Amdadul Haque এমদাদুল হক

Amdadul Haque এমদাদুল হক ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে ভাবে ওদের অস্ত্রনিন্দাবাদ মোরা ফুলছড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ
(19)

17/01/2025
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর দুই নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত মন্দির গুলো পরিদর্শন।          #বাং...
09/10/2024

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর দুই নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত মন্দির গুলো পরিদর্শন।

#বাংলাদেশজামায়াতেইসলামী #কোটাআন্দোলন ゚viralシ Amdadul Haque এমদাদুল হক

বোরহান স্যারের আচরণে আমি মুগ্ধ। এই প্রথম দেখলাম পুলিশ নাস্তার বিল দিতে।
23/09/2024

বোরহান স্যারের আচরণে আমি মুগ্ধ।
এই প্রথম দেখলাম পুলিশ নাস্তার বিল দিতে।

মানিক ছড়ি থেকে আসার সময় নেপচুন চা'বাগানে বিরতি
21/09/2024

মানিক ছড়ি থেকে আসার সময়
নেপচুন চা'বাগানে বিরতি

17/09/2024

কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির আলোকে রাজনৈতিক হিসাব করা যায়না, যেমন ধরেণ বাজার কমিটি, মসজিদ কমিটি, কবরস্থান কমিটি,, এই সমস্ত কমিটিতে রাজনৈতিক বা দলীয় হিসাব করলে বিশৃঙ্খলা হবে।

এই তিন কমিটির মধ্যে, মসজিদ কমিটিতে জ্ঞানী, নামাজি, বিছুক্ষণতা, মেধাবী ও আল্লাহকে ভয়করা ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।

বাজার কমিটিতে উন্নয়ন মূলক কর্মকাণ্ড, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, পরিষ্কার পরিছন্নতার প্রতি যত্নবান ও নিয়ম কানুন মেনে চলার প্রতি দৃঢ়বিশ্বাসী মানুষদেরকে
অগ্রাধিকার দেওয়া হয়।

কবরস্থান কমিটির মধ্যে ধর্মভীরু, কবর খনন জানা ব্যক্তি , ও কবরস্থানের পবিত্রতা রক্ষা করার ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।

সব মিলিয়ে দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, চোর ডাকাত, বাটপার মুক্ত, আল্লাহকে বিশ্বাসী ও তাঁর আদেশ নিষেধ মেনে চলার মানুষগুলোকেই কমিটির সভাপতি বা গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়।

আমাদের গ্রামের মুন্সিবাজারের কমিটিতে এমন একজন মানুষকে নির্বাচিত করা প্রয়োজন মনে করি যেই ব্যক্তিটি বাজারের উন্নয়ন মূলক কাজ করবে।
যেমন:
প্রথমত: সি সি কেমেরার ব্যবস্থা করতে হবে,
দ্বিতীয়ত: নিজ উদ্যেগে টয়লেটের ব্যবস্থা করতে হবে।
তৃতীয়ত: নবী রাসূল সাঃ এর শিখানো পথে ব্যবসা করতে হবে।( শুধু মুসলিম ব্যবসায়ীদের জন্য)

এই তিনটি চাহিদা যেই পূরণ করতে পারবে সেই লোকটাই বাজার কমিটির দায়িত্ব পাবে।

#কোটাআন্দোলন

পশ্চিম হাসনাবাদ মুন্সি বাজারের সম্ভাব্য সফল ব্যবসায়ী প্রাণপ্রিয় প্রবাসী মুনাফ ভাই ও  SB Josim  ভাই। দীর্ঘদিন থেকে বাজারট...
16/09/2024

পশ্চিম হাসনাবাদ মুন্সি বাজারের সম্ভাব্য সফল ব্যবসায়ী প্রাণপ্রিয় প্রবাসী মুনাফ ভাই ও SB Josim ভাই।

দীর্ঘদিন থেকে বাজারটি অবহেলিত, নিষ্পেষিত, , অপরিষ্কার, অপরিচ্ছন্ন , বলতে গেলে পরিত্যক্ত।
মা' বাবা না'থাকলে যেমন ছেলে মেয়ে এতিম,
তেমনি বাজার কমিটি না'থাকলে, বাজারও এতিম।
👉নাই টয়লেট,
👉নাই বাজার নিরাপত্তা কর্মী,
👉নাই কোন সি সি কেমেরার ব্যবস্থা।
👉নাই কোন ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান।
যার যার মতো করে সবাই ব্যবসা করে চলে যাচ্ছে।

এই সমস্ত সকল সমস্যার সমাধানে বাজার কমিটি খুবিই গুরুত্বপূর্ণ.... যারা বাজার কমিটি গঠন করবেন তাদের প্রতি আমার সামান্য পরামর্শ,
১/ সর্বপ্রথম টয়লেটের ব্যবস্থা করতে হবে।
২/ প্রতিমাসে অন্তত তিনবার অর্থাৎ প্রতি দশদিন অন্তর অন্তর বাজার পরিষ্কার পরিছন্ন করতে হবে।
৩/ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।
৪/ বাজারের প্রতিটা দোকান সি সি কেমেরার নিয়ন্ত্রণে আনতে হবে।
৫/ সাটারের বাহিরে দোকানদারি বন্ধ করতে হবে, সাধারণ মানুষের যাতায়াতের ফুটপাত বন্ধ করে দোকানদারি করা যাবেনা।
৬/ আজান হলে ১৫/২০ মিনিট অর্থাৎ নামাজ শেষ হওয়া পর্যন্ত বেচা বিক্রি বন্ধ রাখতে হবে।
৭/ ১৮ বছরের নিচের বয়সের ছেলেদের কাছে সিগারেট বা নেশা জাতীয় কোন দ্রব্য বিক্রি করা যাবেনা।
৮/ আজান হলে চা'য়ের দোকানে আড্ডারত সবাইকে মসজিদে যাওয়ার আহ্বান করতে হবে ( অমুসলিমদের জন্য প্রযোজ্য নহে)
৯/ প্রতিমাসে সর্বনিম্ন ৫০ টাকা করে কেশিয়ারকে জমা দিতে হবে, যাতে করে বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
১০/ সন্ধ্যার পর শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কোন ছেলে মেয়ে বাজারে থাকতে পারবেনা।
কোন সওদাগর কারো ছেলে মেয়েকে বাজারে দেখলে তাদেরকে বাড়িতে চলে যেতে আহব্বান করবেন।
১১/ কোথাও কোন দোকানে জুয়ার আড্ডা তথা লুডু, তাস ও নেশা জাতীয় খেলা খেলতে পারবেনা।
১২/ স্কুলের মাঠ বা খেলার মাঠে আজানের সময় খেলা বন্ধ রেখে মুসলিম ছাত্রদেরকে নামাজের আহ্বান করতে হবে।
১৩ / সর্বশেষ কাস্টমারের সাথে সুন্দর সাবলীল আচরণ করতে হবে।

16/09/2024

মাসিক সাধারণ সভায় ইসলামি সংগীত গেয়ে সভাকে আরো সাফল্য মন্ডিত করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কর্মী জমির আলী

16/09/2024

হাসনাবাদ মুন্সি পাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মরহুম আব্দুল হালিমের পরিবারকে (খিল্লাপাড়া) দুইটি ছাগল উপহার

15/09/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় বক্তব্য রাখেন আমাদের প্রিয় মুখ আবু তাহের 💕💞

゚viralシ #বাংলাদেশজামায়াতেইসলামী

ছোটবোন শারমিনের নিকাহ অনুষ্ঠান সম্পন্ন। নাছির উদ্দিন (বাহাদুর) ভাইএর বোন। অনুষ্ঠান শেষে প্রিয় মানুষগুলো সহ  ব'রের সাথে আ...
14/09/2024

ছোটবোন শারমিনের নিকাহ অনুষ্ঠান সম্পন্ন।
নাছির উদ্দিন (বাহাদুর) ভাইএর বোন। অনুষ্ঠান শেষে প্রিয় মানুষগুলো সহ ব'রের সাথে আমরা ক'জন।

বর্তমানে পাসপোর্ট বানানোর জন্য কোন দালালের প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করতে বা ফরম পিলাপ করতে এক - দেড়শ টাকা খরচ হয়।দশ বছ...
14/09/2024

বর্তমানে পাসপোর্ট বানানোর জন্য কোন দালালের প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করতে বা ফরম পিলাপ করতে এক - দেড়শ টাকা খরচ হয়।
দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য ৫৭৫০ টাকা ব্যাংক ড্রপ বা সরকারি ফি,, এক মাসের ভিতর পেয়ে যাবেন।
না'বুঝলে মন্তব্যের বক্সে জানাবেন

13/09/2024

২ নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ড এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন থেকে সরাসরি সম্প্রচার

Address

ভূজপুর ফটিকছড়ি চট্টগ্রাম
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Amdadul Haque এমদাদুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share