নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা

নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর সহ সকল খবর ও ইসলামিক ভিডিও || দেশ ও জাতির কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ ||
(1)

09/10/2025

আজ দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহী মাহফিল।

উত্তর শাহপুর, সেনবাগ নোয়াখালী।
৯/১০/২৫ ইং

আলহামদুলিল্লাহ! এক অসাধারণ আনন্দের সংবাদ!গৌরব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ, জামিয়া ইসলামিয়া ও...
09/10/2025

আলহামদুলিল্লাহ! এক অসাধারণ আনন্দের সংবাদ!
গৌরব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ, জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর এর সিনিয়র শিক্ষক ও সহকারী মুফতী আরিফ মমতাজ (হাফিজাহুল্লাহ) কর্তৃক রচিত অমূল্য গ্রন্থ "آسان قواعد إملاء ( دس اسباق پر مشتمل)" এখন প্রকাশিত হয়েছে এবং আমাদের হাতে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ!

আরবি ভাষা—কুরআন ও সুন্নাহর ভাষা। এর প্রতিটি হরফ ও শব্দের বিশুদ্ধতা রক্ষা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, আরবি ‘ইমলা’ বা বানানরীতির সূক্ষ্ম ভুলের কারণে অনেক সময় অর্থের বিকৃতি ঘটে, যা একজন তালিবে ইলম-এর জন্য অত্যন্ত পীড়াদায়ক।

আমাদের প্রিয় উস্তাদ ঠিক এই শূন্যতা পূরণের জন্যই কলম ধরেছেন। আমরা কাছে থেকে দেখেছি, হযরত কতটা দরদ ও মমতা দিয়ে এই গ্রন্থটি রচনা করেছেন। এর প্রতিটি পাতায় রয়েছে তাঁর গভীর জ্ঞান ও সহজ করে বোঝানোর জাদুকরী দক্ষতার ছাপ।

কেন এই গ্রন্থটি অনন্য?
• জাদুর কাঠির ছোঁয়া: আরবি ইমলার মতো একটি শাস্ত্রীয় ও জটিল বিষয়কে হযরত তাঁর লেখনীর জাদুতে পানির মতো সহজ করে তুলে ধরেছেন।
• সহজ ও সুবিন্যস্ত: সম্পূর্ণ গ্রন্থটিকে মাত্র দশটি পাঠে এমনভাবে সাজানো হয়েছে, যাতে যে কেউ অল্প সময়েই আরবি বানানের উপর একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারেন।
• হাতে-কলমে শেখার সুযোগ: প্রতিটি পাঠের শেষে রয়েছে অনুশীলনী (مشق), যা পঠিত বিষয়কে আরও ভালোভাবে আত্মস্থ করতে এবং লেখার দক্ষতাকে শাণিত করতে সাহায্য করবে।

• পূর্ণাঙ্গ আলোচনা: হামযার খুঁটিনাটি, আলিফে লাইয়্যিনাহ, তা-এর প্রকারভেদ এবং বিরামচিহ্নের (. ; ، ! ؟) সঠিক প্রয়োগসহ আরবি ইমলার সকল গুরুত্বপূর্ণ বিষয় এতে স্থান পেয়েছে।
আমরা বিশ্বাস করি, এই গ্রন্থটি শুধু মাদরাসার শিক্ষার্থীদের জন্য নয়, বরং উলামায়ে কেরাম, গবেষক এবং শুদ্ধ আরবি লিখতে আগ্রহী প্রত্যেকের জন্য একটি অবশ্যপাঠ্য ও অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।

আমরা আমাদের উস্তাদের জন্য গর্বিত। তাঁর এই ইলমি খিদমত আমাদের জন্য প্রেরণার বাতিঘর।
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন:
প্রাপ্তিস্থান:
ফতোয়া বিভাগ, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর, চট্টগ্রাম।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর:
০১৭৭৯৪২৪৭৪৬
01864010920
মহান আল্লাহ আমাদের উস্তাদের এই মেহনতকে কবুল করুন, তাঁর ইলম ও আমলে আরও বরকত দান করুন এবং এই গ্রন্থটিকে উম্মাহর জন্য অফুরন্ত কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। আমীন।

প্রচারে: নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা চট্টগ্রাম, ফটিকছড়ি নানুপুর।

#আসান_কাওয়ায়েদে_ইমলা #আরবি_ব্যাকরণ #নতুনবই #প্রকাশিত_হলো #মুফতী_আরিফ_মুমতাজ #জামিয়া_নানুপুর

08/10/2025

আলহামদুলিল্লাহ
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের VIP হিফজ শাখা'র ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কুরআনের পাখিকে তাদের প্রাপ্য পুরস্কার প্রদান করার সময়ের অল্প কিছুক্ষণ।

08/10/2025

জীবনের ৯টি সত্য কথা!
চুরি করা যায় না যে তিনটি:
১। শিক্ষা
২। জ্ঞান
৩। চরিত্র
কখনো করোনা এই তিনটি:
১।অপমান
২।অহংকার
৩। ঘৃণা
বুঝে শুনে দিও এই তিনটি:
১।ঋণ
২।উত্তর
৩। কথা
জাযাকুমুল্লাহ খাইরান সবাইকে❤️

আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের VIP হিফজ শাখা'র ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কুরআনের পাখিকে ...
08/10/2025

আলহামদুলিল্লাহ
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের VIP হিফজ শাখা'র ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কুরআনের পাখিকে তাদের প্রাপ্য পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ছাত্রদের পড়ালেখার অগ্রগতি ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান নসিহত প্রদান ও আখেরী মোনাজাত করেন জামিয়ার স্বনামধন্য শিক্ষা পরিচালক মাওলানা রফিক সাহেব দা.বা.

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার সুনামধন্য আসাতেজায়ে কেরামগণ:
আল্লামা মুফতি লোকমান কাসেমী দা.বা., মুফতি আলমগীর সাহেব খিরামী হুজুর দা.বা., মাওলানা মাসুম সাহেব হা.ফি., মাওলানা জসিম সাহেব দা.বা, এবং VIP হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আবু সুফিয়ান সাহেব সহ হিফজ বিভাগের সকল সম্মানিত উস্তাদগণ।

আল্লাহ তায়ালা এই কুরআনের পাখিদেরকে দ্বীনের খেদমতে কবুল করুন এবং তাদের সমস্ত ওস্তাদকে সুস্থতা ও নেক হায়াত দান করুন । তাদের মা-বাবাকে কিয়ামতের কঠিন দিনে সম্মানের মুকুট পরিধান করার তাওফিক দান করুন।আমীন ইয়া রব্বাল আলামিন।

07/10/2025

মধ্য ভাষানচর "মদিনাতুল উলুম রহমানিয়া নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসা" ৪ নং ওয়ার্ড রসুলপুর, শশীভূষণ,চরফ্যাশন ভোলার ছাত্রদের ভালোবাসায় সিক্ত পীর সাহেব নানুপুরী দা.বা.

07/10/2025

হালাল খাও,
নামাজ পড়ো, আল্লাহ্ আল্লাহ্ জিকির কর। সব সমস্যা মিটে যাবে ইনশা-আল্লাহ।

আল্লামা শাহ ছালাহ উদ্দিন নানুপুরী দা.বা.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন .....মিশরের শাইখুল মুহাদ্দিসীন, "ফয়জুল বারী শরহুল বুখারী" সহ অসংখ্য কিতাবের লেখ...
07/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন .....

মিশরের শাইখুল মুহাদ্দিসীন, "ফয়জুল বারী শরহুল বুখারী" সহ অসংখ্য কিতাবের লেখক শায়খ, উস্তায, ড. আহমাদ উমর হাশেম রহ. ইন্তেকাল করেছেন।
রাসূলের প্রতি তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল প্রবাদতুল্য। তিনি অসংখ্য বার স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাক্ষাৎ লাভ করেছেন।

আযহার মসজিদে সহিহ বুখারীর দরসসহ একাধিক কিতাব পাঠদান করেছেন। অসংখ্য তালিবুল ইলমদের তিনি রাহবার ছিলেন।

আল্লাহ তায়ালা সকল ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ছাত্রদের কে সবরে জামিল দান করুন। আমীন।

"আল-মাদ্রাসাতুল কাসিমিয়া মদিনাতুল উলুম" আলী গাঁও চরফ্যাশন ভোলা (বরিশাল)এর  ইসলাহী মজলিসে উম্মতের দরদী রাহবার শায়খে নান...
06/10/2025

"আল-মাদ্রাসাতুল কাসিমিয়া মদিনাতুল উলুম" আলী গাঁও চরফ্যাশন ভোলা (বরিশাল)এর ইসলাহী মজলিসে উম্মতের দরদী রাহবার শায়খে নানুপুরী হাফিজাহুল্লাহ।

আল্লাহ তায়ালা হযরত সুস্থতার সহীত হাজার বছর বাঁচিয়ে রাখুন।

06/10/2025

আজ ভোলার ঐতিহ্যবাহী মাদ্রাসাতু উমর (রা.) আল ইসলামিয়া আল আরাবিয়া-এর হিফজ বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদেরকে সবক প্রদান ও মূল্যবান নসিহত পেশ করেন: ​শায়খুনা আল্লামা শাহ ছালাহউদ্দিন
(পীর সাহেব নানুপুরী) দা.বা.

স্থান: বাটামারা সেন্টার, বোরহানউদ্দিন, ভোলা।

03/10/2025

Address

Chittagong
4351

Alerts

Be the first to know and let us send you an email when নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share