
19/07/2025
একটা মা কতটা বুকে কষ্ট নিয়ে ১২ দিন ধরে বসে আছে ছেলের অপেক্ষায়। ঘর বাড়ি সব ছেড়ে বসে আছে সেই সাগর পাড়ে, তা ও আবার ছেলের লাশের অপেক্ষায়। আহা,,,,এসব মৃত্যু আসলেই মর্মান্তিক 😭😭
রাত- দিন আজান আর দোয়া করে করে কক্সবাজার সৈকতের আনাচেকানাচে নিজেদের একমাত্র সন্তানকে ১২ দিনের মতো খুঁজছেন অরিত্র হাসানের অসহায় বাবা-মা 😥
বাবা সাকিব হাসানের মনতো বুঝেনা- অরিত্র কোথাও ভেসে উঠেছে হয়তো, বে'চে আছে, তার মনে হচ্ছে, একদিন ফোন করে বলবে বাবা আমাকে নিয়ে যাও। মিরাকেল ঘটতেই পারে। ওকে পেলে হাতটা ধরে বলবো বাবা আমাকে ফিরিয়ে দিওনা- ছেলেকে ছাড়া ঘরে ফিরবোনা আমরা!!😭
মা জেসমিন আক্তার গত ১২ দিন ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায়। গেলো মঙ্গলবারের আগের মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন বন্ধুসহ নি’খোঁ’জ হন তার ছেলে অরিত্র হাসান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সেদিন সকালে সাগরে নামার আগে মাকে শেষ একটা ছবি পাঠিয়েছিলো অরিত্র। সেই স্মৃতি জানিয়ে জেসমিন আক্তার বলেন, “ছবিটা দেখে আমি শুধু ছোট্ট একটা ম্যাসেজ দিই। ওই ম্যাসেজটা সে রিসিভ করতে পারেনি। রাতে একটু রা’গা’রা’গিও করেছি ছেলেটার সাথে। বলেছি- যে বাবা তুমি না জানাইয়া সেখানে গেছো, একটু সা'বধা'নে থাকো। । ছবি তুলো কিন্তু উপকূলে থাকো।”
কি সীমাহীন কষ্টে যে আছেন এই অসহায় মা-বাবা, এমন কষ্ট মাওলা তুমি কাউকে দিওনা 😥🤲😭
゚
゚