নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা

নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর সহ সকল খবর ও ইসলামিক ভিডিও || দেশ ও জাতির কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ ||
(1)

দ্বীনের ব্যাপারে যদি কারো ত্রুটি চোখে পড়ে—সে যত প্রভাবশালী হোক না কেন,তাকে উপযুক্তভাবে নসিহত করা ঈমানদারের দায়িত্ব। তার...
13/07/2025

দ্বীনের ব্যাপারে যদি কারো ত্রুটি চোখে পড়ে—সে যত প্রভাবশালী হোক না কেন,তাকে উপযুক্তভাবে নসিহত করা ঈমানদারের দায়িত্ব। তার প্রভাব বা প্রতিপত্তির পরোয়া করলে চলবে না। কারণ, আল্লাহ তাআলার সাহায্য সবসময় হকের পক্ষে থাকে, বাতিলের পক্ষে নয়। তুমি একবার দৃঢ়ভাবে সাহস করে হক কথা বলে ফেলতে পারলে,তারা ভবিষ্যতে তোমাকে ভয় করবে।

তোমার শহরে কেউ আর সহজে বিদ‘আত চালু করার সাহস করবে না। বরং, সেই বিদ‘আত ও ভ্রষ্টতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহই তোমার হাতে দ্বীনের পতাকা তুলে দেবেন। জনসাধারণ তোমার নেতৃত্বে একতাবদ্ধ হয়ে দ্বীনের ময়দানে কাজ করবে, ইনশাআল্লাহ।

ইমাম আবু হানিফা রা.

11/07/2025

আলহামদুলিল্লাহ, দীঘির পাড়ে নতুন ছাত্রাবাসের ঘরে বালু ভরাটের কাজ শুরু হয়েছে, যা নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এগিয়ে চলেছে।ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যেই এর পূর্ণ অবয়ব দৃশ্যমান হতে চলেছে।

আল্লাহ তাআলা হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের বুদ্ধিদীপ্ত চেতনা ও দূরদর্শিতাকে আরও উন্নত ও ফলপ্রসূ করুন।

11/07/2025

কোরআনের প্রতিটি আয়াত মানুষের হৃদয়ে আলোর সঞ্চার করে।
এই আলো মানুষকে অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে যায়।
দুনিয়ার ব্যস্ততা ও বিভ্রান্তির মাঝেও একজন মুমিন কোরআনের তেলাওয়াতে শান্তি খুঁজে পায়।
তেলাওয়াতের মাধ্যমে সে পায় সঠিক পথের দিশা এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধি করে।

জুম্মা মোবারক 🤎
11/07/2025

জুম্মা মোবারক 🤎

📢  বিশেষ ঘোষণা •••••••জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ-এর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানা...
10/07/2025

📢 বিশেষ ঘোষণা •••••••
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ-এর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষা
আগামী ২/২/১৪৪৭ হিঃ মোতাবেক
২৮/৭/২০২৫ ঈঃ রোজ সোমবার হতে,
৫/২/১৪৪৭ হিজরি মোতাবেক
৩১/৭/২০২৫ ঈসাব্দ,রোজ বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

🎯 সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

আদেশক্রমে:- জামিয়া কতৃপক্ষ

07/07/2025

অসাধারণ সব শেরের এক অনন্য কারিগর
হুজুরে মুহতারাম হজরত মাওলানা মুফতি শওকত বিন হানিফ সাহেব দা.বা.
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রামের একজন স্বনামধন্য ওস্তাদ।

তিনি আমাদের জামিয়ার এক পরিশ্রমী আধ্যাত্মিক ও দরদভরা আলেম , যাঁর দরস নসীহত ও জীবনদর্শনে ছাত্রদের অন্তরে ছড়িয়ে পড়ে ঈমানি উজ্জ্বলতা। তাঁর ইলমি অবদান সুশৃঙ্খল মেজাজ এবং কোমল হৃদয়
ছাত্র-শিক্ষকের মাঝে গড়ে তোলে এক বিশেষ আদর্শিক সম্পর্ক।

আল্লাহ তাআলা তাঁর ছায়া আমাদের উপর দীর্ঘদিন অবশিষ্ট রাখুন আমিন

আলহামদুলিল্লাহ!জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের উচ্চতর ফিকাহ ও ইসলামী আইন গবেষণা বিভাগে সম্প্রতি কয়েক লক্ষ টাকার ক...
05/07/2025

আলহামদুলিল্লাহ!
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের উচ্চতর ফিকাহ ও ইসলামী আইন গবেষণা বিভাগে সম্প্রতি কয়েক লক্ষ টাকার কিতাব নতুনভাবে সংযোজন করা হয়েছে।
আগের গুরুত্বপূর্ণ কিতাবগুলোকে নতুন সংস্করণে পুনরায় সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি যোগ হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ও দুর্লভ গ্রন্থ।
তালিবে ইলমদের গবেষণাকাজ, তালিম ও তাদরীসকে আরও সমৃদ্ধ করতেই এ প্রয়াস।

দোয়া করি, আল্লাহ তাআলা এই কিতাবগুলোর মাধ্যমে উপকারি ইলম দান করুন। বিশেষত জামিয়ার সমস্ত খেদমত কবুল করুন। আমিন।

04/07/2025

আজ ওবাইদি কাননে বইছে জমিরী ফুয়ুজাত

04/07/2025

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর। ফটিকছড়ি, চট্টগ্রাম বাংলাদেশ।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
03/07/2025

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

02/07/2025

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের সন্ধ্যা বেলার দৃশ্য ।

আলহামদুলিল্লাহ"  সফলতার সাথে সম্পুর্ন হয়েছে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানপুরের শু'বায়ে মুনাজারার কর্তৃক আয়োজিত  আজক...
30/06/2025

আলহামদুলিল্লাহ"
সফলতার সাথে সম্পুর্ন হয়েছে
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানপুরের
শু'বায়ে মুনাজারার কর্তৃক আয়োজিত
আজকের ঐতিহাসিক মুনাযারা অনুষ্ঠান।

* আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা হলো সাহাবায়ে কেরাম মিয়ারে হক।

Address

Nanupur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share