12/10/2025
“আল্লাহর আইনের শাসন এ দেশের শান্তি এনে দিতে পারে” — পীর সাহেব চরমোনাই।
ইসলাম ধর্মে আল্লাহর আইন বলতে বোঝানো হয় আল-কুরআন। ইসলামী রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য ও এজেন্ডা হলো — আল্লাহর আইন, অর্থাৎ কুরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা।
কিন্তু সাম্প্রতিক সময়ে পীর সাহেব চরমোনাইয়ের কিছু বক্তব্যে তিনি বলেছেন—
১️⃣ “শুধু কুরআনই যথেষ্ট নয়।”
২️⃣ “শুধু কুরআনের ভিত্তিতে দেশ শাসন করা সম্ভব নয়।”
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে — যদি কুরআনই আল্লাহর আইন হয়, তবে আল্লাহর আইন অনুযায়ী দেশ শাসন করা বলতে কী বোঝানো হচ্ছে? যদি সম্ভব না হয়!
অনেকে বলেন — “হাদীসের আলোকে।” কিন্তু ইতিহাস অনুযায়ী, হাদীস সংরক্ষিত হয়েছে নবী করিম ﷺ এর ইন্তিকালের প্রায় ২০০ থেকে ৪০০ বছর পর। ফলে হাদীস সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে সহীহ ও জাল হাদীস নিয়ে বিভিন্ন মতবিরোধ বিদ্যমান।
হাদীস মানে আল্লাহর আইন নয়;
#আল্লাহরআইন #ইসলামীশাসন #কুরআনেরবিধান #হাদীসওকুরআন #ইসলামিকন্যায়বিচার
#ইসলামীরাষ্ট্র #শরীয়াহ #ইসলামিকদৃষ্টিভঙ্গি