অমৃতস্য পুত্রাঃ

অমৃতস্য পুত্রাঃ ও৩ম্
"শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ" (যজুর্বেদ-১১/৫)
অবিনাশী পরমাত্মার সকল পুত্র বেদোপদেশ শোনো।
(3)

🕉🙏 আমরা পূর্বেই বলছিলাম কিন্তু শোনে কে। প্রাণ টা হারালো গতকালের লাকসাম জগন্নাথ মন্দিরের আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠানে ...
06/07/2025

🕉🙏
আমরা পূর্বেই বলছিলাম কিন্তু শোনে কে।
প্রাণ টা হারালো

গতকালের লাকসাম জগন্নাথ মন্দিরের আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠানে রথের চাক্কার নিচে পড়ে প্রাণ হারালো ভাইটি।

তার পরিবার এর প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছি আমরা অমৃতস্য পুত্রাঃ পরিবার।

ও৩ম্
"প্রেহি প্রেহি পথিভিঃ পূর্বেভিয়ত্রা নঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃউভা রাজানা স্বধয়া মদন্তা য়মং পশ্যাসি বরুণং চ দেবং।"

(ঋগ্বেদঃ ১০/১৪/৭)

-হে জীবাত্মা! যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষ (বিদ্বান মানবগণ) গিয়েছেন তুমিও সেই পথে গমন করো : গমন করে প্রসন্নভাবে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভয়কে দেখ।

04/07/2025

পেইজের রিচ দিন দিন কমে যাচ্ছে। আপনারা আপনাদের মিত্রদের পেইজে ইনভাইট করুন এবং রিভিউ দিয়ে সহযোগীতা করুন। নমস্তে 🙏

04/07/2025

বাচ্চা ও তরুণদের শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রতিও নজর রাখতে হবে। তারা আপনার বাচ্চার প্রতি মনযোগী কিনা। কে শিক্ষা প্রদান করছেন, তিনি কতটা শিক্ষা গ্রহন করেছেন।

#অমৃতস্য_পুত্রাঃ

.                      ঈশ্বরপ্রশ্নঃ- সূর্য, চন্দ্র, পর্বত, সমুদ্র আদি জগতের বস্তু সামগ্রী কে তৈরি করেছেন?উওরঃ- ঈশ্বর।প্র...
03/07/2025

. ঈশ্বর

প্রশ্নঃ- সূর্য, চন্দ্র, পর্বত, সমুদ্র আদি জগতের বস্তু সামগ্রী কে তৈরি করেছেন?
উওরঃ- ঈশ্বর।
প্রশ্নঃ- এই সমস্ত জিনিসকে মনুষ্য বা অন্য কোনো প্রাণী তৈরি করতে পারে না?
উওরঃ- কখনো না। কোনো প্রাণীর ভেতরে এমন শক্তি নেই যে এই আশ্চর্য জনক বস্তু তৈরি করতে পারে।
প্রশ্নঃ- ঈশ্বর এর রূপ কেমন? এবং সে কোথায় অবস্থান করেন? আমরা কি তাকে দেখতে পারবো?
উওরঃ- ঈশ্বর সমস্ত জায়গায় ব্যাপক। কোনো এমন জীব বা স্থান নেই যেখানে ঈশ্বর অবস্থান করেন না। তার কোনো রূপ বা আকার নেই, এই জন্য আমরা তাকে চোঁখে কখনও দেখতে পরি না।
প্রশ্নঃ- ঈশ্বর কি আমাদের ভেতরেও আছেন?
উওরঃ- হ্যাঁ! ঈশ্বর আমাদের ভেতরে বাইরে উপরে নিচে চার পাশে রয়েছেন, আমাদের এই কথা কখনও ভোলা উচিৎ নয় এই কথা সর্বদাই মনে রাখতে হবে।
প্রশ্নঃ- এই কথা মনে রাখে কি লাভ হবে?
উওরঃ- যদি আমরা একথা সর্বদা মনে রাখি যে পরমেশ্বর সমস্ত জায়গায় রয়েছেন এবং সে সমস্ত কিছু জানেন তাহলে আমরা খারাপ কাজে লিপ্ত হবো না। কখনও খারাপ বিচার মনে আসবে না। পরমেশ্বর এই জগতের রাজা আমাদের সমস্ত জায়গা তার দৃষ্টিতে,তো আমরা কি ভাবে মিথ্যা বলতে পারি? কি ভাবে চুরি করতে পারি? কি ভাবে ধোঁকা দিতে পারি? আর কি ভাবে দুর্রাচার করতে পারি? এতটাই নয়, এই খারাপ কাজ করার বিচার পর্যন্ত মনে কি ভাবে নিয়ে আসতে পারি? এই জন্য ধর্মের সবথেকে বড় শিক্ষা যদি থাকে তো ঈশ্বরকে সমস্ত জায়গায় মেনে খারাপ কর্ম থেকে বিরত থাকা।

এই জন্য বেদে বলা হয়েছে-
" ঈশাবাস্য মিদং সর্ব যৎকিং চ জগত্যাং জগৎ" যজু. ৪০১

অর্থাৎ এই সমস্ত সংসারের সমস্ত পদার্থে ঈশ্বর ব্যাপক রয়েছেন।
প্রশ্নঃ- ঈশ্বর কত জন?
উওরঃ- ঈশ্বর একজন তিনি সমস্ত জায়গায় ব্যাপক তিনি সমস্ত কিছু জানেন এবং সর্ব শক্তিমান।

বেদে উপদেশ-
"য এক ইৎ তমু ষ্ঠহি"
ঋগ্বেদ ৬/৪৫/৬
পরমেশ্বর একজনই, তাকে, হে মনুষ্য! তুমি সর্বদা স্তুতি বা ভজন করে। উপনিষদের বচন দেখুন-
একো দেবঃ সর্বভূতেষু গূঢ় ।
সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা ॥
শ্বেতাশ্বর উপনিষদ্
পরমেশ্বর এক জন, তিনি সমস্ত প্রাণীর ভেতরে অবস্থিত, তিনি সর্বব্যাপক এবং সমস্ত প্রাণীর আত্মার ভেতরে বিদ্যমান।

গ্রন্থঃ- বৈদিকধর্ম আর্যসমাজ প্রশ্নোত্তরী
লেখকঃ-শ্রী পং০ ধর্মদেবজী সিদ্ধান্তালঙ্কার, বিদ্যাবাচস্পতি।
অনুবাদকঃ-বিশাল আর্য।

02/07/2025

ধর্ম এর প্রতি যুব-সমাজের অনীহা আর বিমুখ হবার কারণ কি..?প্রতিকার বা কি..??

আলোচক:- স্বামী সচ্চিদানন্দ মহারাজ জী।

পুনঃ প্রচার - অমৃতস্য পুত্রাঃ

দুষ্ট ব্যক্তিরা কি জানে?                       🚩রাম রাজ্যে🚩          ★কখনো চোর-ডাকাত ছিলনা।★কেহ অনর্থকারী কাজে লিপ্ত ছিল...
02/07/2025

দুষ্ট ব্যক্তিরা কি জানে?
🚩রাম রাজ্যে🚩

★কখনো চোর-ডাকাত ছিলনা।
★কেহ অনর্থকারী কাজে লিপ্ত ছিলনা।
★কেহ কাউকে হিংসা করতো না।
★খাদ্যের কোন অভাব ছিলোনা।
★বায়ু আদি সবকিছু শুদ্ধ ছিলো।
★নিরোগ ও আনন্দে জীবনযাপন করতো।
★দীর্ঘকাল জীবিত থাকতো।
★অকালমৃত্যু হতোনা।
★সকলে নিজ দায়িত্ব-কর্তব্য পালন করতো।
★সকলে শ্রীরাম চন্দ্রের জয়-জয় করতো।

বিস্তারিত রেফারেন্সসহ – https://aryapsbd.blogspot.com/2023/04/blog-post.html

30/06/2025

सादर नमन 🙏
गायत्री मंत्र का अर्थपूर्वक गायन व मनन मन को एकाग्र व बुद्धि को प्रखर बनाता है।

গায়ত্রী মন্ত্রের অর্থপূর্ণ গান এবং ধ্যান মনকে একাগ্র এবং বুদ্ধিকে তীক্ষ্ণ করে তোলে।

#गायत्रीमंत्र

दाव पर सब कुछ लगा है रुक नहीं सकते।टूट सकते हैं मगर हम झुक नहीं सकते।।সবকিছু ঝুঁকির মুখে, আমরা থামতে পারি না।আমরা ভেঙে প...
30/06/2025

दाव पर सब कुछ लगा है रुक नहीं सकते।
टूट सकते हैं मगर हम झुक नहीं सकते।।

সবকিছু ঝুঁকির মুখে, আমরা থামতে পারি না।
আমরা ভেঙে পড়তে পারি কিন্তু মাথা নত করতে পারি না।

🙏 স্বামী সচ্চিদানন্দ জী।

#দয়ানন্দ_সরস্বতী

29/06/2025

ধ:র্ষ/ণে*র শিকার আমাদের বোন বাদী হয়ে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে আরও একটি মামলা দায়ের করেছেন।
সাক্ষাৎকার
ভারপ্রাপ্ত ইনচার্জ
মুরাদনগর,কুমিল্লা
জাহেদুর রহমান।

বিচার না পাওয়া পর্যন্ত সকলকে ভুক্তভোগী নারী এবং তার পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ৷

© Adv. Sumon Kumar Roy

29/06/2025

ঋগ্বেদের প্রথম মন্ত্র অগ্নিসূক্ত পাঠ করছেন ছোট্ট ব্রহ্মচারিনী মুগ্ধা

পানিনী প্রভাত গার্লস কলেজ হায়দ্রাবাদে একটি ছোট্ট ব্রহ্মচারিনী মুগ্ধা যার বয়স 5 বছর খুব নিখুঁত মেধাশক্তি সহ সে মাত্র ৪ দিনের মধ্যে ঋগ্বেদের প্রথম মন্ত্র, অগ্নিসূক্ত, আয়ত্ব করেছেন এবং তার বাবা-মা তাকে সমগ্র বেদ মুখস্থ করাতে দৃঢ়প্রতিজ্ঞ।

#অমৃতস্য_পুত্রাঃ #দয়ানন্দ_সরস্বতী_জী #আর্য_প্রশিক্ষণ

🌿উপ নঃ সূনবো গিরঃ শৃণ্বন্ত্বমৃতস্য যে🌿             ✅ঋগ্বেদ ৬/৫২/৯আমাদের সন্তান অবিনাশী বেদবাণী শ্রবন করুক।প্রচারে:- অমৃত...
29/06/2025

🌿উপ নঃ সূনবো গিরঃ শৃণ্বন্ত্বমৃতস্য যে🌿
✅ঋগ্বেদ ৬/৫২/৯
আমাদের সন্তান অবিনাশী বেদবাণী শ্রবন করুক।
প্রচারে:- অমৃতস্য পুত্রাঃ

#অমৃতস্য_পুত্রাঃ

29/06/2025

কুমিল্লার ধর্ষণের ঘটনায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের ধ*র্ষণ বিরোধী প্রতিবাদ।

আমরা অবাক দেশে
একজন নারীর সাথে জোর করে ঘটানো এমন জঘন্য ঘৃণিত কাজের জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা, নারী সংগঠন পক্ষ থেকে কোন শব্দের প্রতিবাদ দেখলাম না এখন পর্যন্ত।

হে নারী জাগ্রত হোন।

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Alerts

Be the first to know and let us send you an email when অমৃতস্য পুত্রাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অমৃতস্য পুত্রাঃ:

Share