20/10/2025
রাতে একটা ব্যার্থতার খবর শুনে আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়েছিলাম, সকালে ঘুম ভাংলো একটা সফলতার সংবাদ শুনে। যদিও সফলতাটা আমার অর্জিত নয় কিন্তু মনযোগ দিয়ে চিন্তা করলে এটার বেনিফিটটা আমিই পাবো।
আমার উপলব্ধি এটা যে "ব্যার্থতায় আপনি যত সন্তুষ্টি নিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারবেন , আল্লাহ তায়া’লা তত দ্রুত আপনাকে সফলতা দিবেন ইনশাআল্লাহ। "
অনেকে জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে থাকেন যেটা আমাদের কল্পনারো বাইরে হয়তো, কিন্তু বিশ্বাস করেন আপনি যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ খুশি হন এবং আপনার কল্পনার চাইতেও বেশি নেয়ামত দিবেন ইনশাআল্লাহ।
"নিশ্চয়ই আমার রব আমার জন্য যথেষ্ট , তাওয়াক্কালতু আলাল্লাহ"
বিপরীতে আপনি যত বেশি আল্লাহকে অভিযোগ করবেন তত আপনার তাওয়াক্কুল কমবে, মনের অজান্তেই শিরকি কথা চলে আসবে।