সরেজমিন News

সরেজমিন News Sorejomin barta is the national newspaper in Bangladesh.

02/11/2024
26/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..
25/09/2023

26/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..

21/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..
21/09/2023

21/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..

20/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..
19/09/2023

20/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..

19/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..
19/09/2023

19/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..

14/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..
14/09/2023

14/09/2023 ) দৈনিক সরেজমিন বার্তা ..

মাটিরাঙ্গায় যুবলীগের ওয়ার্ড সভাপতির উপর সন্ত্রাসী হামলাখাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রসুলপুর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ই...
16/06/2023

মাটিরাঙ্গায় যুবলীগের ওয়ার্ড সভাপতির উপর সন্ত্রাসী হামলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রসুলপুর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী (৪৫) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ১৬ জুন শুক্রবার সকালে স্থানীয় মোঃ মহারাজ (২২), মোঃ ওসমান(২৪), মোঃ নজরুল ইসলাম(২৬), মোঃ ফজলু প্রকাশ জাল ডলার ফজলু (৩৫), দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী জনান, স্থানীয় মোঃ মহারাজ ,মোঃ ওসমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফজলু, আমার পাড়া প্রতিবেশী । আমি আমার এলাকার স্থানীয় লোকজনের প্রায় সময় বিভিন্ন সামাজিক বিচার সালিশ সমাধান করে থাকি। এরই ধারাবাহিকতায় গত মাসের ২০ তারিখে স্থানীয়ভাবে একটি শালিস বৈঠকে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে তাহারা অকথ্য ভাষায় গালমন্দসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আমি তাদেরকে এইভাবে অকথ্য ভাষায় গালমন্দ করিতে নিষেধ করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া উপস্থিত লোকজনের সামনে আমাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং আমার পকেটে থাকা ৫০,০০০/- টাকা ও আমার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন চিনিয়ে নেয়। পরবর্তীতে তারা আমারকে প্রকাশ্যে হুমকি দেয় যে, তুই বেশি বাড়াবাড়ি করলে তোকে প্রাণে মেরে তোর রক্ত দিয়ে গোসল করবো। এসময় মাটিরাঙ্গা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন চুরি, মারধর, মাদক কার্বারী ও জাল ডলার দিয়ে মানুষকে প্রতারণা করার বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে। আইনগত সহায়তা পাওয়ার জন্য থানায় অভিযোগ জানিয়েছি
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বর্তমান কথাকে বলেন, থানায় অভিযোগের প্রেক্ষিতে যথাযত তদন্ত করে অপরাধীরদের কে দূত আইনের আওতায় আনা হবে।

গুইমারায় সোলার প্যানেল বিতরন বন্ধ করতে নানানমুখি ষড়যন্ত্র চলছে খাগড়াছড়ির গুইমারায় প্রধানমন্ত্রীর উপহার সোলার প্যানেল স্থ...
23/05/2023

গুইমারায় সোলার প্যানেল বিতরন বন্ধ করতে নানানমুখি ষড়যন্ত্র চলছে

খাগড়াছড়ির গুইমারায় প্রধানমন্ত্রীর উপহার সোলার প্যানেল স্থাপনের বিষয়ে নানানমুখি ষড়যন্ত্র করার অপচেষ্টা করছে রাজনৈতিক ভাবে ভিন্নমতের কিছু হীনমনের মানুষ।এসব ষড়যন্ত্রকারীরা বসবাস করে বিদুৎতের আলোতে। বিরোধীতার খাতিরে বিরোধীতা করাই তাদের পেশা হয়ে দাড়িয়েছে।এসব বিরোধীতা কর্মকান্ড করার জন্য গঠন করেছে একটি সমিতিও ।গুইমারা সদয় ইউনিয়নের পাচঁ নাম্বার ওয়ার্ড়ে নির্বাচনে হেরে গিয়ে এসব করছেন সাবেক মেম্বার।
সরকার যখন পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে সোলার প্যানেল স্থাপন করে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করছে।এ উন্নয়ন দেখে মন জ্বলে পুড়ে ছারখার হচ্ছে হীনমনের একটি মহলের। তারা উন্নয়নে বিশ্বাসী নয়। তারা অপপ্রচারে বিশ্বাসী। দূর্ঘম এলাকার অসহায় মানুষ বিদুৎতের আলোতে ফুটে উঠুক এই মহলটির পচন্দ নয়। কারন তাদের ধারনা পরিবার গুলোর মাঝে সোলার প্যানেল স্থাপন হলে ভবিস্যৎ ভোটের মাঠে কপাল পুড়বে।
এবিষয়ে ইন্দ্রমনি পাড়ার পাড়া কারবারী ইন্দ্রমনি চাকমা বলেন,তার পাড়াতে ১১৪ পরিবার বহুকাল বিদ্যুবিহীন ভাবে বসবাস করছে।সরকার ইতিমধ্যে তার এলাকার মানুয়ের জন্য সোলার প্যানেল স্থাপন প্রকল্প নিয়েকাজ করছে।এজন্য সরকারকে পাড়া বাসির পক্ষ থেকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,ইন্দ্রমনি পাড়ায় এমন উন্নয়ন মুসলিম পাড়া এলাকার নামধারী সমিতির লোকজনের পচন্দ হচ্ছে না।তারা নানানমূখি ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু ওই সমিতির লোকজন বিদ্যুৎ এলাকায় বসবাস করে।তাদের তো কষ্ট নেই।এরপরেও তারা সোলার প্যানেল স্থাপনের জন্য আক্রোশ হয়ে পড়েছে।সোলার প্যানেল বিতরন বন্ধে সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করতে মেতে উঠেছে নানান মূখি অপপ্রচারে।তিনি বলেন,এই ওয়ার্ড়ে তিনজন মেম্বার প্রার্তী হয়েছে।যোগ্য লোককে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে।পরাজিত সাবেক মেম্বার নির্বাচনের পরে তার লোকজন নিয়ে সমিতি নাম দিয়ে সবসময়ে নির্বাচিত মেম্বারের উন্নয়ন কাজের পিচনে লেগে আছে। তিনি ইন্দ্রমনি পাড়া বাসীর পক্ষ থেকে এসব অপপ্রচার ও উন্নয়ন বিরোধীদের বিচার এবং প্রতিবাদ জানান।
পাড়া কারবারী সুনীতি চাকমা জানান,তার এলাকায় বিদ্যুৎ বিহীন ভাবে ২৫ পরিবার বসবাস করে। সরকার সোলার প্যানেল স্থাপন প্রকল্প নিয়েকাজ করছে দেখে পাড়ার সকলেই খুশি হয়েছে।ছেলে মেয়েদের লেখা পড়া সহ জীবন মান পরিবর্তনের স্বপ্ন দেখছে তারা।ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে সাবেক মেম্বার তার কিছু লোক নিয়ে একটি সমিতি করে এ ওয়ার্ড়ের উন্নয়নে সবসময় অপপ্রচার করে।এতে করে ওযার্ড়ের অসহায় মানুষ বেশি বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।নির্বাচনে হেরে গিয়ে এসব করা ঠিক নয়।তার জানামতে সোলারের বিষয়ে তার পাড়ার অনেক লোক ছবি তোলার টাকা ছিলো না,মেম্বার নিজের পকেট থেকে টাকা দিয়ে গরিব মানুষদের কাগজ পত্র ঠিক করে দিয়েছে।অপরদিকে সাবেক মেম্বার যারা বিদ্যুতের এলাকায় থাকে তাদের নিয়ে অপপ্রচার করছে ।অসহায় মানুষ গুলোর উন্নয়নে বাধা হয়ে দাড়িছে।
রবিন্দ্রপাড়ার পাড়া কারবারী নগেন্দ্র ত্রিপুরা বলেন,তার পাড়ায় বিদ্যুৎ বিহীন ভাবে ৩২ পরিবার বসবাস করে। কত কষ্টে চলে তাদের জীবন সেটা তার এলাকার মানুষ ছাড়া বিদ্যুৎ এলাকার মানুষ কখনো বুঝবেনা।যার নলকূপ নেই সে জানে পানির কি কষ্ট।মেম্বার এসব এলাকার উন্নয়নের জন্য কাজ করছে।বর্তমান চেয়ারম্যান ও মেম¦ার তার এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছে।এ এলাকার মানুষের ক্ষতির জন্য সাবেক মেম্বার কিছু লোক নিয়ে সমিতির নাম দিয়ে সবসময় এমন করে।এতে করে অনেক সময় তার এলাকার ত্রিপুরা জনগোষ্টির অনেক অসহায় পরিবারের ক্ষতি হচ্ছে।
কবুতর ছড়া এলাকার সাবেক গ্রাম সর্দার বাবুল মিয়া জানান,সোলার বিতরন হয় কিন্তু বাঙ্গালীরা তেমন পায় না।তবে এবার কবুতরছড়া এলাকায় ১২৬ পরিবার পাচ্ছে সরকারের এ বিশেষ সুবিধে।বিদ্যুৎ এলাকায় বসবাস করে মুসলিম পাড়া এলাকার ষড়যন্ত্রকারী কিছু লোক জন মেম্বারকে হেয় করতে অসহায়দের ভাগ্য নষ্ট করার অপচেষ্টা করছে।এমন হলে অসহায় লোকজন বসে থাকবে না।
এ বিষয়ে গুইমারা ইউনিয়নের পাচঁ নাম্বার ওয়ার্ড়ের ইউপি সদস্য দিদারুল আলম জানান,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিটি গ্রামে গিয়ে যাচাই করে সোলার প্যানেল স্থাপনে তালিকা প্রনয়ন করেছে।সরকারের এ মহতি উদ্যোগের ফলে এ ওয়ার্ড়ের লোকজন আলোর মূখ দেখছে।এ আলোতে অসহায় পরিবার গুলোর ছেলে মেয়েদের ভবিস্যৎ আলোকিত হবে ।এ সোলার গুলো অসহায় মানুষের স্বপ্ন।এ স্বপ্ন বাস্তবায়নে ষড়যন্ত্রের শিকার হচ্ছে অসহায় মানুষ গুলো।বিদ্যুৎ এলাকায় থেকে সমিতির নাম দিয়ে লোকজনকে দমক, হুমকি ,মারধর,ষড়যন্ত্র করে কি লাভ হবে।আমার উপর ক্ষোভ করে অসহায় মানুষের ক্ষতি করে কি হবে।এ এলাকায় সোলার বিতরন সরকারের উন্নয়নের বিরাট একটা অংশ।অপরাজনিতি আর অপপ্রচার করে অসহায় মানুষের ক্ষতি করা যায়,জনপ্রিয় হওয়া যায় না।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ...
15/04/2023

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৩৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকা থেকে এগুলো জব্দ করে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। বিষয়টি নিশ্চিত করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান। এ সময় মো. আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু থেকে মাহিন্দ্র গাড়িতে করে ভারতীয় অবৈধ ওষুধ খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে মাটিরাঙ্গা জোন থেকে ক্যাপ্টেন রাহফিন আহমদের নেতৃত্বে সেনা সদস্যদের একটি দল নতুন পাড়া এলাকাতে চেক পোস্ট বসায়। এ সময় ৪৪ হাজার ৬৪০টি টার্গেট ট্যাবলেট, দুই লাখ পেরোপটিন ট্যাবলেট এবং ৫৬ হাজার ডেক্সন ট্যাবলেট জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকার বেশি। এ সময় মো. আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যক্তিকে মাহিন্দ্রা গাড়িসহ আটক করা হয়।
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, চোরাকারবারিদের যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

07/04/2023

Address

Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরেজমিন News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সরেজমিন News:

Share