01/09/2025
ভুল প্রোডাক্ট, ভূল মানুষের কাছে চলে গেলেই কিন্তু ঝামেলা বেঁধে যায়। এই ধরেন তিশা যদি মামুনের কাছে থাকত, লায়লা মোশতাকের কাছে, বিষয় টা মানানসই মনে হতো। কিন্তু বিপরীত হওয়ায় বার বার ঝামেলা হচ্ছে। একেক কাস্টমারের চাহিদা একেক রকম। তাই পরবর্তীতে ঝামেলা এড়াতে, চাহিদা অনুযায়ী মানুষকে প্রোডাক্ট সরবরাহ করুন। যেমন, একটা নষ্ট টিভি, কেউ পার্টসের জন্য কিনলে সমস্যা নেই, বাট কেউ যদি এটা মেরামত করে চালানোর উদ্দেশ্যে কেনে, এবং সে যখন ব্যার্থ হয়, তখন ঝামেলা শুরু হয়ে যায়।
🖋️ Super Blogs