অমৃতস্য পুত্রাঃ

অমৃতস্য পুত্রাঃ ও৩ম্
"শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ" (যজুর্বেদ-১১/৫)
অবিনাশী পরমাত্মার সকল পুত্র বেদোপদেশ শোনো।
(4)

পরদারেষ্বসংসর্গো ন্যাসস্ত্রীপরিরক্ষণম্ অদত্তাদানবিরমো মধুমাংসস্য বর্জনম্।মহাভারত অনুশাসন পর্ব (১৪১/২৬-২৭)অনুবাদঃ ভগবান শ...
27/08/2025

পরদারেষ্বসংসর্গো ন্যাসস্ত্রীপরিরক্ষণম্ অদত্তাদানবিরমো মধুমাংসস্য বর্জনম্।

মহাভারত অনুশাসন পর্ব (১৪১/২৬-২৭)

অনুবাদঃ ভগবান শিব বললেন - পরস্ত্রীর সংসর্গ থেকে দূরে থাকা, ঐতিহ্য ও স্ত্রীকে রক্ষা করা, অদত্ত বস্তু [ যা দান করা হয়নি ] গ্রহণ করা থেকে বিরত থাকা তথা মাংস এবং মদিরা আদি নেশাজাতীয় পদার্থকে ত্যাগ করা - এই হলো ধর্মের পঞ্চভেদ।।

মহাভারতকালীন সময়ে রামসেতু "নলসেতু" নামে প্রসিদ্ধ ছিল।মহাভারত বনপর্ব (২৮৩/৪৫) অনুসারে - "নলসেতুরিতি খ্যাতো যোঽদ্যাপি প্রথ...
27/08/2025

মহাভারতকালীন সময়ে রামসেতু "নলসেতু" নামে প্রসিদ্ধ ছিল।

মহাভারত বনপর্ব (২৮৩/৪৫) অনুসারে - "নলসেতুরিতি খ্যাতো যোঽদ্যাপি প্রথিতো ভুবি"।।

অর্থাৎ - আজও সেই সেতু ভূমণ্ডলে নলসেতু নামেতেই প্রসিদ্ধ।

সুতরাং মহাভারতের সমতেও বর্তমানে থাকা রামসেতুকে নলসেতু-ই বলা হতো।

রামসেতু ❌ নলসেতু ✅রামায়ণ অনুযায়ী রামসেতু নয় বরং তার প্রকৃত নাম "নলসেতু"বাল্মিকী রামায়ণ যুদ্ধকাণ্ড (২২/৭৬)
26/08/2025

রামসেতু ❌ নলসেতু ✅
রামায়ণ অনুযায়ী রামসেতু নয় বরং তার প্রকৃত নাম "নলসেতু"

বাল্মিকী রামায়ণ যুদ্ধকাণ্ড (২২/৭৬)

ও৩ম্ নমস্তে মিত্রগণ।বৈদিক বিবাহ সংস্কারে পৌরহিত্য করলেন আচার্য শ্রুতি শাস্ত্রী।আর্য সমাজ ছাড়া এখন পর্যন্ত কোন মতবাদীরা ...
26/08/2025

ও৩ম্ নমস্তে মিত্রগণ।
বৈদিক বিবাহ সংস্কারে পৌরহিত্য করলেন আচার্য শ্রুতি শাস্ত্রী।
আর্য সমাজ ছাড়া এখন পর্যন্ত কোন মতবাদীরা নারীর পৌরহিত্যে অধিকার দেয় নাই।

#আর্য_সমজ #অমৃতস্য_পুত্রাঃ #কৃণ্বন্তো_বিশ্বমার্যম্ #নারীর_পৌরহিত্যে

26/08/2025

शूरो य़ो गोषु गच्छति
"শূরো য়ো গোষু গচ্ছতি" (সামবেদ-৬৪৯)
অর্থ- পরমাত্মা বেদের প্রতিপাদ্য।

25/08/2025

"তজ্জপস্তদর্থভাবনাম্"
-যোগদর্শন ১/২৮
অর্থাৎ, ও৩ম্ শব্দের জপ এবং ও৩ম্ নামের নামী ঈশ্বরের ভাবনা.

.                    📚উপনিষদ্ রহস্য📚'ধর্মে রহস্যুপনিষত্স্যাত্' 'ষদ্-লৃ বিশরণগত্যবসাদনেষু' ধাতু হইতে উপ তথা নি উপসর্গ পূর...
25/08/2025

. 📚উপনিষদ্ রহস্য📚

'ধর্মে রহস্যুপনিষত্স্যাত্' 'ষদ্-লৃ বিশরণগত্যবসাদনেষু' ধাতু হইতে উপ তথা নি উপসর্গ পূর্বক ক্বিপ্ প্রত্যয় হয়ে উপনিষদ শব্দ নিষ্পন্ন হয়। যে বিদ্যা বা জ্ঞান দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার করা যায়, তাহাকে উপনিষদ্ বলা হয়। উপনিষদের একটি অর্থ 'রহস্য'। উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা অত্যন্ত গূড় হওয়ায় খুব সহজেই উপলব্ধ হয়, অথ একে 'রহস্য' বলা হয়। উপনিষদে প্রায়ই ব্রহ্ম বিদ্যার প্রতিপাদন করা হইয়াছে, যার জন্য উপনিষদকে আধ্যাত্ম বিদ্যাও বলা হয়।

আধ্যাত্ম গগণের জাজ্বল্যমান নক্ষত্র হলো উপনিষদ্। উপনিষদ্ অধ্যয়নের ফলে আমাদের নিকট জ্ঞান প্রকাশিত হয়। উপনিষদ্ গম্ভীর অধ্যয়নের ফলে মনুষ্য নিজের প্রতি কঠোর তথা অপরের প্রতি উদার হয়ে যায়। এর দ্বারা শাশ্বত শান্তিলাভ হয়। উপনিষদ্ ব্রহ্মবিদ্যার মুলাধার হওয়ায় - শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও আত্ম সাক্ষাৎকারের উপর আধারিত। ব্রহ্মবিদ্যার জিজ্ঞাসু ব্রহ্মবেত্তা ঋষির সমীপে শ্রদ্ধার সহিত জিজ্ঞাসা হেতু যেতে থাকতেন।

উদাহরণার্থ : নচিকেতা যমাচার্যের নিকট ; সুকেশ, সত্যকাম, সৌর্যায়ণি, কৌসল্য, ভার্গব, কবন্ধী মহর্ষি পিপ্পলাদের নিকট ; শৌনক মহর্ষি অঙ্গিরার নিকট ; ভৃগু বরুণের নিকট ; দৃপ্তবালাকি অজাতশত্রুর নিকটে তথা জনক যাজ্ঞবল্ক্যের নিকটে গিয়ে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করেছে।

এখন পর্যন্ত প্রকাশিত উপনিষদের সংখ্যা ২৩৩টি, পরন্তু ১১টি উপনিষদকেই পণ্ডিতজন প্রামাণিক বলিয়া মান্যতা দিয়েছেন। সেই ১১ টি হল -

১.ঈশাবাস্যোপনিষদ্ : ঈশ্বরের সর্বব্যাপকত্ত্ব, ভোক্তার সৃষ্টিকৃত বস্তুর উপর কেবল প্রয়োগ অধিকার, অন্যের ধন আদি না নেওয়া, সকল কর্ম কর্তব্যকর্ম ভেবে করার এবং অন্তরাত্মার বিরুদ্ধে কার্য্য না করার উপদেশ করা হয়েছে।

২. কেন উপনিষদ্ : ব্রহ্মজ্ঞানের অর্থ কি? আমরা ঈশ্বরকে জানি এর অর্থ কি এরূপ ভিবিন্ন আধ্যাত্মিক বিষয়ক কথন প্রশ্নোত্তর শৈলীতে রয়েছে।

৩. কঠ উপনিষদ্ : যম এবং নচিকেতার আখ্যান দ্বারা ব্রহ্মের উপদেশ করা হয়েছে এই উপনিষদে।

৪. প্রশ্ন উপনিষদ্ : এই উপনিষদে পিপ্পলাদ মুনির নিকট সুকেশাদি মুনিদের দ্বারা প্রশ্নের উত্তররূপে - প্রাণ, অপান, ব্রহ্ম, সূক্ষ্ম শরীরাদির রহস্যাত্মক বর্নন রয়েছে।

৫. মুণ্ডক উপনিষদ্ : এই উপনিষদে সত্যের উপর অত্যধিক বল দেওয়া হয়েছে। এতে সৃষ্টি উৎপত্তির সিদ্ধান্তও রয়েছে।

৬. মাণ্ডূক্য উপনিষদ্ : সৃষ্টির অবস্থা দ্বারা পরমাত্মার বর্নন করা হয়েছে তথা ঈশ্বরের নিজ নাম ওম্ এর বিস্তৃত ব্যাখ্যা রয়েছে।

৭. ঐতরেয় উপনিষদ্ : এই উপনিষদে ব্রহ্মবিদ্যার চর্চা রয়েছে যার অন্তর্গত আত্মা কিপ্রকারে গর্ভে এসে অবস্থান করে ইহার বর্নন করা হয়েছে। সৃষ্টি উৎপত্তি ও প্রলয় অবস্থার বর্ননও রয়েছে।

৮. তৈত্তিরীয় উপনিষদ্ : এই উপনিষদে ব্রহ্মবিদ্যার সহিত সাধ্যায়ের মহত্ত্ব নিয়েও বর্নন করা হয়েছে। যে শিক্ষা জিজ্ঞাসুদের জন্য আবশ্যক তাহার বর্নন করা হইয়াছে।

৯. শ্বেতাশ্বতর উপনিষদ্ : জীব, প্রকৃতি এবং ঈশ্বরের অনাদিত্ত্বতা নিয়ে স্পষ্ট বর্নন করা হয়েছে।

১০ছান্দোগ্য উপনিষদ্ : এই উপনিষদে ব্রহ্ম, প্রকৃতি আদি বিভিন্ন বিষয়ের বর্নন রয়েছে।

১১. বৃহদারণ্যক উপনিষদ্ : এই উপনিষদ্ অন্যসকল উপনিষদ হইতে অধিক বড়। এতে ঈশ্বরের গুণ, কর্ম, স্বভাব তথা যাজ্ঞবল্ক্য ও মৈত্রেয়ী সংবাদের প্রকরণ রূপে জীবাত্মার স্বভাব নিয়েও বর্নন করা হয়েছে। শাকল্য এবং যাজ্ঞবল্ক্য সংবাদে ৩৩ প্রকার দেবতার স্বরূপ বর্নন রয়েছে।

এছাড়াও এই উপনিষদ্ গ্রন্থাবলীতে বিবিধ বিষয়ে বিভিন্ন শৈলীতে বর্ননা করা হয়েছে।

©️অমৃতস্য পুত্রাঃ

📚রাধার বিষয়ে জানতে হলে পড়ুন–১.রাধার পরিচয় কি/কোনটি?https://aryapsbd.blogspot.com/2023/01/blog-post.htmlঅথবা – রাধা কার অ...
24/08/2025

📚রাধার বিষয়ে জানতে হলে পড়ুন–

১.রাধার পরিচয় কি/কোনটি?
https://aryapsbd.blogspot.com/2023/01/blog-post.html

অথবা – রাধা কার অবতার এবং পরিচয় কি/কোনটি?
https://aryapsbd.blogspot.com/2025/01/blog-post_14.html

২.রাধার বিবাহ প্রসঙ্গ–
https://aryapsbd.blogspot.com/2025/08/blog-post_23.html

৩.ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রাচীনতা–
https://aryapsbd.blogspot.com/2025/08/blog-post_24.html

৪.বেদে রাধা–
https://aryapsbd.blogspot.com/2025/08/blog-post.html

৫.ভাগবত খণ্ডনম্ বিষয়ে–
https://aryapsbd.blogspot.com/2025/08/blog-post_20.html

#অমৃতস্য_পুত্রাঃ #আর্য_সমজ

🚩🚩ও৩ম্ কৃণ্বন্তো বিশ্বমার্যম্। 🚩🚩🙏সর্বেভ্যো নমো নমঃ।🙏💞'অমৃতস্য পুত্রাঃ' ময়মনসিংহ টিমের স্বাধ্যায়চিত্র।💞   #অমৃতস্য_পুত্র...
23/08/2025

🚩🚩ও৩ম্ কৃণ্বন্তো বিশ্বমার্যম্। 🚩🚩
🙏সর্বেভ্যো নমো নমঃ।🙏

💞'অমৃতস্য পুত্রাঃ' ময়মনসিংহ টিমের স্বাধ্যায়চিত্র।💞

#অমৃতস্য_পুত্রাঃ #কৃণ্বন্তো_বিশ্বমার্যম্ #স্বাধ্যায়

22/08/2025

ज्ञानी लोग पाप क्यों करते हैं ? জ্ঞানী মানুষ কেন পাপ করে? Ft आचार्य प्रशान्त शर्मा

#आचार्यप्रशान्तशर्मा

পৌরাণিকদের আক্ষেপ– আপনারা তো স্বামী দয়ানন্দের সিদ্ধান্ত মানেন, অতএব আমি স্বামী দয়ানন্দের সিদ্ধান্ত অনুযায়ীই রাধার অস্তিত...
21/08/2025

পৌরাণিকদের আক্ষেপ–
আপনারা তো স্বামী দয়ানন্দের সিদ্ধান্ত মানেন, অতএব আমি স্বামী দয়ানন্দের সিদ্ধান্ত অনুযায়ীই রাধার অস্তিত্বের প্রমাণ দিতেছি। তিনি তার ভাগবত-খণ্ডনম্ নামক পুস্তকে দেবীভাগতকে মান্যতা দিয়েছেন। দেবীভাগবত-৯/৫০/১৬ সহ অনেক শ্লোকে রাধার উল্লেখ আছে, অতএব আপনাদের মান্য সিদ্ধান্ত অনুযায়ীও রাধার অস্তিত্ব প্রমাণিত।

জবাব – https://aryapsbd.blogspot.com/2025/08/blog-post_20.html

20/08/2025

कैसे थे योगेश्वर श्रीकृष्ण जी ?
যোগেশ্বর শ্রী কৃষ্ণ জি কেমন ছিলেন?

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Alerts

Be the first to know and let us send you an email when অমৃতস্য পুত্রাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অমৃতস্য পুত্রাঃ:

Share