ্তাহের উপরে কপ তাকিলে টিবি পরিক্ষার করা উচিৎ, এবং টিবি পরিক্ষার জন্য একদিন গিয়ে কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে লিখে দিতে হবে।এবং একদিন গিয়ে কপের নমোনা নেওয়ার জন্য সেম্পল আনতে হবে।তার পর দিন বাশি কপ নিয়ে চলে যেতে হবে পরিক্ষা হলে।
#এখন হতে আপনাকে সেই জামেলায় জড়াতে হবে না।আপনি সাইরা মেডিকেল হল হতে সেম্পল সংগ্রহ করে আপনি সরাসরি সকালের বাশি কপ নিয়ে চলে যাবেন।৩ ঘন্টা পর রিপোর্ট নিয়ে চলে আসবেন।কোন টাকা লাগবে না,

অন্য ডাক্তার যে কোন ডাক্তার এডভাইস করলে আমার এই খান থেকে সেম্পল নিয়ে সরসরি চলে যাবেন।এলাকার বহু মানুষ এই পরিক্ষার জন্য ৩ দিন দৌড়াতে হয়,আর দৌড়াতে হবে না,এক দিনেই কাজ শেষ।

ধন্যবাদ সবাই।

 #জুলুস থেকে ফেরার পথে রাঙ্গুনিয়ায় কিশোরকে ছুরিকাঘাতচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরদের হামলায় মজিবুর রহমা...
07/09/2025

#জুলুস থেকে ফেরার পথে রাঙ্গুনিয়ায় কিশোরকে ছুরিকাঘাত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরদের হামলায় মজিবুর রহমান (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জিয়ানগর আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের বাবা মো. এরশাদ রাঙ্গুনিয়া মডেল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

06/09/2025

প্রভাসী নুরুল আবচারের শারীরিক খোঁজ খবর ও দোআ কামনা করেন, জনাব হুম্মাম কাদের চৌধুরী এবং জন্য Hummam Quader Chowdhury presented a gift of twenty-three thousand five hundred taka.

06/09/2025

প্রভাসী আবচারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।জনাব হুম্মাম কাদের চৌধুরী এবং দক্ষিণ নিশিন্তা পুর বিএনপি,র অঙ্গ সংগঠন, এবং তাহার জন্য দোআ ও উপহার শরুপ পাঠিয়েছেন।

*সিএমপি'র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)*চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্ব...
06/09/2025

*সিএমপি'র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)*

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পবিত্র ১২ ই রবিউল আউয়াল, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) সকাল ১০:০০ ঘটিকায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে বের হয়ে মুরাদপুর, ০২ নং গেট, জিইসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা গিয়ে শেষ হয়। এছাড়াও নগরী বিভিন্ন এলাকা থেকে আগত জশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সিএমপি'র বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা মাধ্যমে তৈরি করা হয়েছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।

Address

Dakkhin NischintaPur, Rangunia, Chattogram
Chittagong
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিডি মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share