Md Azizul Hoque Emon

Md Azizul Hoque Emon জীবনে বড় হতে হলে নিরলশ পরিশ্রম করতে হবে,
পরিশ্রম কখনো পরিশ্রমী কে পারিশ্রমিক ছাড়া বিদায় দেয় না।

 #অর্থ_আর_স্বার্থএই দুইটা জিনিসই মানুষের থেকে মানুষকে দুরে সরিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট
18/12/2023

#অর্থ_আর_স্বার্থ

এই দুইটা জিনিসই মানুষের থেকে মানুষকে দুরে সরিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট

 . !!
16/11/2023

. !!

সাধুবাদ জানাই প্রিয় প্রধানমন্ত্রী কে।কিন্তু এই উদ্যোগ দেখে ভয় হয়  #বাংলাদেশে আছি বলে!!
17/08/2023

সাধুবাদ জানাই প্রিয় প্রধানমন্ত্রী কে।
কিন্তু এই উদ্যোগ দেখে ভয় হয় #বাংলাদেশে আছি বলে!!

আচ্ছা,, যদি ওপারে চলে যায় আমার উপর কি হ্ক থেকে যাবে??
14/07/2023

আচ্ছা,, যদি ওপারে চলে যায় আমার উপর কি হ্ক থেকে যাবে??

বাচানোর মালিক আল্লাহ,,,,বর্তমানে ১০ নং মহাবিপদ সংকেত,,,,সবাই আল্লাহর উপর ভরশা রাখুন
13/05/2023

বাচানোর মালিক আল্লাহ,,,,বর্তমানে ১০ নং মহাবিপদ সংকেত,,,,সবাই আল্লাহর উপর ভরশা রাখুন

13/05/2023

চট্টগ্রাম হন্ডে হন্ডে ঝর পরের
চাই জানানো না ওয়া।

01/05/2023

আলহামদুলিল্লাহ,,,অসুস্থতায় অন্তর্ভুক্ত হলাম!!

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলা...
30/04/2023

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলাম, বিশ টাকার রাজস্ব স্ট্যাম্প চাইলো পাঁচশো টাকা, দামাদামি করে দিলাম আড়াইশো টাকা। এরপর ভোটার আইডি আর আবেদনসহ পাঁচ নম্বর কামরা থেকে গেলাম ছয় নম্বর কামরায়।
সেখানে মুরুব্বি বললেন, "একটু বসেন।"
এত সুন্দর আচরণ করলেন, মনে হলো নেহাতই ভালো লোক। আশ্বস্ত হলাম; মনে হলো এই লোক থাকতে আর কোন চিন্তা নাই। পনের বিশ মিনিট পর পিয়ন আসলে উনাকে দিয়ে আমার বক্সটা খোঁজে বের করলেন। আমাকে বললেন পাঁচ নম্বরে গিয়ে কর্মকর্তা কে ডেকে আনতে। উনি বক্স খোলে দেখবেন ভেতরে কী আছে। কর্মকর্তাকে ডেকে আনলাম, বক্স খোলা হলো। দেখে সাইন করে চলে গেলেন, আমিও সাইন করলাম।
আমি ভাবলাম, মামলা শেষ। একটু আগে যিনি বলেছিলেন, "আপনার কি টাকা বেশি হইছে? কেন এদেরকে টাকা দেন? সরকার বেতন দেয় না আমগো?" তিনিই পিয়নকে খাম্বার আড়ালে পাঠালেন।
চাচায় বললো, "কিছু খরচাপাতি দেন।"
আমি বললাম, "নগদ টাকা নাই আপনার বিকাশ নম্বর দেন।"
পাশ থেকে মুরুব্বি বললেন, "বিকাশে নিও না, পরে ঝামেলা হবে।"
পিয়ন চাচায় আমাকে বললেন, "মাল তো আমাদের এখান থেকে দেয়ার নিয়ম নাই, আপনি পাঁচ নম্বরে গিয়ে কথা বলেন; মাল পোষ্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে।"
পাঁচ নম্বরে গেলাম, উনি বললেন, "এটা তো ড্রোন কিন্তু আমি খেলনা লিখে দিয়েছি খাতায়, তারপরও আপনি এটা পাবেন কি না নিশ্চিত হতে আমার স্যারের সাথে কথা বলতে হবে।"
আমাকে নিয়ে গেলেন উনার উর্ধ্বতনের কাছে। বড় অফিসার বললেন, "এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, আর যদি খেলনা ড্রোন হয় তবুও দেড়শো টাকার স্ট্যাম্পে মুচলেকা ছাড়া ছাড়পত্র দেয়া যাবে না।"
একটু পরে বুঝলাম যে আসলে উনাদের কিছু টাকার দরকার, কিন্তু আমাকে সরাসরি বলতে পারছেন না; আর আমিও জীবনে কখনো শিখি নাই কিভাবে টাকা অফার করতে হয়! একবার পুলিশে চৌরাস্তার মাঝখানে হোন্ডা আটাকায়া টাকা চাওয়ার পর আমি রাস্তার মাঝে টাকা দিতে যাওয়ার পর যে ধমক খাইছিলাম! পরে চিপায় নিয়ে টাকা নিয়েছিলো।
এ্যানিওয়ে, আমি ড্রোনের আশা ছেড়ে দিয়ে মনের সুখে পুরানা পল্টনে বসে নান্না বিরিয়ানি খাচ্ছি, এমন সময় অচেনা নম্বর থেকে কল আসলো।
ওপাশ থেকে বললেন, "আমি আপনার দেশি লোক, আপনার মালের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। দেখা করেন।"
খাওয়া শেষ করে আবার গেলাম, ডাক অফিসে। পিয়ন কাকায় এগিয়ে এসে বললেন, "আপনার মাল আমি এখান থেকেই ছেড়ে দেয়ার ব্যবস্থা করতে পারবো, কিছু পয়সা কড়ি খরচ করতে হবে।"
জিজ্ঞেস করলাম, "কত?"
উনি বললেন, "পনের হাজার।"
"এই ড্রোনের দাম কত জানেন? মাত্র সাড়ে তিন হাজার টাকা। অলরেডি গাড়িভাড়াসহ আমার আটশো টাকা খরচ হয়ে গেছে। এই সাড়ে তিন হাজারের জন্য আরও পনের হাজার দিমু? তার চাইতে বাইরে গিয়ে বারশো টাকায় আরেকটা খেলনা ড্রোন কিনে বাসাই চলে যাই!"
"এত কমদামি ড্রোন কেউ বিদেশ থেকে আনে না, আপনি কত দিতে পারবেন?"
"একশো টাকা। সর্বোচ্চ আর দুইশো টাকা দিতে পারবো।"
চাচায় কিছুটা হতাশ হলেন কিন্তু আমার মালটাও দিলেন না।
আমি যদি এই দেশ ছেড়ে কখনো চলে যাওয়ার সুযোগ পাই, তবে অবশ্যই চলে যাবো। এবং দেশ ছাড়ার কারণ হিসেবে আজকের এই হয়রানিই যথেষ্ট।

লেখাটি নীল সালু পেজ থেকে নেয়া এবং ছবি ফেসবুক।

যদি থাকে মানবতা হয়ে যাও রক্তদাতা।আলহামদুলিল্লাহ ১৮তম(O+)
29/04/2023

যদি থাকে মানবতা হয়ে যাও রক্তদাতা।
আলহামদুলিল্লাহ ১৮তম(O+)

18/04/2023

জীবন মানেই জীবনী

খাদ্য সামগ্রী বিতরণে, ছবির প্রচার আমার একদমই ভালো লাগে না। আল্লাহ যে কাউকে ভিখারীর লাইনে দাঁড় করতে পারতেন।মাঝে মাঝে আমি ...
13/04/2023

খাদ্য সামগ্রী বিতরণে, ছবির প্রচার আমার একদমই ভালো লাগে না। আল্লাহ যে কাউকে ভিখারীর লাইনে দাঁড় করতে পারতেন।মাঝে মাঝে আমি নিজেকে ঐ লাইনে কল্পনা করি।

আমি লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি।সবাই ক্যামেরা তাক করে ছবি তুলছে,ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে বলছে। আমার দারিদ্রতার সাথে উপহাস করছে।

আমার সেই ছবি মিডিয়া,সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্তানরা সেই ছবি দেখে নীরবে চোখের জল ফেলছে।তারা দেখছে,তাদের একমুঠো খাবারের জন্য তাদের বাবা হাত পেতে দাঁড়িয়ে আছে।
সংগৃহীত

12/04/2023

মসজিদুল আকসার ইমাম,,,, ইসলামের বীর এরাই,

Address

Oxygen Quaish Connected Road
Chittagong
4213

Telephone

+8801878896125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Azizul Hoque Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Azizul Hoque Emon:

Share