03/07/2025
. ঈশ্বর
প্রশ্নঃ- সূর্য, চন্দ্র, পর্বত, সমুদ্র আদি জগতের বস্তু সামগ্রী কে তৈরি করেছেন?
উওরঃ- ঈশ্বর।
প্রশ্নঃ- এই সমস্ত জিনিসকে মনুষ্য বা অন্য কোনো প্রাণী তৈরি করতে পারে না?
উওরঃ- কখনো না। কোনো প্রাণীর ভেতরে এমন শক্তি নেই যে এই আশ্চর্য জনক বস্তু তৈরি করতে পারে।
প্রশ্নঃ- ঈশ্বর এর রূপ কেমন? এবং সে কোথায় অবস্থান করেন? আমরা কি তাকে দেখতে পারবো?
উওরঃ- ঈশ্বর সমস্ত জায়গায় ব্যাপক। কোনো এমন জীব বা স্থান নেই যেখানে ঈশ্বর অবস্থান করেন না। তার কোনো রূপ বা আকার নেই, এই জন্য আমরা তাকে চোঁখে কখনও দেখতে পরি না।
প্রশ্নঃ- ঈশ্বর কি আমাদের ভেতরেও আছেন?
উওরঃ- হ্যাঁ! ঈশ্বর আমাদের ভেতরে বাইরে উপরে নিচে চার পাশে রয়েছেন, আমাদের এই কথা কখনও ভোলা উচিৎ নয় এই কথা সর্বদাই মনে রাখতে হবে।
প্রশ্নঃ- এই কথা মনে রাখে কি লাভ হবে?
উওরঃ- যদি আমরা একথা সর্বদা মনে রাখি যে পরমেশ্বর সমস্ত জায়গায় রয়েছেন এবং সে সমস্ত কিছু জানেন তাহলে আমরা খারাপ কাজে লিপ্ত হবো না। কখনও খারাপ বিচার মনে আসবে না। পরমেশ্বর এই জগতের রাজা আমাদের সমস্ত জায়গা তার দৃষ্টিতে,তো আমরা কি ভাবে মিথ্যা বলতে পারি? কি ভাবে চুরি করতে পারি? কি ভাবে ধোঁকা দিতে পারি? আর কি ভাবে দুর্রাচার করতে পারি? এতটাই নয়, এই খারাপ কাজ করার বিচার পর্যন্ত মনে কি ভাবে নিয়ে আসতে পারি? এই জন্য ধর্মের সবথেকে বড় শিক্ষা যদি থাকে তো ঈশ্বরকে সমস্ত জায়গায় মেনে খারাপ কর্ম থেকে বিরত থাকা।
এই জন্য বেদে বলা হয়েছে-
" ঈশাবাস্য মিদং সর্ব যৎকিং চ জগত্যাং জগৎ" যজু. ৪০১
অর্থাৎ এই সমস্ত সংসারের সমস্ত পদার্থে ঈশ্বর ব্যাপক রয়েছেন।
প্রশ্নঃ- ঈশ্বর কত জন?
উওরঃ- ঈশ্বর একজন তিনি সমস্ত জায়গায় ব্যাপক তিনি সমস্ত কিছু জানেন এবং সর্ব শক্তিমান।
বেদে উপদেশ-
"য এক ইৎ তমু ষ্ঠহি"
ঋগ্বেদ ৬/৪৫/৬
পরমেশ্বর একজনই, তাকে, হে মনুষ্য! তুমি সর্বদা স্তুতি বা ভজন করে। উপনিষদের বচন দেখুন-
একো দেবঃ সর্বভূতেষু গূঢ় ।
সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা ॥
শ্বেতাশ্বর উপনিষদ্
পরমেশ্বর এক জন, তিনি সমস্ত প্রাণীর ভেতরে অবস্থিত, তিনি সর্বব্যাপক এবং সমস্ত প্রাণীর আত্মার ভেতরে বিদ্যমান।
গ্রন্থঃ- বৈদিকধর্ম আর্যসমাজ প্রশ্নোত্তরী
লেখকঃ-শ্রী পং০ ধর্মদেবজী সিদ্ধান্তালঙ্কার, বিদ্যাবাচস্পতি।
অনুবাদকঃ-বিশাল আর্য।