25/01/2024
-ভালোবাসা বাঁচে একে অপরের প্রতি মায়ায়,
-ভালোবাসা বাঁচে একে অপরের প্রতি বিশ্বাস আর আস্থায়। 🖤
[ তোমাকে খুব করে চাই, সবচেয়ে কাছ থেকে চাই, তোমাকে ছাড়া আর তোমার কাছে কোনো চাওয়া নেই। সব পাপ-পুণ্য শেষে, সব মান-অভিমান শেষে, সব দেনা-পাওনার খুচরো হিসেব শেষে, আমার ভাগে কেবল তুমি থেকো, আর কিছুই চাই না আমি। ]
🎬
In frame :