NS Binodon

NS Binodon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NS Binodon, Digital creator, South Khulshi, Chittagong.
(1)

আমি মুলত রিয়াকশন ভিডিও ক্রিয়েট করে থাকি, বিভিন্ন ভিডিওর চুল ছিড়া বিশ্লেষণের সাথে সাথে ভিডিও র ইমোশন অনুযায়ী নিজের রিয়াকশন এক্স প্লাইন করে থাকি।।

যা দেখি, তাই দেখাই। দেখে যেমন মজা পাই, সেই মজা টাই ভিডিও রিয়াকশনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি।
দোয়া চাই❤️

নেক্সট ইমাম সিলেক্টেড🥰🎉🎊অভিনন্দন আপনাকে,  বাতিঘরের পথ প্রদর্শক!
10/09/2025

নেক্সট ইমাম সিলেক্টেড🥰🎉🎊

অভিনন্দন আপনাকে, বাতিঘরের পথ প্রদর্শক!

21/08/2025

যদি বাস্তব হতো // কারো মানতের ঘর।👇👇👇

14/08/2025

আপনার কাছে জীবনের মানে কি?

বাবা'রা যখন মেয়ের বাড়িতে যায়!আমি দেখে কিছু বুঝলাম না উত্তর খুজেন 🤔ডিম কিভাবে বোতলের ভিতরে ঢুকাইলো 🤗
14/08/2025

বাবা'রা যখন মেয়ের বাড়িতে যায়!

আমি দেখে কিছু বুঝলাম না উত্তর খুজেন 🤔
ডিম কিভাবে বোতলের ভিতরে ঢুকাইলো 🤗

12/08/2025

এটাও কি বাস্তব 👇🐍🐍🐍

゚viralシ

এতগুলো নাপা!এতগুলো নাপা কেন রে ভাই?কোনটা কি জন্য খাবো? দেখে নিন।✅1. Napa 500উপাদানঃ Paracetamol 500 mgব্যবহারঃ জ্বর, মৃদ...
11/08/2025

এতগুলো নাপা!
এতগুলো নাপা কেন রে ভাই?
কোনটা কি জন্য খাবো? দেখে নিন।

✅1. Napa 500
উপাদানঃ Paracetamol 500 mg
ব্যবহারঃ জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)
রিয়াকশনঃ সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

✅2. Napa Extra
উপাদানঃ Paracetamol + Caffeine
ব্যবহারঃ জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা
Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।
রিয়াকশনঃ অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

✅3. Napa Extend
উপাদানঃ Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)
ব্যবহারঃ দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়
বিশেষত্বঃ ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর
রিয়াকশনঃ ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

✅4. Napa One
উপাদানঃ Paracetamol 1000 mg (1 গ্রাম)
ব্যবহারঃ তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর শুধু বড়দের জন্য
রিয়াকশনঃ লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

✅5. Napadol
উপাদানঃ Paracetamol + Tramadol
ব্যবহারঃ মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক
রিয়াকশনঃ মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে।

✅6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্যঃ
♦️ ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার
♦️Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
♦️Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
♦️Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
♦️Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
♦️Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
♦️Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতাঃ
একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।

Copy

👇👇👇👇👇👇👇👇👇👇শিশুটি জ-ন্ডি-স নিয়ে ভর্তি হয়েছিল লাস্ট এডমিশনে..গত ৩ দিনে অবস্থার কিছুটা উন্নতি হলে আজ রি-স্ক ভ-ন্ড দিয়ে বাসা...
10/08/2025

👇👇👇👇👇👇👇👇👇👇

শিশুটি জ-ন্ডি-স নিয়ে ভর্তি হয়েছিল লাস্ট এডমিশনে..গত ৩ দিনে অবস্থার কিছুটা উন্নতি হলে আজ রি-স্ক ভ-ন্ড দিয়ে বাসায় চলে গেল..আমরা কোন ভাবেই বুঝিয়ে রাখতে পারলাম না...

বাচ্চার বাবা( হুজুর) আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে বললেন তাদের গ্রামে বড় কবিরাজ গতরাতে আকাশ থেকে পরীকে নামিয়ে জিজ্ঞাসা করেছিল বাচ্চার জ-ন্ডি-সে-র বেপারে..পরী বলছে ওসমানী মেডিকেলের চিকিৎসা ঠিক আছে কিন্তু সেই চিকিৎসা ভাল হবেনা..আগে জ্বী-নে-র কাছে শিশুটির বি-য়া-দ-বী-র জন্য মাপ চাইতে হবে..তারপর ওসমানীর চিকিৎসা করলে ভাল হবে..

হুজুর সাহেব যাওয়ার আগে আমাকে দোয়া করে গেলেন..জ্বী-নে-র চিকিৎসা শে-ষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন..আমি..আমার ইন্টার্নসহ হুজুর সাহেব কে আবার বুঝালাম কিন্তু রাখতে পারলাম না..

কল্পনা করা যায় আমরা এখন ২০২৫ সালে আছি..শিশুটি লিভার ফেইলুর নিয়ে আসছিল..জানিনা তার ভাগ্যে কি আছে 🙂

সংগৃহীত

লিজেন্ডরা কই, সারা দেন !কয়টা খাওয়া সম্ভব!
10/08/2025

লিজেন্ডরা কই, সারা দেন !

কয়টা খাওয়া সম্ভব!

ভাই’টি, বাসা পরিবর্তন করেছে, কিন্তু মনুষ্যত্ব নয়।এটাই মনুষ্যত্ব,  কি বলেন আপনারা !
10/08/2025

ভাই’টি, বাসা পরিবর্তন করেছে, কিন্তু মনুষ্যত্ব নয়।

এটাই মনুষ্যত্ব, কি বলেন আপনারা !

সু*ইসাই*ড নাকি খু*ন
10/08/2025

সু*ইসাই*ড নাকি খু*ন

আপনাকে যদি বলা হয় এখান থেকে একটা অপশন বেছে নিতে,তাহলে আপনি কোনটি নিবেন?অনেকেই ভুল পথ বেছে নিবে!
10/08/2025

আপনাকে যদি বলা হয় এখান থেকে একটা অপশন বেছে নিতে,
তাহলে আপনি কোনটি নিবেন?

অনেকেই ভুল পথ বেছে নিবে!

~~অ-মানুষের শহরে একজন ফেরেশতা !~~একটা স্যালুট তো সে পেতেই পারে !
09/08/2025

~~অ-মানুষের শহরে একজন ফেরেশতা !~~

একটা স্যালুট তো সে পেতেই পারে !

Address

South Khulshi
Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when NS Binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NS Binodon:

Share