
13/07/2025
দ্বীনের ব্যাপারে যদি কারো ত্রুটি চোখে পড়ে—সে যত প্রভাবশালী হোক না কেন,তাকে উপযুক্তভাবে নসিহত করা ঈমানদারের দায়িত্ব। তার প্রভাব বা প্রতিপত্তির পরোয়া করলে চলবে না। কারণ, আল্লাহ তাআলার সাহায্য সবসময় হকের পক্ষে থাকে, বাতিলের পক্ষে নয়। তুমি একবার দৃঢ়ভাবে সাহস করে হক কথা বলে ফেলতে পারলে,তারা ভবিষ্যতে তোমাকে ভয় করবে।
তোমার শহরে কেউ আর সহজে বিদ‘আত চালু করার সাহস করবে না। বরং, সেই বিদ‘আত ও ভ্রষ্টতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহই তোমার হাতে দ্বীনের পতাকা তুলে দেবেন। জনসাধারণ তোমার নেতৃত্বে একতাবদ্ধ হয়ে দ্বীনের ময়দানে কাজ করবে, ইনশাআল্লাহ।
ইমাম আবু হানিফা রা.